নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে?

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬





কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে? অনন্তকাল পথ চেয়ে রবে যে বিনিদ্র আঁখি

তারে কেন বাঁধ তুমি প্রশ্নের বানে? বুকের উষ্ণতায় গলে যে আবেগী নদী

তারে কেন বহাও তুমি স্রোতের প্রতিকূলে?

তোমার বিশ্বাসের পাপড়ি এই অবেলায়

দ্যাখো কী যতনে খসে পড়ে বালিকা'র খোঁপা খুলে!



কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে?

সদাজাগ্রত প্রথম প্রণয় তবে কি সবুজ দ্বিধা'র জোয়ারে ভাসে!

চন্দ্রাহত বালিকা! এই চন্দ্রাহত বালিকা'র সোনালী পালক

জীর্ণপাতার মত পড়ে রবে হয়ত এই আকাশের তলে!

দু'জনার সফেদ সুখগুলোও স্নিগ্ধ মাটির ঔরসে

মিইয়ে যাবে হয়ত একদিন ধূপের মত জ্বলে জ্বলে!



কী খোঁজ তুমি দৃষ্টির গভীরে?

দ্যাখ! চোখের দৃষ্টি মেলে দ্যাখ তুমি!

“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!



( লেখকের অনুমতি ছাড়া লেখা বা লেখার কোন অংশ কোথাও কপি করে প্রকাশ গ্রহনযোগ্য নয়)

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর শুরু কবিতার ।


কবিতায় ভালো লাগা

শুভেচ্ছা কবি

২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:১১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: কি খোঁজ তুমি..............





+++

২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা কি খুঁজি আমি! ধন্যবাদ জানবেন

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

তুষার কাব্য বলেছেন: অসাধারণ কথামালার কবিতা ।
খুব ভালো লেগেছে আপু ।
শুভেচ্ছা ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন
ভাল থাকবেন।

৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

ডি মুন বলেছেন:

শেষলাইনটাই সবচেয়ে ভালো লাগল।

“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!


শুভেচ্ছা কবির প্রতি।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন ডিমুন। ভাল থাকুন। শুভ রাত্রি

৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:০২

কলমের কালি শেষ বলেছেন: ( লেখকের অনুমতি ছাড়া লেখা বা লেখার কোন অংশ কপি গ্রহনযোগ্য নয়)

কপি করলাম :P

কি খোঁজ তুমি দৃষ্টির গভীরে?
দ্যাখ! চোখের দৃষ্টি মেলে দ্যাখ তুমি!
“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!


এই চরণগুলো হৃদয় ছুঁয়ে গেল কেমন করে যেন ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: আমি কি তাই বোঝাতে চেয়েছি নাকি কালি ভাই। এই কপি সেই কপি না। লেখা চুরি বোঝাতে চেয়েছি।
ধন্যবাদ জানবেন লেখাটি পড়ার জন্য।
ভাল থাকবেন

৬| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ২:৩১

কলমের কালি শেষ বলেছেন: তাতো জানি। একটু মজা করলাম আরকি । আমার এই বস্তাপছা লেখা গুলাই কতো জায়গায় দেখি । আর আপনি তো অনেক ভাল লেখেন । আপনার লেখাতো আরও ভাল করেই চুরি করবে । আপনি বলে দিলেও করবে না বল্লেও করবে ।

শুভ কামনা ।

শুভরাত্রি । :)

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: না আপনিও ভাল লিখেন---আমি কিন্তু আপনার লেখার নিয়মিত পাঠক।

চুরি করবে !!!!তারপর ও বলে রাখলাম চোরগুলোর যদি একবার বোধোদয় হয়!

ভাল থাকবেন।

৭| ২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কি খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে?

কবি যখন এমন প্রশ্নের অবতারণা করে বারবার তখন সঙ্গত কারণেই মনে হয় ভালোবাসার মাঝে অবিশ্বাসের দেয়াল গড়ে উঠেছে। বিশ্বাসগুলো যে কত নড়বড়ে সেটাও বুঝা যায় যখন কবি আবার বলে,

তোমার বিশ্বাসের পাপড়ি এই অবেলায়
দ্যাখো কি যতনে খসে পড়ে বালিকা'র খোঁপা খুলে!


'সবুজ দ্বিধা' শব্দ দুটোতে পাঠক সহজেই অনুধাবন করবে অবিশ্বাসের দেয়ালটা গড়ে উঠছে ইদানীং, যা এখনো সতেজ।

দ্যাখ! চোখের দৃষ্টি মেলে দ্যাখ তুমি!
“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!


এখানে 'চোখের দৃষ্টি' মনে হচ্ছে কবি রূপক হিসাবে ব্যবহার করেছেন, যা দিয়ে আসলে অন্তরের দৃষ্টিকেই বুঝানো হয়েছে। কারণ ভালোবাসাকে উপলব্ধি করতে হলে চোখের দৃষ্টি যথেষ্ট নয়, বরং অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে হয়। অন্তর্দৃষ্টি দিয়ে খুঁজতে হয়।

যেকোনো সম্পর্ক তখনই দৃঢ় আর স্থায়ী হয়, যখন পারস্পারিক বিশ্বাসের ভিতটা মজবুত হয়। আত্মিক সম্পর্কের বেলায় এই বিশ্বাসের মাত্রাটা বরং আরও বেশী হওয়া প্রয়োজন। কবিতা ভালো হয়েছে নাসরিন। একই প্রশ্নের বারবার পুনরাবৃত্তির মধ্য দিয়ে অবিশ্বাসের তীক্ষ্ণতাটা চোখে আঙুল দিয়ে যেনো দেখিয়ে দিলে।
তুমি কবিতায় যতগুলো 'কি' লিখেছ, সবগুলো 'কী' হবে। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: সবার পরে তোমার মন্তব্যের উত্তর দিলাম সেজন্য দুঃখিত।

কারন এত ধ্রুপদী একটি মন্তব্যে যে সেটার উত্তর দিতে গেলেও ভেবে চিন্তে দিতে হয়।

তোমার বিশ্লেষণ নিয়ে আমার কিছু বলার নাই।

চোখের দৃষ্টি বলতে আমি অন্তরের দৃষ্টিকেই বুঝিয়েছি----

তুমি কিভাবে জানি কবির ভাবনার ভিতরে ঢুকে যাও!! আমার জীবনে এত ভাল পাঠক আমি খুব দেখিনি।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২০

নাসরিন চৌধুরী বলেছেন: তুমি কবিতায় যতগুলো 'কি' লিখেছ, সবগুলো 'কী' হবে।
ঠিক করতাসি---আমি জানতাম না । আজ সকালেই ক্লিয়ার হলাম।



নিরন্তর শুভ কামনা রইলো তোমাদের সবার জন্য। ভাল থেকো সবসময়

৮| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৩

জাফরুল মবীন বলেছেন: লেখকের অনুমতি ছাড়া লেখা বা লেখার কোন অংশ কপি গ্রহনযোগ্য নয় -কবিতাটি অসম্ভব ভালো লাগায় হৃদয় পাতায় কপি করে পেষ্ট করেছি।আমাকে কি ক্ষমা করা যাবে? :)

চমৎকার কবিতাটির জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানবেন বোন।

শুভকামনা রইলো অফুরন্ত।

ভালো থাকবেন।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা হা --আমি লেখার ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছি মবীন ভাই
কপি বদলে প্রকাশ লিখে দিচ্ছি

লেখাটি পড়েছেন ও ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক

৯| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই।
ভাল থাকবেন

১০| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

নেক্সাস বলেছেন: একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!


ভালবাসার তার কাঙ্খিত বন্দরে ভিড়ার জন্য কতটা উদ্গ্রীব তা প্রকাশের ভঙি এর চাইতে চমৎকার আর কিভাবে হয়।

অসাধারণ

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ নেক্সাস।
ভাল থাকুন

১১| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার কবিতা।


ভালো লাগা।


+++

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ রাজপূত্র।
ভাল থাকুন

১২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০

শুভ্র বিকেল বলেছেন: কি খোঁজ তুমি দৃষ্টিরে গভীরে! এইটুকুতে যত গভীরে যায় ততটায় গভীর আপনার কবিতা!
আপনার কবিতার ফ্যান ছিলাম, অনেক দিন পর আপনাকে পেয়ে বেশ ভাল লাগলো!

প্রথম আলোর ঝরাপাতা বা এস আহমেদ লিটন!

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আপনার প্রোফাইলে ছবি দেখেই চিনেছি লিটন ভাই।

নিজেকে সম্মানিতবোধ করছি আপনার মন্তব্যে।

অনেক দিন পর আপনাকে পেয়েও ভাল লাগছে।

ভাল থাকুন সবসময়

১৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: নাসরিন চৌধুরী ,




বিশ্বাসের পাপড়ি যদি এক অবেলায় খসে পড়ে বালিকা'র খোঁপা থেকে তখন দৃষ্টি'র গভীরে কানাগলি ছাড়া আর কিছু খুঁজে পাবার নয় ।

বেশ সুন্দর ভাবটুকু কবিতার ।

শুভেচ্ছান্তে ।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭

নাসরিন চৌধুরী বলেছেন: হুম আপনি ঠিকই বলেছেন আহমেদ জী এস ভাই।

আপনার সুন্দর মন্তব্যটুকুর জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

১৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম :)

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপ্পি। ভাল থাকুন সবসময়।

১৫| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:০১

শবদাহ বলেছেন: ভাল লেগেছে।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক

১৬| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২০

রোদেলা বলেছেন: কী খোঁজ তুমি দৃষ্টির গভীরে?
দ্যাখ! চোখের দৃষ্টি মেলে দ্যাখ তুমি!
“একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!
-----------------------------------------------
আমাকে কাড়াদন্ড দাও কবি,আমি তোমার লেখা কপি করেছি।
আমাকে কাড়াদন্ড দাও,এই লেখাটা আমার খুব ভালো লেগেছে।

১৭| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কী খোঁজ তুমি দৃষ্টি'র গভীরে? চমৎকার বলেছেন। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম, ব্যস্ততা আর ব্যস্ততা। কেমন আছেন আপু, আশা করি ভালো আছেন। কবিতা খুব ভালো লেগেছে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: “একসমুদ্র ভালবাসা” কি সমাপ্তিহীন ক্ষুধা
নিয়ে ছুটে বেড়ায় শুধু তোমারই বন্দরে!

দারুণ ভালো লাগা

১৯| ১২ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭

কাল্পনিক হিমু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.