নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নারী- নগ্নতা ও অপমৃত্যু!

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪




নিস্তব্ধ শীতের রাতে সততা'র অন্তর্বাস খুলে
নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আজও
ওই খোলা আকাশের তলে!
জীর্ণ পাতা'র মতো পড়ে থাকে সে
তোমরা দলিত করো তাকে বার বার, অজস্রবার!

মৈথুন শেষে নীল নরকে উল্লাসে তৃপ্ত হয়
তোমাদের বিলাসী ক্ষুধা!
কিন্তু যে দানবীয় ক্ষুধা আজ নগ্ন হয়ে
ক্ষুরাঘাত করে রমনী'র পেটে
মার্জিত- অমার্জিত ভুলে
অবগুণ্ঠন খুলে সে নীল হয়ে যায় নির্মল বিষে!
যে রাতের উষ্ণতায় গলে পরাজিত হয় তোমাদের বর্তমান
আঁধার কেটে গেলে সেই রমনী'র শরীরের দুর্গন্ধে
তোমারা সংক্রামিত হও কপট ঘেন্নায়!
তার শরীরে বেড়ে উঠা ভ্রণ কুঁচি কুঁচি হয়ে
দীর্ঘশ্বাস নিয়ে বরফের মতো ভেসে থাকে
তোমাদের হিংস্রতা'র পেয়ালায়!

তোমাদের নগ্নতায় কি নিশ্চুপ হয়ে থাকে এই নগরী!
কিন্তু রমনী? সে একলা দাঁড়িয়ে থেকে থেকে দেখে
চিরায়ত নিয়মে ফিরে যায় রাতের ট্রেন হাসি কান্না সাথে করে
ফিরেনা শুধু সে- ফিরতে পারেনা সেই নিবিড় রমনী!
ভাবে একদিন নিশ্চিত বিসর্জিত হবে
এই চিরচেনা ট্রেনের পথে….......

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

৩| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

আমি চির-দুরন্ত বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে উপযুক্ত কবিতা। খুব ভালো লেগেছে। সুন্দর ++++

৪| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগলো।
কবিতায় মুগ্ধতা +++++

৫| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মৈথুন শেষে নীল নরকে উল্লাসে তৃপ্ত হয়
তোমাদের বিলাসী ক্ষুধা!



এক হাতে তালি বাজে না ।

সুন্দর কবিতা ++

৬| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছ। তোমাকে অনেকদিন পরে ব্লগে পেলাম।


ধন্যবাদ নাসরিন।

৭| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


কবিতার ভাষাগুলো রূঢ় হচ্ছে

৮| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: নাসরিন চৌধুরী ,




সুন্দর লিখেছেন ।

শুরুর এই দু'টো লাইন চমৎকার --
" নিস্তব্ধ শীতের রাতে সততা'র অন্তর্বাস খুলে
নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আজও ..। "

৯| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন একটি কবিতা পড়লাম!!

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

নিস্তব্ধ শীতের রাতে সততা'র অন্তর্বাস খুলে
নিবিড় রমনী দাঁড়িয়ে থাকে আজও ..
দারুন,,

১১| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০২

পুলক বিশ্বাস বলেছেন: //তার শরীরে বেড়ে উঠা ভ্রণ কুঁচি কুঁচি হয়ে
দীর্ঘশ্বাস নিয়ে বরফের মতো ভেসে থাকে
তোমাদের হিংস্রতা'র পেয়ালায়! //

বেশ ভালো লাগলো।

১২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: বেশ তীব্রতা আছে। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.