নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জীবন সায়াহ্নে অনুভূতি পাখা মেলে!

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩





বাসন্তী পূর্ণিমায় নীলাম্বর সেজেছে আজ

বুভুক্ষিত মন গন্ধের ব্যকুলতায় বিমূঢ় হয়, আহা পূর্ণিমা !

কেন আজকের মতো জ্যোতির্ময় রূপ দেখিনি আগে, কখনও দেখেনি

বৈরাগ্য জীবন যেন বোলতার হুলে নীল; প্রবোধহীন– নিঃসঙ্গ– নিরালম্ব!

নির্জলা প্রান্তর, ক্ষীণ হয়ে আসে পিদিমের আলো

ব্যস্ত প্রহরী তাড়া দেয়- সময় যে হয়ে এলো

হুইসেল বাজলো বলে!



মনের ক্যানভাসে ভেসে আসে অমোচিত পাপ

নির্লিপ্ত কণ্ঠে কে যেন শুধায়, একটু জল খাবে ?

চৌচির হয়ে ফেটে যাচ্ছে বুক; তৃষ্ণা মেটে না, কিছুতেই না!

প্রায়শ্চিত করার ব্যর্থ প্রয়াসে চোখে নামে প্লাবন

ভোরের শেফালি কুড়ানো হবে না বুঝি!

ঘাসের ডগায় শিশিরের মুক্তোদানায় ভেজাবোনা পা

আঁচল বিছাবোনা আর তোমাদের নরোম মৃত্তিকায়!



জীবন সায়াহ্নে কেন তবে অনুভূতি পাখা মেলে!

ভাবনার আকাশে কেন আজ এত বিস্ফোরণ?

হে অন্তর্যামী! ক্ষমা চাই- ক্ষমা চাই- ক্ষমা চাই লুটিয়ে তোমার চরণ

ক্ষমা কর আমায়! ক্ষমা কর---

গীর্জায় বাজছে ঘণ্টা, ভেসে আসছে মুয়াজ্জিনের আযানের সুর

ব্যস্ত প্রহরী তাড়া দেয়, সময় যে হয়ে এলো

হুইসেল বাজলো বলে -----!





কাব্যগ্রন্থঃ নির্বাসিত জোছনাদল , একুশে বইমেলা ২০১৪

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

মাহবু১৫৪ বলেছেন: ভাল লেগেছে

১ম ভাল লাগা জানালাম

++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

উদাস কিশোর বলেছেন: ভালোলাগা রইলো

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: জীবন সায়াহ্নে কেন তবে অনুভূতি পাখা মেলে!
ভাবনার আকাশে কেন আজ এত বিস্ফোরণ?
হে অন্তর্যামী! ক্ষমা চাই- ক্ষমা চাই- ক্ষমা চাই লুটিয়ে তোমার চরণ
ক্ষমা কর আমায়! ক্ষমা কর---
গীর্জায় বাজছে ঘণ্টা, ভেসে আসছে মুয়াজ্জিনের আযানের সুর
ব্যস্ত প্রহরী তাড়া দেয়, সময় যে হয়ে এলো
হুইসেল বাজলো বলে -----!


চমৎকার চরণ । কবিতায় ভালো লাগলো ।+++

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। পড়েছেন সেজন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৭

খেলাঘর বলেছেন:


এদিকটা না মাড়ালে ভালো হতো; এ এক ভয়ংকর ভাবনা; ভালো যে, কখন সময় শেষ হয়, কেহ জানে না।

সব বাঁধন কাটার মত ছন্দ

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকুন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। ভাল থাকবেন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: প্রায়শ্চিত করার ব্যর্থ প্রয়াসে চোখে নামে প্লাবন
ভোরের শেফালি কুড়ানো হবে না বুঝি!
ঘাসের ডগায় শিশিরের মুক্তোদানায় ভেজাবোনা পা
আঁচল বিছাবোনা আর তোমাদের নরোম মৃত্তিকায়!

=========================

জীবনের বিচিত্র কতট প্রসারিত বলবেন কি ?
আমার যে মনে হয়
এর সঠিক উত্তর আছে আপনার জানা
++++++++++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই---

জানা কি এত সহজ! এক জীবনে কি সব জানা যায়?

জীবনের নাটাই ঈশ্বরের হাতে---

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

আবু শাকিল বলেছেন:
চমৎকার আপু।

"চৌচির হয়ে ফেটে যাচ্ছে বুক; তৃষ্ণা মেটে না, কিছুতেই না!
প্রায়শ্চিত করার ব্যর্থ প্রয়াসে চোখে নামে প্লাবন "

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল আপনাকে। ভাল থাকেবেন।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো। ৪র্থ ভালোলাগা +

শুভকামনা :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক। ভাল থাকবেন।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

সোহেল আহমেদ পরান বলেছেন: ভালো লাগলো নাসরিন আপা
খুব ভালো

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। ভাল থাকা হোক।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকুন।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

শাহ আজিজ বলেছেন: হতাশার বিচ্ছুরন , হতাশগ্রস্থ পিদিম, হতাশার শেফালি আর নরম মৃত্তিকা ।

শুধু হতাশায় ভোগেনা হৃদয়হীন প্রহরী !!

চমৎকার নাসরিন !

কখনো সখনো হতাশায় ভুগতে ভালো লাগে ।।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই লেখাটি পড়ার জন্য।
হুম ঠিক বলেছেন মাঝে মাঝে হতাশায় ভুগতে বেশ ভাল লাগে।

ভাল থাকবেন।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

তুষার কাব্য বলেছেন: বাসন্তী পূর্ণিমায় নীলাম্বর সেজেছে আজ বুভুক্ষিত মন গন্ধের ব্যকুলতায় বিমূঢ় হয়, আহা পূর্ণিমা !

ঝলমলে পূর্নিমার মতই কবিতা টাও ঝলমল করছে যেন শব্দের সাগরে...

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য , আপনার সুন্দর মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে। ভাল থাকবেন অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.