নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিষাদের নীল তরী!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩





তোমার সীমানায় মাড়াবোনা পা

তোমার মেকির ছায়ায় জুড়াবোনা গা

না বেভুলো মনে, না শ্রেয় জ্ঞানে!

শহর ছাড়বো বলে; প্রিয় শহর- আত্মার শহর

তাইতো নিপূণ আড়ম্বরে ভাসিয়েছি স্রোতস্বিনী'র বুকে বিষাদের নীল তরী!

যদি স্রোতস্বিনী শুদ্ধ ভালবাসার আদ্রতায় ভিজিয়ে দেয়

অমোচিত পাপ ধূয়ে যায় যাক, ক্ষতি কি!

পাহাড়সম কষ্টগুলো বিসর্জিত হোক; অস্থির আবেগে কাঁপুক নাহয় স্বচ্ছ জলতরঙ্গ!



না ফোঁটা কৃষ্ণচূড়া আক্ষেপ করে ঝড়ে গেছে সেই কবে

ধেই ধেই করে ছুটে চলছে নগরীর ট্রে্‌ন স্রোতস্বিনী'র গা ঘেঁষে

আদুরে পানকৌড়িগুলো নির্ঘুম প্রহরী সঙ্গ দেবে বলে!

প্রিয় শহর সেজেছে আজ আপন ঢঙে; বিদায় জানাতে এসেছে প্রবোধের প্রলেপে!

আত্মাহুতি দেয়া অতৃপ্ত আত্মাগুলো যেন বিজয়ীর হাসি হাসছে

তাদের ডানায় আরও একটি পালক যোগ হবে বলে!



স্বর্গের ছায়া চাইনা, পৃথিবীর মোহভরা সুখও চাইনা

ব্যকুল তৃষ্ণা নিয়ে খুঁজে ফিরছি একটি মুখ ---

বিদায় বেলা যদি শেষ দেখাটুকু হয়! না হয়নি - সত্যিই হয়নি!

বিষাদের নীল তরী ডুবে যাক চিরতরে; স্রোতস্বিনী'র বক্ষপাঁজরে

সেই ভাল ---------!





কাব্যগ্রন্থ --নির্বাসিত জোছনাদল, বইমেলা ২০১৪

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

এনামুল রেজা বলেছেন: একটা স্নিগ্ধ কবিতা। শুভকামনা..

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা। আপনার জন্যও শুভকামনা।
ভাল থাকুন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

নুরএমডিচৌধূরী বলেছেন: স্বর্গের ছায়া চাইনা, পৃথিবীর মোহভরা সুখও চাইনা
ব্যকুল তৃষ্ণা নিয়ে খুঁজে ফিরছি একটি মুখ ---
বিদায় বেলা যদি শেষ দেখাটুকু হয়! না হয়নি - সত্যিই হয়নি!
বিষাদের নীল তরী ডুবে যাক চিরতরে; স্রোতস্বিনী'র বক্ষপাঁজরে
সেই ভাল ---------!

শেষ দেখা টুকু না হয়েছে তাতেই বেশ
প্রেমের মরমী কান্না গুলু দেইক না সমস্ত দেহ জূড়ে
নীরব মূর্ছা
অসম্ভব ভাল লেগেছে
ভাল লেগেছে...

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মনোযোগ দিয়ে লেখাটি পড়ার জন্য,
ভাল থাকবেন।
শুভ কামনা।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

খেলাঘর বলেছেন:


নীলকন্ঠ থেকে উচ্ছারিত

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

নাসরিন চৌধুরী বলেছেন: বুঝিনি আপনার মন্তব্যটি। যদি ক্লিয়ার করেন

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এমিন ফিরে আসা চাই,
আর সাধুবাদ জানাই !

ভালোলাগা জানবেন, ++
সুন্দর হোক পথচলা !

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। আপনাকে পোষ্টে পেয়ে ভাল লাগছে।

আমার কিছু পুরানা কবিতা জমে আছে মানে এগুলো অনলাইনে কোথাও দেইনি। তাই ভাবলাম দিয়ে দেই।

ভাল থাকবেন। সুন্দর হোক পথচলা।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

কলমের কালি শেষ বলেছেন: তাইতো নিপূণ আড়ম্বরে ভাসিয়েছি স্রোতস্বিনী'র বুকে বিষাদের নীল তরী!
অমোচিত পাপ ধূয়ে যায় যাক, ক্ষতি কি!
পাহাড়সম কষ্টগুলো বিসর্জিত হোক; অস্থির আবেগে কাঁপুক নাহয় স্বচ্ছ জলতরঙ্গ!

আদুরে পানকৌড়িগুলো নির্ঘুম প্রহরী সঙ্গ দেবে বলে!
প্রিয় শহর সেজেছে আজ আপন ঢঙে; বিদায় জানাতে এসেছে প্রবোধের প্রলেপে!
বিদায় বেলা যদি শেষ দেখাটুকু হয়! না হয়নি - সত্যিই হয়নি!
বিষাদের নীল তরী ডুবে যাক চিরতরে; স্রোতস্বিনী'র বক্ষপাঁজরে
সেই ভাল ---------!


কবিতায় বেশ ভালো লাগলো তাই একটু গবেষনা আরকি !!.. ;) :|


১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

আমার পোষ্টে আলোচনা , সমালোচনা, গবেষনা সবই উন্মুক্ত।

ভাল থাকবেন প্রিয় পাঠক।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: না ফোঁটা কৃষ্ণচূড়া আক্ষেপ করে ঝড়ে গেছে সেই কবে
ধেই ধেই করে ছুটে চলছে নগরীর ট্রে্‌ন স্রোতস্বিনী'র গা ঘেঁষে
আদুরে পানকৌড়িগুলো নির্ঘুম প্রহরী সঙ্গ দেবে বলে!
প্রিয় শহর সেজেছে আজ আপন ঢঙে; বিদায় জানাতে এসেছে প্রবোধের প্রলেপে!
আত্মাহুতি দেয়া অতৃপ্ত আত্মাগুলো যেন বিজয়ীর হাসি হাসছে
তাদের ডানায় আরও একটি পালক যোগ হবে বলে!

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকা হোক

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা।

'যদি স্রোতস্বিনী শুদ্ধ ভালবাসার আদ্রতায় ভিজিয়ে দেয়
অমোচিত পাপ ধূয়ে যায় যাক, ক্ষতি কি!'

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি । ভাল থাকবেন আপনিও।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার কবিতা

তোমার সীমানায় মাড়াবোনা পা
তোমার মেকির ছায়ায় জুড়াবোনা গা
না বেভুলো মনে, না শ্রেয় জ্ঞানে!
শহর ছাড়বো বলে; প্রিয় শহর- আত্মার শহর
তাইতো নিপূণ আড়ম্বরে ভাসিয়েছি স্রোতস্বিনী'র বুকে বিষাদের নীল তরী!

এই লাইনগুলো খুব ভালো লাগছে ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। আপনিও ভাল থাকবেন।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২০

আবু শাকিল বলেছেন: আপু এবারের বই মেলায় আপনার নতুন কাব্যগ্রন্থ আসবে???

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম যৌথ একটা কবিতার বই এর সম্ভাবনা আছে "বসন্ত মাদল''

নীল সাধু, আলভিনা চৌধুরী, শ্রেয়শী , তাহমিদুর রহমান ও আমি

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৫

প্রবাসী পাঠক বলেছেন: কবিতা খুব ভালো লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৮

উদাস কিশোর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম ।
চমত্‍কার কবিতা

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

ভিটামিন সি বলেছেন: ব্যকুল তৃষ্ণা নিয়ে খুঁজে ফিরছি একটি মুখ ---
বিদায় বেলা যদি শেষ দেখাটুকু হয়! না হয়নি - সত্যিই হয়নি!

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সি ভাই। ভাল থাকা হোক

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর !

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন কর। ভাল থাকুন খুব , খুব

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা +++++++

ভালো থাকবেন :)

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক। আপনিও ভাল থাকুন।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

মাহফুজ তানজিল বলেছেন: অসাধারণ !! এবং +++

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকা হোক।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অভি আপনাকে। ভাল থাকুন।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

সোহেল আহমেদ পরান বলেছেন: স্বর্গের ছায়া চাইনা, পৃথিবীর মোহভরা সুখও চাইনা
ব্যকুল তৃষ্ণা নিয়ে খুঁজে ফিরছি একটি মুখ ---
বিদায় বেলা যদি শেষ দেখাটুকু হয়! না হয়নি - সত্যিই হয়নি!
বিষাদের নীল তরী ডুবে যাক চিরতরে; স্রোতস্বিনী'র বক্ষপাঁজরে
সেই ভাল ---------!


দারুণ দারুণ

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই--
ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.