নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যে পাখি ঘর বোঝেনা

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮




সমুদ্রের বিশালতা তোমাকে স্পর্শ করতে পারেনি
ছুটে চলছো তুমি তার বুক দাপিয়ে দেশ থেকে দেশান্তরে
কত ঘাটে নোঙর যে তুমি ফেলেছো!
অসহায় দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখি
তোমার চোখ চকচক করছে লোভের পেয়ালায়!
চিত্ত তোমার পেখম মেলেছে
নেচে যাচ্ছ তুমি সময়ের তালে তালে!

যখন দেখি কামাতুর দৃষ্টিগুলো
ধেয়ে আসে তোমার দিকে
কিন্তু তুমি তা বেশ উপভোগ করো!
আমার দিকে ছুঁড়ে দাও ব্যাঙ্গাত্মক ধারালো হাসি
প্রশ্নবাণে বার বার বিদ্ধ হয় আমার অক্ষমতা
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও
তোমার বাজার দর কত!

তুমি কখনো বোঝনি- বুঝতে চাওনি
কি বিশালতায় তোমাকে জড়িয়ে নিয়েছিলাম!
কি গভীরতায় তোমাকে ভালবেসেছিলাম!
আজ এসব কথা বড্ড বেমানান- আমিও বেমানান
আমার চিরসাথী হুইল চেয়ারটিই শুধু জানে
এই অক্ষমের বুকের অন্তহীন জ্বালা!

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

মিথী_মারজান বলেছেন: সত্যিকারের ভালোবাসাকে অপমান করলে কোন না কোনভাবে মানুষকে শাস্তি পেতেই হয়।
সুন্দর লিখেছেন।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: একদম ঠিক। কর্মের ফল মানুষ ভোগ করেই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

মিথী_মারজান বলেছেন: কবিতাটা পড়ে অনেক মন খারাপ লাগছে।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: জীবনের গল্পগুলো এমন হয় বা হয়ে যায়! সুখের পিছে ছুটে মানুষ কিন্তু আদৌ কতটুকু পায় বিশেষ করে কাউকে ঠকিয়ে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা আপি
ভালো লাগা রইলো

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

নাসরিন চৌধুরী বলেছেন: সেটা একদম সত্যি। যেটা মানুষ অন্যকে কস্ট দেবার জন্য করে সেটা একদিন তার নিজের বুকেই ফিরে আসে।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো লেগেছে কবিতা, উপেক্ষার চরম কষ্ট মনে বেজেছে

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ পড়েছেন বলে☺

৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করা কবিতায় প্লাস । বহুদিন পরে ব্লগে সুস্বাগতম ।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ইনশাল্লাহ নিয়মিত হবো☺

৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: কারো কমেন্টের নিচে রিপ্লাই দিচ্ছি কিন্তু হচ্ছে না কেণো কেউ বলতে পারবেন??

৮| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইলে কমেন্ট করলে
ফুল ভারসন ক্লিক করে মন্তব্য করেন আপি

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

নাসরিন চৌধুরী বলেছেন: মোবাইল এ হচ্ছিল না। ট্যাবে বসলাম।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০

ইমু সাহেব বলেছেন: পড়ে ফেললাম কবিতাটা । ভাবটা ছুয়ে গেল মনে ..........

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ☺

১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রইল

১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন ছুঁয়ে গেলো, কবিতাটা

+

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


যে পাখী বাসা বাঁধে না
যে পাখী বাসা বাঁধতে জানে না

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

নাসরিন চৌধুরী বলেছেন: হু তারা খালি আবেগ নিয়ে খেলে

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

মুহাম্মাদ ইমরান হুসাইন বলেছেন: হয়তো সম্পর্কের মুলেই কোনো ভুল দর্শন ছিলো; যা খতিয়ে দেখা হয়নি কোনো দিন!!

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

নাসরিন চৌধুরী বলেছেন: যখন সময় খারাপ হয় কাছের মানুষের অবহেলা তখন জীবন্মৃত করে ফেলে মানুষকে। জীবন কি অতো দর্শনের হিসেবে চলে!!

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



সামুর নতুন দিগন্তে সিনিয়র অনেক ব্লগার ফিরে এসেছেন। আপনিও লিখছেন দেখে ভালো লাগলো। চমৎকার কবিতা, দারুন ছন্দময় আবেগ। আপনি নিয়মিত লিখুন সামুকে এগিয়ে নিতে সহযোগী হলে ভালো লাগবে।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ইনশাল্লাহ নিয়মিত পাবেন

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৯

মাআইপা বলেছেন: অসাধারণ লাগলো। মনে হচ্ছে নিজের অনুভূতি দেখতে পাচ্ছি অক্ষর বিন্যাসে।
শুভকামনা রইল।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪

কিরমানী লিটন বলেছেন: গভীরে ছুঁয়ে গেলো- নান্দনিক.....

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

১৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৭

বলেছেন: বাজার দর কত??? অভিমান মিশ্রিত কথকতায় মুগ্ধ।।।

শুভকামনা রইল।।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ - আপনার জন্যও শুভকামনা রইল।

১৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
মন্তব্য এবং প্রতি মন্তব্য নিয়ে যে ঝামেলা হচ্ছে সেতা কাটিয়ে উঠার জন্য সব চেয়ে সহজ পাঠ হচ্ছে এটা। একবার দেখলেই ভুল ধরে ফেলবেন।
সামু ব্লগের সহজ পাঠ!!
কবিতার থীম দারুণ। তবে ভালোবাসা চেয়ে অন্যকিছুর স্বাদ একবার বেশি ভালো লাগলে তাকে ধরে রাখা কঠিন। যে পাখির ডানা গজিয়ে যায় তাকে খাঁচায় বেধে রাখা দায়। সুযোগ পেলেই উড়াল দেবে সে। এটা তার কাছে মুক্তির স্বাদ, বাধাহীন জীবনের স্বাদ। জীবনের গল্প একেকজনের কাছে একেক রকম, একেক দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন অনুভূতি।

ব্লগে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: প্রতিমন্তব্যের ঝামেলা মিটেছে। অনেক ধন্যবাদ লেখাটি পড়ে এর মূল্যায়ন করেছেন বলে। ভালো থাকবেন।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রইল


ভালো থাকুন।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫

নাসরিন চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

২১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে পাখি ঘর বুঝেনা
অবেলায় নীড়ে ফিরেনা
তার জন্য মন কেমন করে।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: করেই বা কি লাভ??

২২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

নতুন নকিব বলেছেন:




মুগ্ধতা সুন্দর কবিতায়। +++

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৯

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ব্লগে ফিরে এসেছ দেখে মনে হচ্ছে আপনজন ফিরে এসেছে।


ধন্যবাদ নাসরিন।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। আমার নিজের ও ভালো লাগছে আপনাদের পাশে পেয়ে

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১

তারেক ফাহিম বলেছেন: মনখারাপ করার কবিতা,
পড়তে ভালো লাগছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ধন্যবাদ পড়েছেন বলে।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা যদিও কবির মনের অবস্থার উপর কাব্যলতিত শব্দ মিশ্রিত একটি ক্যান্ভাস তবুও কবিতার নিজের একটি আবেশ থাকে, যা পাঠে পাঠক নিজেকে বিলাতে চায় যদি মিলে যায় সে ধারায় বয়ে চলে কবিতার চরণ নিয়ে। আপনার কবিতাটি অতি যত্ন করে লিখেছেন জীবন বাকেঁর কিছু উপাখ্যান। মন খারাপ হলেও কবিতাটি বেশ ভাল লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেখাটি গভীরভাবে পড়েছেন বলে। অনেক অনেক ভালো থাকবেন- শুভকামনা।

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দুঃখ মাখা কবিতা হলেও তার রচনাভঙ্গি আসলেই অসাধারণ। খুব সহজেই বিশাল মর্মকথার প্রকাশ ঘটে গেলো।

ভালো লাগা আপনার কবিতায়
আর সমবেদনা....

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ধন্যবাদ পড়েছেন বলে।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

নীলসাধু বলেছেন: চমৎকার কবিতা।
ভালো লাগা রইলো
শুভেচ্ছা রইল নাসরিন।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নীলদা। শুভকামনা আপনার জন্যও
ভালো থাকবেন।

২৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতা হিট।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

নাসরিন চৌধুরী বলেছেন: হিটের সংজ্ঞা কি??

২৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩০

মুহাম্মাদ ইমরান হুসাইন বলেছেন: তবে ইসলামের পুর্ন অনুশাসন প্রায়শই এহেন মনোকষ্ট বা পস্তানো থেকে নিরাপদ রাখে নারীকে, পুরুষকে।

৩১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.