নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যদি তুমি ফেরো মেয়ে!

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩







মেয়ে তোমার চোখে রোদের ঝিলিক! কামুক মেঘদল ভেসে ভেসে আসে

তোমার বুকের গন্ধে ভিড় করে ওরা অন্তিম প্রভাতে

কবি'র কবিতায় ঢেলে দাও যত সুধা; শিল্পী'র ক্যানভাসেও রঙ ছড়াও দ্বিগুন উল্লাসে

কি যত্ন করেইনা নিজেরে বদলাও- প্রতিদিন বদলাও!

কিন্তু কেউ কি জানে হেমলকের পেয়ালায় প্রতিদিন বাসর সাজাও তুমি?



ভাস তুমি, ভাসাও তুমি! আপন অভিপ্রায়ে জ্বালায়েছো নীল প্রদীপ;

নেতিয়ে পড়া জীবনের ভাঁজে ভাঁজে হেঁটে দেখেছো কি

কি অবলীলায় খুলে ফেলা যায় বিশ্বাসের অন্তর্বাস! মেয়ে তুমি হারায়েছো সেই পথ

যে পথের গলিতে শিউলি'র মেলা বসাতো নিবিড় কোন প্রেমিক!



পরাস্ত সেই প্রেমিক আঁকড়ে ধরে আছে ঝলসে যাওয়া স্মৃতি'র পাণ্ডুলিপি

সফেদ জীবনের লেনদেন স্থবির করে দিয়ে

রক্তনদী ছুটে চলে । তবুও প্রেমিক একাকী পড়ে থাকে শূন্য পথের গলিতে

যদি কোনদিন সে পথ দিয়ে তুমি ফেরো মেয়ে!









মন্তব্য ৪৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতার আঙ্গিকে পরিবর্তন এনেছ মনে হয়। প্রয়াস ভালো হয়েছে। দারুণ লিখেছ তুমি।

বিপথগামী নারীর বাহ্যিক রূপটাই আমাদের চোখে পড়ে কিন্তু এর গভীরের রূপটা কবির চোখকে ফাঁকি দিতে পারে না। তাইতো উপলব্ধি ঝরে পড়ে নিচের পঙক্তিতে,

কিন্তু কেউ কি জানে হেমলকের পেয়ালায় প্রতিদিন বাসর সাজাও তুমি?

ভালোবাসা যে ঠুনকো কোন বিষয় নয়, সেটা সহজেই অনুমেয় হয়ে উঠে যখন প্রেমিককে তারপরও অপেক্ষার করতে দেখা যায়।

কবিতা খুব ভালো লাগলো নাসরিন। নিরন্তর শুভ কামনা রইলো তোমার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: একটু বাইরে যাব---এসে মন্তব্যের উত্তর দিচ্ছি ভাইয়া

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতার আঙ্গিকে পরিবর্তন এনেছ মনে হয়।

হুম কিছুটা ভিন্নতা আনতে চেষ্টা করছি। নইলে একগেয়েমি লাগে সেটা লেখক বা পাঠক দুজনেরই হতে পারে।

আর কবিতার মূল জায়গাটাতে হাইলাইট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো থেকো অনেক ভাল

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দারুণ লিখছেন ।

শুভেচ্ছা কবি

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন---আপনাকে ও শুভেচ্ছা

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

এমএম মিন্টু বলেছেন: বেশ লেখেছেন আপূ শুভেচ্ছা থাকলো। :) B-) ;)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মিন্টু ভাই। আপনার জন্যও অনেক শুভেচ্ছা

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও বলবো যদি তুমি ফেরো । :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ---আপনি কেন বলবেন? কেউ কি এভাবে চলে গেছে সেলিম ভাই?

ধন্যবাদ কবি লেখাটি পড়ার জন্য।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: কবিতাটি বেশ ভাল লাগলো।



ভাল থাকুন। শুভকামনা রইল :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন

৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

ডি মুন বলেছেন: কি যত্ন করেইনা নিজেরে বদলাও- প্রতিদিন বদলাও!
কিন্তু কেউ কি জানে হেমলকের পেয়ালায় প্রতিদিন বাসর সাজাও তুমি?



আনন্দের আড়ালে অন্তর্গত বেদনাবোধ।

" যে পথের গলিতে শিউলি'র মেলা বসাতো নিবিড় কোন প্রেমিক! " ----- সে পথে কি আর হেঁটে যাবে সেই মেয়ে ?


কবিতা ভালো লাগল।
শুভেচ্ছা :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: সে পথে কি আর হেঁটে যাবে সেই মেয়ে ?



কি জানি যাবে কিনা, হয়তবা হা--হয়তবা না

কবিতার মূল জায়টা ধরতে পেরেছেন দেখে খুশি হলাম।

ভাল থাকবেন ডিমুন

৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: পরাস্ত সেই প্রেমিক আঁকড়ে ধরে আছে ঝলসে যাওয়া স্মৃতি'র পাণ্ডুলিপি
সফেদ জীবনের লেনদেন স্থবির করে দিয়ে
রক্তনদী ছুটে চলে ।

চমৎকার লিখেছেন। ভাল লাগল।


শূণ্য > শূন্য

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।
ভাল লাগছে জেনে ভাল লাগছে

আর হাঁ কৃতজ্ঞ ভুলটা চোখে পড়ার জন্য। এডিট দিচ্ছি

৮| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

অরুদ্ধ সকাল বলেছেন: খানিকটা ভালো লাগিয়াই গেলো।
আরো কবিতা পড়িতে মন চাহে

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: খানিকটা ক্যান? পুরাটা ভাল লাগে নাই ক্যান সকাল'দা?

কবি'র কাছ থেকে এমন আগ্রহ জেনে নতুন কবিতা লিখার সাধ জাগছে!!!

ধন্যবাদ কবি। ভাল থাকুন

৯| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুধু ফিরে আসার মাঝেই আনন্দ?
চলে যাওয়ার মাঝেও তো আনন্দ আছে।

কবিতায় ভালো লাগা।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ---যে ভাবে আনন্দ খুঁজে পায়

ধন্যবাদ রইল লেখাটি পড়ার জন্য।
ভাল থাকা হোক

১০| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

কলমের কালি শেষ বলেছেন: ফিরে আসো মেয়ে সেই যুবকের চেয়ে থাকা পথে ।এক খাঁচা ভালবাসা নিয়ে দাঁড়িয়ে আছে সে ! :|

কবিতায় ভাললাগা । কেউ কেউ এমনভাবে কবিতা লেখে তা বোঝা যাক বা না যাক কিন্তু চরণগুলো পাঠককে চুম্বকের মত টেনে কোন এক ঘোরের ভেতর নিয়ে যায় ।আপনি ওইরকম একজন কবিতা লেখক মনে হয় আমার কাছে । ইয়ে মানে, তাই ভাববেন না যে আমি এই কবিতাটি বুঝি নাই । এইটাও গতবারেরটার মত ফু..ল আন্ডারস্ট্যান্ড ! B-) B-)

ভালো থাকুন প্রিয় । :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা ফেবুতে কমেন্টে মুখ কালো ইমু দিলেন

আর এখানে কঠিন কঠিন কথা বলছেন --আমার নিজের মাথাই ঘুরাচ্ছে

লেখক তার নিজের চেতনায় লিখে
আর পাঠক তার নিজের মত করে ভেবে নেয়---এমনটাই হওয়া উচিত

আর লেখকের মত করে পাঠক ভাববেনা ---পাঠক তার নিজের মত করে ভাববে।

বুঝেছেন জেনে ভাল লাগছে। আপনিও ভাল থাকুন প্রিয়

১১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: পরাস্ত সেই প্রেমিক আঁকড়ে ধরে আছে ঝলসে যাওয়া স্মৃতি'র পাণ্ডুলিপি
সফেদ জীবনের লেনদেন স্থবির করে দিয়ে
রক্তনদী ছুটে চলে । তবুও প্রেমিক একাকী পড়ে থাকে শূন্য পথের গলিতে
যদি কোনদিন সে পথ দিয়ে তুমি ফেরো মেয়ে!

আমিও পরাস্ত

প্রথম ভাললাগা

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে
আপনি ও পরাস্ত? জীবনে হার মানতে নেই
কেউ না কেউ থমকে দাঁড়াবেই

ভাল থাকবেন

১২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯

বিজন রয় বলেছেন: খুব ভাল লিখেছেন।
খুব ভাল লাগল।

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকা হোক

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।মেদহীন শব্দ বিন্যাসে অনুভুতিময় কবিতা। ভাল লাগা রইলো।

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
মন্তব্যে অনুপ্রেরণা

ভাল থাকুন খুব

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

আবু শাকিল বলেছেন: কবি শুভেচ্ছা জানবেন।

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন?

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

এহসান সাবির বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।


শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাবির আপনাকে।
ভাল থাকবেন। আপনার জন্যও শুভকামনা

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

নীল লোহীত বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভকামনা রেখে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকুন

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

নাহিদ হাকিম বলেছেন: যদি তুমি ফেরো মেয়ে
এই কবিতাটাই শুনাবো তোমায়

পড়ে মুগ্ধ হলাম।শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য। আর ব্লগ বাড়িতে স্বাগতম। ভাল থাকুন।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//ভাস তুমি, ভাসাও তুমি! আপন অভিপ্রায়ে জ্বালায়েছো নীল প্রদীপ//

-বাহ্...





অনেকদিন পর নাসরিন চৌধুরির লেখা পড়া হলো :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই ।
বাহ শুনে ভাল্লাগসে

ভাল থাকবেন।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ব্লগার মাসুদ বলেছেন: দারুন লাগলো আপু ++ :) :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
ভাল থাকুন মাসুদ ভাই

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন!

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

জ্যোতিপূর্ণ বলেছেন: valo lekchen ....

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪

লীন প্রহেলিকা বলেছেন: নেতিয়ে পড়া জীবনের ভাঁজে ভাঁজে হেঁটে দেখেছো কি
কি অবলীলায় খুলে ফেলা যায় বিশ্বাসের অন্তর্বাস![/sb

লাইনগুলো ভাবায় খুব, ভালো লাগে ভাবনার কিছু পেলে। ভালোলেগেছে খুব। অভিনন্দন জানুন।

৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগছে। লেখাটি পড়েছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.