নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এক আকাশ দূরত্ব ও বৃষ্টিবালিকা

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৫







যে বৃষ্টিবালিকা ভেসে গেছে উড়ন্ত মেঘের ভাঁজে ভাঁজে

হিম শূন্যতা বুকে নিয়ে বয়ে যায় উচ্ছ্বাসের নদী

দুরন্ত পুরুষ; শৈবালের মত লেপ্টে থাক তুমি তার নগ্ন শরীরে!

ক্লান্ত শরীরের নোনা ঘাম শুকিয়ে যাওয়ার আগেই

নিশ্চিত দূরত্বকে ছুঁয়ে দেখতে চায় সে বালিকা!



আঁধারের আকুতি নিয়ে কামের শিখা জ্বালায় যে রাত

কায়াহীন- ছায়াহীন হবার আত্মালালিত সাধ!

শুদ্ধ অহংকারের সুধা যে পেয়ালায় ঢাল তুমি; তার নির্যাস পান করে মাতাল রোদে

নিজেরে বেশ চিনেছে বালিকা! সে ফিরবেনা আজ!

তার দূরত্ব প্রয়োজন -এক আকাশ দূরত্ব!



কোন শ্রাবণের রাতে যদি জানিবার সাধ জাগে

এসো তুমি লাগামহীন পুরুষ; মুঠো ভর্তি ভালবাসার বৃষ্টি নিয়ে

বৃষ্টি বালিকা শুধু সে বৃষ্টিতেই ভিজতে চায়!



মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

এম এ কাশেম বলেছেন: আঁধারের আকুতি নিয়ে কামের শিখা জ্বালায় যে রাত
কায়াহীন- ছায়াহীন হবার আত্মালালিত সাধ!

চমৎকার ও বারাবরের মতো সুন্দর হয়েছে

শুভেচ্ছা কবি নাসরীন

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন।

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই লেগেছে

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন রাখাল
ভাল থাকুন

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৪

শাহ আজিজ বলেছেন: আমি ভাবছিলাম চৈত্রের ঠা ঠা রোদ্দুরে পোড়া সেই বালিকা গেল কোথায়??

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বালিকা আছে আশে পাশেই---দেখার চোখ দিয়া দেখলে ঠিকই দেখতে পাবেন

ধন্যবাদ আজিজ ভাই। ভাল থাকুন

৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: নাসরিন চৌধুরী ,





সুন্দরের মাঝে একটুখানি অসুন্দর রয়ে গেলো মনে হয় ।

শৈবালের মত ল্যাপ্টে থাক তুমি এখানে লেপ্টে হলে ভাল হতো ।
আর এসো তুমি লাঘামহীন পুরুষ । এখানে লাগামহীন হবে ।

ভালো লেগেছে ।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য। আর ভুলগুলো ধরিয়ে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা।

ভাল থাকুন --সুন্দর থাকুন

৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪০

আবদুর রব শরীফ বলেছেন: এসো তুমি লাগামহীন পুরুষ; মুঠো ভর্তি ভালবাসার
বৃষ্টি নিয়ে
বৃষ্টি বালিকা শুধু সে বৃষ্টিতেই ভিজতে চায়!

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৬| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: শুদ্ধ অহংকারের সুধা যে পেয়ালায় ঢাল তুমি; তার নির্যাস পান করে মাতাল রোদে
নিজেরে বেশ চিনেছে বালিকা! সে ফিরবেনা আজ!
তার দূরত্ব প্রয়োজন -এক আকাশ দূরত্ব!


কিন্তু দূরত্ব যে ভাল লাগেনা কবি । :(


কবিতায় ভাল লাগা ।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১১

নাসরিন চৌধুরী বলেছেন: দূরত্ব ভাল না লাগলে মুঠো ভর্তি ভালবাসার বৃষ্টি নিয়ে তার কাছে যান তাহলে ভালবেসে আগলে রাখবে কিন্তু-----!

ধন্যবাদ সেলিম ভাই।

৭| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

দীপংকর চন্দ বলেছেন: যে বৃষ্টিবালিকা ভেসে গেছে উড়ন্ত মেঘের ভাঁজে ভাঁজে
হিম শূন্যতা বুকে নিয়ে বয়ে যায় উচ্ছ্বাসের নদী


বৃষ্টিবালিকার প্রতি শুভকামনা অনিঃশেষ।


অনেক ভালো লাগা জানবেন কবি।

ভালো থাকা হোক। সবসময়।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কবি লেখাটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন খুব খুব।

৮| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

কলমের কালি শেষ বলেছেন: এমনো করে কবিতা পড়তে ভাল লাগে । কারণ কবিতায় মাতাল কাব্যিক মাধুর্য খুব ঘুরাঘুরি করছে ।

সার্থক কবিকে অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা । :)

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা সার্থক কবি ---শুনে হাসছি !!!

যাক কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
ভাল থাকবেন কবি।

৯| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০

সালমান মাহফুজ বলেছেন: কবিতায় অনেক অনেক ভালোলাগা রইল ।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১০| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

রাশেদ আহমেদ শাওন বলেছেন: "দুরন্ত পুরুষ; শৈবালের মত লেপ্টে থাক তুমি তার নগ্ন শরীরে!"
অসাধারণ

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন । মন্তব্যে অনুপ্রাণিত।
ভাল থাকুন।

১১| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৮

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাবির আপনাকে। ভাল থাকুন

১২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

তুষার কাব্য বলেছেন: দুরন্ত পুরুষ; শৈবালের মত লেপ্টে থাক তুমি তার নগ্ন শরীরে!

দারুন ....!


কবিতায় ভাল লাগা ।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কাব্য আপনাকে। ভাল লেগেছে জেনে ভাল লাগছে ।
ভাল থাকবেন।

১৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: +++

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন। ভাল থাকা হোক।

১৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

এনামুল রেজা বলেছেন: কোন শ্রাবণের রাতে যদি জানিবার সাধ জাগে
এসো তুমি লাগামহীন পুরুষ; মুঠো ভর্তি ভালবাসার বৃষ্টি নিয়ে [/su

চমৎকার!

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে --মূল বিষয়টিকে হাইলাইট করেছেন ।
ভাল থাকুন।

১৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: নাইস ওয়ান। ++++

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ শোভন আপনাকে। ভাল থাকবেন ।

১৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভাল থাকা হোক

১৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর করে ফুটিয়ে তুলেছেন

৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:১৯

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য। ভাল থাকবেন।

১৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এখানে। আর আপনার বৃষ্টিবালিকা। ভালো লাগল।

তবে এমন বর্ষা, অন্ধকার রাত (ইলেক্ট্রিসিটি নাই) দুরত্য টুরত্ব চুলোয় যাক। ;)

১৯| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:২১

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বেশ মজা পেলাম ---দূরত্ব চুলায় যাক বললেই হল!! ভালবাসা থাকলে দুরত্ব কি আর আসে!!

ধন্যবাদ রইল। ভাল থাকুন ---ভালবাসায় জীবন হোক পরিপূর্ণ।

২০| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:৩১

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগছে আপু ...

২১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: বেশ লাগল।

২২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতায় ভালো লাগা আর কবি'র জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভালো থাকুন সবসময়।

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৩

পার্থ তালুকদার বলেছেন: কবিতায় ভাললাগা ।

২৪| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন+

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১১

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

২৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

মো: আশিকুজ্জামান বলেছেন: নিজেরে বেশ চিনেছে বালিকা! সে ফিরবেনা আজ!
তার দূরত্ব প্রয়োজন -এক আকাশ দূরত্ব!
---------বালিকার বড় অভিমান।

ভাললাগল। ভালো থাকবেন।

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা+++

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩১| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: কোন শ্রাবণের রাতে যদি জানিবার সাধ জাগে
এসো তুমি লাগামহীন পুরুষ; মুঠো ভর্তি ভালবাসার বৃষ্টি নিয়ে
বৃষ্টি বালিকা শুধু সে বৃষ্টিতেই ভিজতে চায়!


বৃষ্টি বালিকা শুধু সে বৃষ্টিতেই ভিজতে চায়!

সরলতা নারীর ভূষণ
তাইতো এতো আক্ষেপের পরেও
কাছে পাবার প্রবল ইচ্ছা

আমি তাই তো নারীকে প্রাণ খুলে ভালোবাসি
অনেক ভালবাসি
তুলনাহীন
শুভকামনা
রইল
লিখা ভাল লেগেছে
ভাল লেগেছে লেখক কেউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.