নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অভিষেকহীন অভিসারিকা

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২



তুই কি আজও অনুযোগে অগ্রাহ্য করিস
আহূয়মান সোনেলা রোদ্দুর?
সুচালো আঘাতে সুতনুকা'র সিম্ফনি
আজও কি অদৃশ্য হয় অনৃত লাভাস্রোতে?
আমার জানতে বড্ড ইচ্ছে করে!

হয়তো তুই জানবিও না কোনদিন
আদ্র দুটো চোখে কতখানি তৃষ্ণা ছিল!
অবিশ্রুত নীলপদ্ম তোকে স্পর্শ করতে না পারার যন্ত্রণায়
নিজেকেই অভিসম্পাত করেছে!
অবদমনে আজ প্রবাহিত হয় ধমনীতে রক্তের কাল স্রোত
মৌনতায় তুই যবনিকা টেনেছিস সেই কবেই
অভিসন্তাপে অপসৃত করেছি যত ক্লেদ
অভিষেক নাইবা হলো অভিসারিকার!

তুই কি জানিস?
আজ তারাদের উল্লাসে ভাসে অবিমিশ্র মৃত্যুর উৎসব
হুলিয়া জারি হয়েছে আমার--
সমে সমে আমিও নিজেকে সম্প্রদান করতে সম্মত হয়েছি
হয়তো তুই জানবিও না কোনদিন
ঝরা পালকে'র মর্মবেদনা!

কাব্যগ্রন্থঃ নির্বাসিত জোছনাদল বইমেলা ২০১৪

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

সোহেল আহমেদ পরান বলেছেন: সমে সমে আমিও নিজেকে সম্প্রদান করতে সম্মত হয়েছি
হয়তো তুই জানবিও না কোনদিন
ঝরা পালকে'র মর্মবেদনা


খুব সুন্দর।
অনেক ভালো লাগলো নাসরিন আপা.।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ পরিচিত মুখ দেখে বেশ লাগছে।
পড়েছেন জেনে খুশি হলাম।
ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক সুন্দর লেখনী।শুভেচ্ছা ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক। আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

এহসান সাবির বলেছেন: দারুন।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় পাঠক। ভাল থাকুন।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: মজার কিছু শব্দ পেলাম- আহূয়মান, সুতনুকা, অনৃত, অবিশ্রুত । একই সাথে 'অ' এর বেশ কিছু অনুস্বার ।


ভালো লেগেছে ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ভাল থাকবেন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: আপনি খুব চমৎকার লিখেন। আপনার আগের লেখাগুলো হয়ত মিস করে গেছি। সময় করে পড়ে দেখতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম। সময় পেলে পড়বেন। ভাল থাকুন খুব খুব।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল। ভাল থাকুন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

মাহবু১৫৪ বলেছেন: চমৎকার

+++++++

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২

খেলাঘর বলেছেন:

কবিতায় 'তুই' সম্বোধন কবিতার ডোমেইনকে চোট করে ফেলে।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকা হোক।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +

ভালো লাগলো খুব।

শুভ সকাল :)

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ রইল, ভাল থাকুন।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

মাহফুজ তানজিল বলেছেন: সীম আবেগ ! ভালো লাগা জানিয়ে গেলাম +++

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন অনেক।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

পার্থ তালুকদার বলেছেন: অনেক ভাললাগা ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল। ভাল থাকবেন।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় মিশ্র প্রতিক্রিয়া !... কাব্যিকভাবের অনুভূতি পেয়েছি অনেক তবে সারমর্ম বুঝিতে কষ্ট হচ্ছে । :| :|

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা কোন এক ব্যর্থ প্রেমিকা জীবন সায়াহ্নে এসে প্রেমিকের প্রতি তার অকৃত্রিম প্রেমের কথাগুলো স্মরণ করছেন--বার বার প্রত্যাখিত হয়েছেন কিন্তু সে প্রেমকে আজও ভুলতে পারেননি। প্রেমিক পুরুষটি হয়ত কোনদিন বুঝেইনি বা বুঝতে চায়নি---- তাই আজ প্রেমিকের প্রতি তার প্রশ্ন যে , সে কি আজও এমন প্রেম প্রত্যাখান করে? আজ ও কি অন্য কোন প্রেমিকাকে এভাবেই কষ্ট দেয়?

এই হইল ঘটনা। সরল স্বীকারোক্তি'র জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

ডি মুন বলেছেন:
দুর্বোধ্য শব্দগুলো আরোপিত মনে হচ্ছে। এ ধরণের শব্দচয়নসমৃদ্ধ কবিতাকে আমার কাছে 'সমালোচক/সাহিত্যবোদ্ধা'দের জন্য লেখা কবিতা বলে মনে হয়।

কবিতার ভাষা হৃদয়গ্রাহী ও সাবলীল হলেই তা অন্তর স্পর্শ করতে পারে বলে বিশ্বাস করি। তাই হয়তো মধূসূদনের চেয়ে রবীন্দ্রনাথ, বিষ্ণু দে - এর চেয়ে পূর্ণেন্দু পত্রী কিংবা হেলাল হাফিজ ভালো লাগে; কিংবা তারাপদ রায়।

যাহোক, অনেক কথা বলে ফেললাম। সবই ব্যক্তিগত মতামত। উপেক্ষা করা যেতে পারে। কেননা ভিন্নমত থাকবেই ; আর কবিতার শব্দচয়নের ব্যাপারে কবিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

+++

উত্তরোত্তর আরো চমৎকার কবিতা লিখুন।
শুভকামনা সর্বদা।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: সহমত আপনার সাথে।

আমি নিজেও চেষ্টা করি কঠিন শব্দগুলো এড়িয়ে যেতে। মাঝে মাঝে হয়ে যায় কিছু শব্দের প্রতি দুর্বলতা বা ভাললাগা থেকে।

বেশ খুশি হলাম গঠনমূলক মন্তব্যের জন্য। ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: তুই কি জানিস?
আজ তারাদের উল্লাসে ভাসে অবিমিশ্র মৃত্যুর উৎসব
হুলিয়া জারি হয়েছে আমার--
সমে সমে আমিও নিজেকে সম্প্রদান করতে সম্মত হয়েছি
হয়তো তুই জানবিও না কোনদিন
ঝরা পালকে'র মর্মবেদনা!

=================
সব টুকুতেই+++++++++++++
তবে হাইলাইটস লাইন গুলিতে অধিক প্লাস
লিখায় এতো শান্তির জোয়ার বহে যে
আমার দুঃখ সকল স্নাত হয়ে নীরব ঘুমিয়ে পড়ে
অশিষ্ট সুখ জলে
নিশ্চয়ই অবগাহিত হয় হাজারো ব্যথিত প্রান


১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক লেখাটি পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন সবাইকে নিয়ে।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

নাজনীন পলি বলেছেন: বাহ বাহ বাহ !

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ পলি।
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.