নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগে আমার বছর পূর্তি এবং কিছু প্রত্যাশা ও প্রাপ্তি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২





দেখতে দেখতে সামহোয়্যার ইন ব্লগে কেটে গেল আমার একটি বছর। বছর পূর্তিতে পোষ্ট দেবো ভেবেছিলাম কিন্তু আব্বু'র অসুস্থতার খবর শুনে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম যে লেখার শক্তিটুকুও ছিলনা। এভাবে তিন সপ্তাহ কেটে গেল। আব্বু কিছুটা সুস্থ আর আমার হাতের কলমটিও চলা শুরু করল। এটি আমার পঞ্চাশতম পোষ্ট।



প্রথম আলো ব্লগে আমার লেখার হাতেখড়ি। গত দু'বছর ধরে আমি নিয়মিত লিখছি। প্রথম আলো ব্লগে লেখাকালীন মাঝে মাঝে সামহোয়্যার ইন ব্লগে উঁকি ঝুঁকি মারতাম কিন্তু লেখা দেবার সাহস হতনা কারন প্রথম আলো ব্লগে অনেকেই বলতেন এই ব্লগে অনেক ঝামেলা হয় আর সামু কোন কবিতা বা গল্পের ব্লগ নয়। সে ভয়েই নিক থাকা স্বত্তেও লেখা দেয়া হতোনা। কিন্তু প্রথম আলো ব্লগ যখন নিভু নিভু তখন ভাবলাম কোথায় লেখাটা চর্চা করা যায়! সাহস করেই পোষ্ট দিলাম সামুতে কিন্তু সে লেখা আর প্রথম পাতায় প্রকাশ হয়না। কঠিন পরীক্ষায় অবতীর্ণ হলাম---এভাবে তিনমাস এক নাগাড়ে পোষ্ট দিয়ে গেলাম শূন্য মন্তব্য, শূন্যবার পঠিত। কারন ব্লগ কর্তৃপক্ষ সকল নবীন ব্লগারদেরকে কয়েক মাস পর্যবেক্ষণে রাখেন। কারো পোষ্টে মন্তব্যও দিতে পারছিনা তবে নিরাশ হইনি।



একদিন দেখলাম পর্যবেক্ষণ থেকে আমাকে সাধারন ব্লগারের সনদ দেয়া হয়েছে। সেদিন আমি আমার লেখা “মুক্তি” কবিতাটিকে নির্বাচিত পাতায় থেকে বেশ অবাক হয়েছিলাম। আর আমার শেষ পোষ্টটি ছিল “অদেখা মায়া ও এক কবির অন্তর্বেদনা” এটিও নির্বাচিত পাতায় জায়গা করে নিয়েছিল। আমার প্রায় প্রতিটি লেখা (হাতে গোনা কয়েকটি বাদ দিলে) নির্বাচিত পাতায় জায়গা করে নিয়ছে। এটা অবশ্যই একজন লেখকের জন্য বড় পাওয়া। সেজন্য প্রথমেই ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে যারা মান বিবেচনায় আমার লেখাগুলোকে নির্বাচিত পাতায় জায়গা করে দিয়েছেন এবং সাধারন ব্লগার থেকে প্রায় নয় মাস পর আমাকে নিরাপদ ব্লগার হিসেবে বিবেচিত করেছেন।



আর প্রবাসে অবস্থান করার কারনে খুব ব্যস্ত থাকতে হয়। সেজন্য চাইলেও ওভাবে ব্লগকে সময় দিতে পারিনা কিন্তু অবাক হয়েছি যখন দেখি আমার কিছু নিয়মিত পাঠক তৈরি হয়েছে যারা ভালবেসে প্রতিটা পোষ্টেই কমেন্ট করেন, লেখার ভালমন্দ দিক নিয়ে আলোচনা করেন। নাম বলছিনা শুধু বলছি আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। আর কারো কারো সাথে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ হয়েছে। চমৎকার মানুষ ওরা।



আর সামহোয়্যার ইন ব্লগে এসে আমার এই পর্যন্ত কোন তিক্ত অভিজ্ঞতা হয়নি বা কেউ উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করেনি যা অন্য ব্লগে হয়েছে। ধন্যবাদ ও ভালবাসা সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ, লেখক, পাঠক সবাইকে। শুভ হোক আমাদের আগামীর পথচলা।



আমার ব্লগ পরিসংখ্যান



পোস্ট করেছেন: ৪৯টি

মন্তব্য করেছেন: ১১৯২টি

মন্তব্য পেয়েছেন: ১৪২৬টি

ব্লগ লিখেছেন:১ বছর ৩ সপ্তাহ

ব্লগটি মোট ৭২৪৪ বার দেখা হয়েছে

মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: পঞ্চাশতম পোস্ট এবং প্রথম বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।
আপনার জন্যও শুভেচ্ছা

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রোজেল০০৭ বলেছেন: অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা রইল !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকা হোক।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

এনামুল রেজা বলেছেন: বেশ যাচ্ছে তবে সামুর দিনকাল।

শুভকামনা আপনার জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: হুম মনে হয় যাচ্ছে বেশ।

ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক অভিনন্দন কবি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ দীপঙ্কর দা

ভাল থাকবেন আপনিও।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

কাবিল বলেছেন: পঞ্চাশতম পোস্ট এবং বর্ষপূর্তির শুভেচ্ছা রইল। লিখে চলুন এবং উপহার দিন অসাধারণ সব লেখা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ।অনেক অনেক ভাল থাকুন।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন বর্ষ পূর্তির
শুভ কামনা রইল :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু ।
আপনার জন্যও শুভেচ্ছা।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপুনি!!:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপুনি
ভাল থাকবেন।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

শবদাহ বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহন করুন। বর্ণনার ধরন বেশ ভালো লাগলো।
বাংলা বানানে যথেষ্ট পারদর্শী মনে হচ্ছে। তবে হাত খড়ির জায়গাতে বোধ হয় হাতেখড়ি হবে।
চালিয়ে যান। শুভকামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আজকের পোষ্টটি চেক করার সময় পাইনি। লিখেই ছেড়ে দিয়েছি।

যাক ভুলটা ধরিয়ে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা।

ভাল থাকুন অনেক

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভাল থাকুন/

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রাজপূত্র।

আপনিও ভাল থাকুন।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: বর্ষপূর্তি এবং পঞ্চাশতম পোস্টের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো নাসরিন।
সামুর সামনের দিনগুলোও তোমার জন্য উপভোগ্য হবে এটাই কামনা করছি। সহব্লগারদের হৃদ্যতাপূর্ণ আচরণ তোমার প্রতি সকল সময় থাকবে প্রত্যাশা রইলো। ভালো থেকো। নিরন্তর শুভ কামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ভাইয়া তোমার কথাগুলো বরাবরই সাহস ও অনুপ্রেরণা যোগায়।
সব সময় পাশে পেয়েছি। নিঃস্বার্থভাবেই হাত বাড়িয়ে দিয়েছো।
তোমার ও তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

ধন্যবাদ জেনো। দোয়া রেখো।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

জাফরুল মবীন বলেছেন: প্রথম বর্ষ পূর্তিতে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন বোন নাসরিন চৌধুরী :)

আগামী ব্লগীয় দিনগুলো আপনার আরো আনন্দময় হয়ে উঠুক ;আপনার চমৎকার লেখনিতে সামু সমৃদ্ধ হোক এ শুভকামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

নাসরিন চৌধুরী বলেছেন: শ্রদ্ধা মবীন ভাই। আশা করি ভাল আছেন।
আপনাদের পাশে পেয়ে বেশ সাহস পাচ্ছি।

অনেক অনেক ধন্যবাদ জানবেন,।

ভাল থাকুন,

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: সবাই তো ৫০তম পূর্তিতে অভিনন্দন জানাচ্ছে , ভালো

আমি জানাব না .।।।

আমি ১০০ তম পূর্তিতে দারুন অভিনন্দন দেবো।

অপেক্ষায় রইলাম কবে আসে সেই দিন !! :-B

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা আজিজ ভাই---একশ'র কথা শুনেই ভয় লাগছে।
আরও একবছর বা তারো বেশি সময় লাগবে।

দোয়া রাখলেই হবে। আমি নিজেও অপেক্ষায় রইলাম।
ভাল থাকবেন। দেখে যাবার জন্য ধন্যবাদ।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

এহসান সাবির বলেছেন: শুভ কামনা সব সময়।


ভালো থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।

আপনার জন্যও শুভকামনা। ভাল থাকা হোক।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

আবু শাকিল বলেছেন: বছর পূর্তির শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন আপু । :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শাকিল আপনাকে।

আপনার জন্যও শুভেচ্ছা। ভাল থাকুন

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।
ভাল থাকুন--দোয়া রাখবেন।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা রইল বর্ষপূর্তির!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন প্রোফেসর ভাই।

ভাল থাকা হোক।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

অভিনন্দন এবং শুভকামনা রইল অনেক অনেক ।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু । দোয়া রাখবেন যেন সামনের দিনগুলোতেও সবার সাথে ভালভাবে ব্লগিং করে যেতে পারি।

ভাল থাকবেন।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: আর সামহোয়্যার ইন ব্লগে এসে আমার এই পর্যন্ত কোন তিক্ত অভিজ্ঞতা হয়নি বা কেউ উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করেনি যা অন্য ব্লগে হয়েছে।

মাঝে মাঝে কঠিন কবিতা লেখেন তাই ভাবছি আমি করবো কিনা ! :P :P :P

আমার প্রথম প্রথম লেখা গুলো থেকেই আপনি একজন অনুপ্রেরণাদায়ক মানুষ ছিলেন আমার জন্য ।

প্রিয় ব্যক্তিটির জন্য রইল অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা । :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: মাঝে মাঝে কঠিন কবিতা লেখেন তাই ভাবছি আমি করবো কিনা

এই দিলেনত ফাঁস কইরা!! এখন অন্য কেউ করলেও দোষ কিন্তু পুরা আপনার ঘাড়ে পড়বো!! হা হা হা

আপনার লেখা পড়তে ভাল লাগে বলেই পড়তে যেতাম। ব্লগে দেরীতে এলেও কিন্তু খুঁজি আপনার পোষ্ট--কি লেখা দিলেন। মাঝে মাঝে হয়ত নীরবে পড়ে চলে যাই কিন্তু সময় পেলে মন্তব্য দিয়ে যাই। আপনি ভাল লিখেন আরো ভাল লিখবেন সে প্রত্যাশা করি।

আপনিও আমার প্রিয় একজন কবি। ভাল থাকবেন।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনি আমার ভাল লাগা এক কবি । অভিনন্দন আর শুভকামনা আপনার জন্য ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: জেনে ভাল লাগল। আপনি ও কিন্তু আমার পছন্দের তালিকায় আছেন সেলিম ভাই।

আপনার জন্যও শুভকামনা ।ধন্যবাদ রইল।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা ও আগামীর পথচলায় রইলো অফুরন্ত শুভকামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু।
শুভ হোক আমাদের আগামী পথচলা।
ভাল থাকুন।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

কালের সময় বলেছেন: প্রথম বর্ষের শুভেচ্ছা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকা হোক।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অভিনন্দন আর শুভকামনা রইল কবি!

৫০ একদিন ৫০০ হবে এই প্রত্যাশা রাখি।
ভালো থাকুন, সুন্দর-আনন্দে থাকুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যাশার জন্য শ্রদ্ধা। দোয়া রাখবেন।

আপনিও ভাল থাকুন। শুভ কামনা

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

ফারহান ফারদিন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বর্ষপূর্তিতে ৫০তম পোস্টে ৫০টি কালো গোলাপের শুভেচ্ছা। অনাগত আগামীতে আপনার সু-স্বাস্থ কমনা করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে --কাল গোলাপ পেয়ে বেশ লাগছে কিন্তু।

ভাল থাকুন।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তির এবং অর্ধশতক পোস্ট এর জন্য অভিনন্দন রইল আপু। অনেক অনেক শুভকামনা রইল। প্রতিনিয়ত লিখে যান, এই কামনায়...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
ভাল লাগছে আপনাকে পেয়ে।
আপনিও ভাল থাকুন---

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১০

অপু তানভীর বলেছেন: অনেক টা পথ এগিয়ে এসেছেন । সামনে আরও পথ রয়েছে এগুবার !

অভিনন্দন রইলো বর্ষপূর্তিতে ! :):)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অপু আপনাকে। হুম পথ আরও রয়েছে। পাশে আছেন জেনে ভাল লাগছে।
ভাল থাকুন

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: অভিনন্দন আপনাকে। বেশ সফল ভাবেই এইটি বছর পার করেছেন। মূলত একজন কবি হিসেবেই আপনি আপনার কঙ্খিত জায়গাটি দখল করে নিতে পেরেছেন সামুতে। আপনার সামনের দিনগুলো আরো আলোকজ্জল হবে আশা করি।

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মৃদুল শ্রাবন। ব্লগে এসেই কিন্তু আপনাকে পেয়েছি এবং আপনার মূল্যবান মন্তব্য পেয়েছি। আমার প্রিয় তালিকায় আপনি কিন্তু অন্যতম একজন।


দোয়া রাখবেন। ভাল থাকা হোক।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অভিনন্দন কবি নাসরিন আপু।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আপ্পি।
ভাল থাকুন।

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

হামিদ আহসান বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা ........

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে হামিদ ভাই।
ভাল থাকা হোক

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

প্রবাসী পাঠক বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা নাসরিন আপু।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক। শুভেচ্ছা রইল

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

পার্থ তালুকদার বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।। ভাল থাকুন

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

এম এল গনি বলেছেন: এগিয়ে যান; আপনার লেখা বাস্তবেই ভালো মানের | আমিও এই ব্লগে জয়েন করেছি মাসখানেক আগে | এরই মাঝে আমার ব্লগ প্রায় হাজার বার ভিজিট হয়েছে | খুব উত্সাহ বোধ করছি বন্ধুদের ভালবাসা পেয়ে |

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রেরণা।
ভাল থাকুন

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মাহবুব ভাই।
ভাল থাকুন।

৩৫| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা। অল্প সময়ে অনেক লিখে ফেলেছেন, এবার একটু বিরতি নিন :P এই হারে চলতে থাকলেতো আমার কোন পাত্তাই পাওয়া যাবেনা। প্রায় সাড়ে ৮ বছরে মাত্র ২৪৭ টা পোস্ট লিখেছি :( মনে হচ্ছে কম্পিটিশন কঠিন হবে B:-)

০২ রা মার্চ, ২০১৫ রাত ২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য।

হা হা হা হা ভাল বলেছেন। তবে আমি বলেছি এর আগে আমি প্রথম আলো ব্লগে লিখতাম। ওই ব্লগ থেকে অধিকাংশ লেখা কপি পেষ্ট করে এখানে দিয়েছি। সপ্তাহে একটি করে পোষ্ট দেয়াও সম্ভব হয়না।

আপনিও লিখুন নিয়মিত। শুভকামনা থাকল

৩৬| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।

১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। শুভ রাত্রি

৩৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৪

শিপন মোল্লা বলেছেন: অনেক অনেক অভিনন্দন আর বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন। আর হা আপনার মতো আমিও প্রথম, প্রথম আলো ব্লগে শুরু করছিলাম।

১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
জেনে ভাল লাগল---শুরুটা আপনারও প্রথম আলো
ভাল থাকবেন। শুভ রাত্রি

৩৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩৮

নস্টালজিক বলেছেন: শুভ বছর পূর্তি।


ভালো থাকুন নিরন্তর।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.