নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা সেই হিজলের বন

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮





হিজলের বনে তারার সনে লুকোচুরি

অভয়ারণ্যে সুখেরা সবুজের আলিপ্পন আঁকে

উচ্ছ্বাসিত আবেগ গলে গলে পড়ে

অস্থির প্রেমের বরিষণে লুটিয়েছিলো যুগল প্রণয়ের সঙ্গমে।

প্রসন্ন চিত্তে উদলা হয়েছিল উদগ্র কামনা; মনস্তাপ হয়নি একটুও

অবগাহন করেছিলো চন্দ্রাহতের ন্যায় কামনার নীলসায়রে।



একলহমায় অধ্রুব মন অমসৃণ সুখে কাতর

বহতা নদীর‍ যৌবন বুঝি ফিকে হয়েছে আজ!

তাইতো উচ্ছিষ্ট ভোজনের ন্যায় ছুঁড়ে ফেলে দেয়া

নর্দমায়- নোংরা নালায়! রক্তিম চিতা জ্বলেছিল সেদিন অনঘ নয়নে

প্রশ্ন রেখেছিল মনে, কেন ধরাশায়ী হয়েছিল লিপ্সিত মনের কাছে?

অসুখের পেয়ালায় আজ সুখ খোঁজে মন; হিমায়িত আবেগে বাধ্য করে নিজেকে

প্রসারিত অজস্র হাত অবহেলা করতে পারে আজ অবলীলায়!



হিজলের বনে আজও আনমনে; দীপ জ্বেলে যায় অলুব্ধ মন

যদি কখনও সখা ফিরে আসে হিরন্ময়ীর নিঃস্বার্থ প্রেমের টানে!

ঠিকানা সেই হিজলের বন আজও অপরিবর্তিত -----।





প্রকাশিত কাব্যগ্রন্থঃ নির্বাসিত জোছনাদল , বইমেলা ২০১৪

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৩

খেলাঘর বলেছেন:


প্রেম কোন কোন সময় শুধু স্ম্বেতির মাঝে থাকে।

মোহনীয় ভাব।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ খেলাঘর লেখাটি পড়ার জন্য। আমার ব্লগে স্বাগতম। ভাল থাকবেন --শুভ রাত্রি

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্লাস।

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। ভাল থাকবেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো পড়তে...

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাব্য আপনাকে । ভাল থাকবেন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

ডট কম ০০৯ বলেছেন: নিঃস্বার্থ প্রেমের টানে! সখা ফিরে আসুক। ;)

ভাল লাগছে।

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: হিজলের বনে আজও আনমনে; দীপ জ্বেলে যায় অলুব্ধ মন
যদি কখনও সখা ফিরে আসে হিরন্ময়ীর নিঃস্বার্থ প্রেমের টানে!
ঠিকানা সেই হিজলের বন আজও অপরিবর্তিত -----।

হিরন্ময়ীর নিঃস্বার্থ প্রেমের প্রতি শ্রদ্ধা
সন্মান,আর সকল কষ্ট জোড়ে সহমর্মিতা
আশীর্বাদ রইল হারিয়ে যাওয়া মানুষ্টি যেন ফিরে আসে
খুব সুন্দর লিখনী
লিখায়++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ।
যে যায় সে কি আর ফিরে আসে--- হয়তবা আসে হয়তবা না
যাই হোক কবিতার প্রেমিকার জন্য আমার চাওয়াও এমন

ভাল থাকবেন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১২

মৃদুল শ্রাবন বলেছেন:


কবিতায় ভালোলাগা। (তবে এখন যেগুলো লেখেন সেগুলোর মতো নয়)।

অসুখের পেঁয়ালায় আজ সুখ খোঁজে মন; হিমায়িত আবেগে বাধ্য করে নিজেকে এখানে কি ঁ টা হবে??

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

নাসরিন চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আমার নিজের পুরানা লেখাগুলো আমার নিজেরই এখন ভাল লাগেনা।
আর এই কবিতাটি আমার ব্লগিং জীবনে এবং লেখালেখি জীবনের প্রথম দিকের লেখা তাই -----

বানানটি ঠিক করেছি, আরে জানেন কি পরিমান বানান যে আমার ভুল হত আর সেটা নিয়ে অনেকেই বলত!!

আর এখন বানান ভুলের পরিমানটা কমে এসেছে। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও গঠনমূলক মন্তব্যের জন্য। ভাল থাকা হোক মৃদুল শ্রাবন

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: হিজলের বনে আজও আনমনে; দীপ জ্বেলে যায় অলুব্ধ মন
যদি কখনও সখা ফিরে আসে হিরন্ময়ীর নিঃস্বার্থ প্রেমের টানে!



অসাধারণ++

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই লেখাটি পড়েছেন বলে।
ভাল থাকুন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

নেক্সাস বলেছেন: আমি আগের ঠিকানায় আছি.....


সুন্দর কবিতা

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ব্যপারটা সেরকমই ছিল, প্রথম আলো ব্লগে কেউ আমাকে এই শিরোনামটি ''আমি আগের ঠিকানায় আছি'' দিয়ে বলেছিল একটি কবিতা লিখতে কিন্তু আমি লিখেছি কিন্তু আমি আমার শিরোনামটি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি।

ভাল থাকবেন। ধন্যবাদ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





কবিতাটি ভালো লেগেছে.... কবি নাসরিন চৌধুরী...

আপনাকে কবিতায় সবচেয়ে বেশি প্রগলভ/ একপ্রেসিভ দেখা যায়!
আপনার কাছ থেকে কীভাবে কবিতা লেখা শেখা যায়, এই মর্মে আরেকটি কবিতা লিখে দিন! B-)

অনেক শুভেচ্ছা :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। শুভ সকাল।

লেখাটি প্রথম আলো ব্লগে হয়ত আগেও পড়েছেন----
নিজের লেখাগুলো আমার নিজেরই ভাল লাগেনা মানে পুরোনো লেখাগুলান!

আর প্রগলভ !!! কি আর করা --স্বভাবটাই হয়ত এমন!!

কবিতা লিখে দিব কন কি!! ভয় পাইসি!! ---আমার কাছ থেকে কবিতা লেখা শিখবেন --ক্যামনে কি!!

এইত মনে যা আসে আঁকিবুঁকি তাই কবিতা বইলা চালাইয়া দেই!!

ভাল থাকবেন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





কোন সৃজনশীল বিষয় ‌'আগে পড়েছি' বলতে চাই না....
কেউ কেউ বিব্রত হন...

তাছাড়া, ‌'কবিতাটি আগে একবার পড়েছি'... এ কোন মন্তব্য হতে পারে না।

তাছাড়া কবিতা পাঠে তো একেক সময় একেক অাবেশ সৃষ্টি হয়
তাই না?

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ বলেছেনত, আমি নিজেই জানতামনা ।

অনেকেই বা আমি নিজেও কোন লেখা আগে পড়ে থাকলে সেটা উল্লেখ করি। সেটা নিয়ে কেউ বিব্রত হতে পারে ভেবেই দেখিনি।

যাক শিখলাম---ভবিষ্যতে কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যটির জন্য।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা !
বইটি সংগ্রহে আছে , কবিতা টিও তাই চেনা ঠেকলো !

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: তাই বুঝি!! কিন্তু জানেন একবছর পর কবিতাগুলোর ফাইল খুললাম, নিজের কাছেই অনেক ভুল ভ্রান্তি চোখে পড়ছে।

ভাল লাগাতে পারছিনা নিজের কাছেই অনেক কবিতা।

মন্তুব্য পেয়ে ভাল লাগল। ভাল থাকুন।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: সুন্দর !

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নিন। ভাল থাকুন।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হিজলের বনে আজও আনমনে; দীপ জ্বেলে যায় অলুব্ধ মন
যদি কখনও সখা ফিরে আসে হিরন্ময়ীর নিঃস্বার্থ প্রেমের টানে! মুগ্ধতা!!!!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্যের জন্য।
ভাল থাকুন।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম......

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

কলমের কালি শেষ বলেছেন: মেয়েটা সুন্দর !!... ;) ;)

কবিতায় মোটামুটি লেগেছে । তবে কিছু লাইন অসাধারন লেগেছে ।

রসন্ন চিত্তে উদলা হয়েছিল উদগ্র কামনা; মনস্তাপ হয়নি একটুও
অবগাহন করেছিলো চন্দ্রাহতের ন্যায় কামনার নীলসায়রে।

তাইতো উচ্ছিষ্ট ভোজনের ন্যায় ছুঁড়ে ফেলে দেয়া
নর্দমায়- নোংরা নালায়! রক্তিম চিতা জ্বলেছিল সেদিন অনঘ নয়নে
প্রশ্ন রেখেছিল মনে, কেন ধরাশায়ী হয়েছিল লিপ্সিত মনের কাছে?


১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় পাঠক।
ভাল থাকুন।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনি যে উদগ্র কামনার জয়গান গেয়েছেন
তাকে অনিয়ন্ত্রিত সমাজের ছায়া বলতে পারি,

সেটাকে নিঃস্বার্থ প্রেমের টান কিংবা ভালোবাসা
বলতে আমি বেশ দ্বিধান্বিত এবং অপ্রস্তুত !

সহমত @ মইনুল ভাই । ভালো থাকবেন কবি !

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য। জয়গান বলতে যেটা বুঝিয়েছেন আমি কিন্তু সেভাবে বুঝাইনি। মেয়েটি যখন ভালবেসেছিল সে প্রকৃতই ভালবেসেছিল।সে অর্থে তার ভালবাসাটা নিঃস্বার্থই । আর বয়স বা আবেগে মানুষ ভুল করে , হয়ে যায় বা হতে পারে কিন্তু তারপর তার আক্ষেপ বা অনুশোচনাটাও দেখিয়েছি যেমন

''রক্তিম চিতা জ্বলেছিল সেদিন অনঘ নয়নে
প্রশ্ন রেখেছিল মনে, কেন ধরাশায়ী হয়েছিল লিপ্সিত মনের কাছে? ''

যদি কেউ ঠকাতে চায় তাহলে অপরাধটা কি যে নিঃস্বার্থভাবে ভালবাসে তার? --আমার মনে হয়না।

তারপর ও মেয়েটি ভাবে যে ছেলেটি হয়ত তার প্রকৃত ভালবাসা বুঝতে পারবে --হয়তবা ফিরে আসবে তাই নিজে অন্য কোন নতুন সম্পর্কের দিকে হাত বাড়ায়না।

আপনি আপনার মত করে ভাবতেই পারেন-পাঠক হিসেবে সে রাইট আপনার আছে।

অনেক অনেক ভাল থাকুন।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতা মুগ্ধতা হয়ে ছুঁয়ে গেলো ........

:)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন খুব খুব।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা +

সুন্দর কবিতা।

ভালো থাকবেন অনেক :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ নেবেন। পড়েছেন জেনে খুশি হলাম।

আপনিও ভাল থাকবেন।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আরি আমার ছবি আপনার পোষ্টে কেমনে আসলো?!

মজা করলাম, ছবি লেখা দুটাই চমৎকার হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা এই কবিতাটি আমার বছর পুরানো, ছবিটিও তাই।

ব্যাপারনা আপু--গুগুল থেকে হয়ে যায় , হতেই পারে।

ধন্যবাদ লেখাটুকু পড়ার জন্য। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.