নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হলুদ বনের প্রজাপতিটি'র সাথে আমার দেখা হয়নি!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০







কেটে গেছে ষোলটি বছর; অন্তহীন তৃষ্ণায় এখানে তিরতির করে কেঁপেছিল কোন প্রজাপতি

মাতাল রোদের বাহুবৃত্তে খুঁজেছিলো সে নরোম ওম!

বিস্ময়ের দেশে ভেসে যেতে যেতে দেখেছিলাম তার সোনামাখা মুখ

চারিদিকে সব কামুক চোখ, কিন্তু

আমি সে মাতাল রোদ হতে পেরেছিলাম; সেদিনের মত প্রেমিক হয়েছিলাম আমি!



কিন্তু সে কি সেই প্রেম চিনেছিল? চিনেছিল কি অবুঝ প্রেমিকের বিবাগী ডাক?

শব্দহীন ক্ষোভে, তবে কেন ধপ করে নিভে গিয়েছিল তার তীক্ষ্ণ চোখের বিচ্ছুরণ?

সে কি হারায়নি তবে নিজেরে উন্মাতাল আলিঙ্গনে?

শেলতীব্রতায় সেদিন বেশ নিরুত্তাপ হয়ে গিয়েছিল মাতাল রোদ!

আমি সে মাতাল রোদ! আমি সেদিনের সে প্রেমিক।



শিশিরের গালিচায় আঁচল বিছায়ে সেকি আজও নরোম ওম খোঁজে?

মিহিন বাতাসে তার চুলের গন্ধে কামুক হয় কি কোন মাতাল রোদ?

কি জানি কিসের মায়াবলে ফিরে ফিরে আসি! এ ক্যামন উপেক্ষা তার!

আকাশ ভরা অনুযোগে হলুদের ঘ্রাণ নিয়ে সে ফিরে গেছে অপরাহ্নে;

সেই প্রজাপতিটি'র সাথে আমার আর দেখা হয়নি

আজও হয়নি!





উৎসর্গ----- শ্রদ্ধেয় নীল'দাকে ( নীল সাধু)



( কবিতাটির নাম নীল'দার কাছ থেকে নেয়া। ছবিটিও নীল'দার থেকে নেয়া। ফেবুতে ছবিটির উপরে এই কবিতার নামটি দিয়ে নীল'দা পোষ্ট দিয়েছিলেন। আমার খুব ভাল লেগেছিল ছবি সাথে সুন্দর লাইনটি যা আমি আমার কবিতার নাম হিসেবে ব্যবহার করেছি)--------কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে নীল'দা।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

দর্পণ বলেছেন: আপনার নীলদা কে গো দিদি? বড় ভালো লাগলো লেখাটা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন লেখাটি পড়ার জন্য। নীল'দা আমাদেরই খুব পরিচিত একজন ব্লগার। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ওটা ওনারই ছবি।
আমি ওনার নামটি এডিট দিয়ে ঠিক করে দিলাম।

ভাল থাকুন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

আবু শাকিল বলেছেন: ঘুড়ি ব্লগে পড়েছি =p~ =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম জানি।
কি খবর? কেমন আছেন?

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪

নিলু বলেছেন: লিখে যান

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

নাসরিন চৌধুরী বলেছেন: হুম --লিখতাসি
ধন্যবাদ

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

মাহবু১৫৪ বলেছেন: +++

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল।
ভাল থাকুন

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । ফেবুতে নীলসাধু ভাইয়ের ছবিটাতে লাইক দিয়েছিলাম ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
হুম নীল'দার ছবিটিতে আমি লাইক দিয়েই দেখি আমার মাথায় একটা কবিতা কিলবিল করছে

তাই নীল'দাকে বলে এই কাজটা করলাম।
এভাবেই কবিতাটির জন্ম

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো । সহজ ভাষায় একটা কবিতা পেলুম ।... :#) :#) :P

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: আমি গেলাম আপনার বাড়ি আর আপনি এলেন আমার বাড়ি !!

হুম জেনে ভাল লাগছে
কঠিন নিয়ে অনেকের আপত্তি
সহজ মন্দ কি!!

আমি নিজে কিন্তু কবিতাটি নিয়ে বেশ সন্তুষ্ট

ধন্যবাদ জানবেন

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: উৎসর্গ এবং কবিতা দু'টোই ভাল হয়েছে।

অাচ্ছা, নরোম বানানটি কি ইচ্ছে করেই এমন করেছেন ?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

হুম ইচ্ছা করেই আমি শব্দটি এভাবে লিখেছি'
ভাল থাকুন

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো হলুদ বনের কবিতা...

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল লেগেছে জেনে ভাল লাগছে
ভাল থাকবেন

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: উৎসর্গ ও কবিতায় ভালোলাগা। ২+


ভালো থাকবেন সবসময় :)


২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।

আপনিও ভাল থাকুন।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: কথায় বলে প্রেম নাকি বিরহেই গভীর ভাবে অনুভূত হয়। এই কবিতায়ও তাই মনে হয়েছে। বিরহের বিষাদ নীলে ভাসিয়ে দিয়ে প্রজাপতিরা মনে হয় এভাবেই হারিয়ে যায়। তারপর আবার অন্য কোন হলুদ বনের ফুলের ঘ্রাণ নেয়ার চেষ্টা করে।
যেকোনো উপলক্ষ পেলে কবিরা সহজেই কবিতা লিখে ফেলতে পারে। দারুণ একটা ব্যাপার। কবিদের এই গুণটাকে আমি খুব পছন্দ করি। এক কবি আরেক কবিকে অনুপ্রাণিত করেছে। মিষ্টি একটা ব্যাপার। দু'জনের জন্যই অনেক শুভ কামনা রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরণামূলক সুন্দর মন্তব্যের জন্য । প্রিয় মানুষগুলোর উপস্থিতি সব সময়ই কাম্য। এখানে পেয়ে বেশ ভাল লাগছে। কিন্তু আমি কতটা পেরেছি জানিনা মাত্র চেষ্টা করে দেখলাম। দোয়া রেখো

ভাল থেকো সব সময়।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

জেরিফ বলেছেন: কবিতায় ভালো লাগা ++++

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।

ভাল থাকুন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০১

ডট কম ০০৯ বলেছেন: কবিতায় কবি মডেল দারুন আইডিয়া।

কবিতা ভাল হইছে। আপনাকে অনুশরন করা ভুল হয় নি। ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা আপনিও কিন্তু আমার অনুসরনে আছেন।

ধন্যবাদ রইল। ভাল থাকা হোক।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

নাজনীন পলি বলেছেন: চমৎকার কবিতা ও ছবি ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন পলি।
ভাল থাকুন ---

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর ! নীলদার ছবিটাও ভালো লেগেছে :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রইল অভি আপনার জন্য, হুম নীল'দার ছবিটা আমার কাছে ও বেশ লেগেছে।

ভাল থাকুন

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অরুদ্ধ সকাল বলেছেন:

ভ্রাতা নীলাম্বর দাদার মুখয়বের মতোন মনে হইতাছে?

যাহাই হোক লেখাটি চমতকার!

চিন্তা যেন সর্ষে ক্ষেতের ধারে

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ---তার মুখই , মনে হওয়ার কোন অবকাশ নাই সত্যই তাই।

ধন্যবাদ জানবেন অনেক। অনুপ্রেরণা নিলাম

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

হামিদ আহসান বলেছেন: বাহ, দারুন কবিতা। কবিদের ব্যাপারই হয়তো এমন। একটি লাইন মাথায় ঢুকেছে তো তা নিয়ে সুন্দর একটি কবিতা লিখে ফেলা.............++++++++

শুভকামনা নিরন্তর জানবেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই সুন্দর মূল্যায়নের জন্য ও লেখাটি পড়ার জন্য।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকবেন।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

আলম দীপ্র বলেছেন: বাহ ! চমৎকার কবিতা !

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮

এহসান সাবির বলেছেন: শিশিরের গালিচায় আঁচল বিছায়ে সেকি আজও নরোম ওম খোঁজে?
মিহিন বাতাসে তার চুলের গন্ধে কামুক হয় কি কোন মাতাল রোদ?
কি জানি কিসের মায়াবলে ফিরে ফিরে আসি!


নীল'দার ছবি ভালো হইছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে সাবির।

ভাল থাকুন।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভারি কাব্যিক কবিতাটা !

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: তোমাকে আমার সামুর আইডির কথা অনেক আগে বলেছিলাম, কিন্তু ভুলে গেছো। তাই চিনতে একটু সময় নিলে। :( ভালো থেকো। মাহির সোনাকে আদর দিও।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: হুম কিন্তু আমি ভেবেছি ঘাসফুল নামেই তোমার আইডি
তাই এমুন হইসে

তুমি ও ভাল থেকো। দীপ্ত ও আপুর জন্য ভালবাসা

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতায় ভালো লাগা ++++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন মাহবুব ভাই। মন্তব্যে অনুপ্রেরণা নিলাম।
ভাল থাকুন

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আর কবিতার মডেল দুটিই ভাল হয়েছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকুন, নতুন বছরের শুভেচ্ছা

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১০

নীল কথন বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

নীলসাধু বলেছেন: মডেল হিসেবে আসতে দেরি করে ফেলেছি দেখি :)

সুপ্রিয় কবি বোন নাসরিনের জন্য শুভেচ্ছা। কবিতায় ভালো লাগা রইলো। সবার জন্য ভালোবাসা জানাই।

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: আরে নীল'দা
আমিও মন্তব্যের উত্তর দিতে দেরী করে ফেলেছি।
দোয়া রাখবেন।দেখে যাবার জন্য| ধন্যবাদ

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

নেক্সাস বলেছেন: অদ্ভুত, চমৎকার কবিতা। প্রশংসা করার শক্তি নেই আমার। প্রকৃত কাব্য স্বাদ পেলাম শব্দ, বাক্য ও উপমার বিন্যাসে।

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ মন্তব্য পেয়ে আমি বেশ অনুপ্রাণিত।

ধন্যবাদ অনেক প্রিয় পাঠক। ভাল থাকবেন।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো নীল কবিতা !

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

আমি খুব অবাক হয়ে ভাবছিলাম নীলসাধুর ছবি !

তারপর লেখা আর উৎসর্গ পড়ে আমার অবাক হওয়া থেমেছে :D

আপনার জন্যে শুভেচ্ছা ।।

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পোষ্টে আপনাকে দেখে বেশ ভাল লাগছে।

হুম নীল'দা আমাদের সবার প্রিয় একজন ব্যক্তি।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

মনিরা সুলতানা বলেছেন: হলুদ বনের প্রজাপতি
কবিতার শিরোনামেই মুগ্ধ আমি
কবিতায় ভাললাগা :)

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

শিরোনামটি যিনি দিয়েছেন তিনিই ছবিটির মডেল আপু।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.