নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিষেকহীন অভিসারিকা

নাসরিন চৌধুরী

সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয় ,বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে! কিন্তু কতটা পারি বা পেরেছি কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নাসরিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জতা

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫


ডাস্টবিন দেখে নাকে রুমাল চাপো?
কিন্তু দেখো ওখানে মুখ গুঁজে সুঘ্রাণ খুঁজছে কিছু অভুক্ত চোখ!
ক’দিন খায়নি ওরা বলোতো?
তোমাদের টেবিলের উচ্ছিষ্ট খাবারগুলোর মূল্যমান জানো?
জানো ক্ষুধা নামক দানবের গল্প?

তোমাদের প্রাসাদগুলোর দরজা বছরে একদিনের জন্য খুলে দাও,
মাইকিং করে সারা শহর জাগ্রত করো!
মহান হবার এর চেয়ে ভালো পথ আছে কোথাও?
ঠিকই ওরা শিরোনাম হয়ে যায় খবরের পাতায়
পদদলিত হয়ে কতোজন যেনো মরে যায়!
এ লজ্জাটুকু কার?

আজকাল তোমাদের পাঁচমিনিটের সুখের ফসলগুলো
ড্রেন, ঝোপঝাড়, ডাস্টবিন কাঁপায়!
জেগে উঠে রাস্তার কুকুর
যে কিনা বস্তা ছিঁড়ে বের করে তোমাদের পাপ!
মিডিয়া আসে- পুলিশ আসে, নিঃসন্তান দম্পতিরা
ভিড় করে আদালত পাড়ায়!
রাস্তার কুকুরগুলোর ও নিশ্চয়ই উচ্চমাত্রার বোধ আছে,
যেখানে তোমাদের বোধগুলো হেরে যায় প্রতিদিন!
এ লজ্জাটুকু কার?

ওদিকে বুদ্ধি প্রতিবন্ধী নারীটিও মা হয়
ধরণী কাঁপে তার চিৎকারে,
তোমাদের নির্মমতায় - তোমাদের পাপের গ্লানিতে
মলিন হয় সূর্যের রঙ! কালো মেঘে ঢেকে যায় চাঁদ!
স্বয়ং ঈশ্বর’ই হয়তো লজ্জিত তাঁর শ্রেষ্ঠ জীবের নির্লজ্জতায়!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: প্রথম চার লাইন অন্তরে দাগ কাটে

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫০

নাহার জেনি বলেছেন: বাস্তবতা বড়-ই নির্মম

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



অনেকদিন পর চমৎকার একটি কবিতা পড়লাম। প্রথম চারটি লাইনে মানুষের চিত্তকে জাগিয়ে তুলতে যথেষ্ট। আমরা মানুষ, কিন্তু বোধ আর বিবেক না থাকলে মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়ার সুযোগ নেই। পাঁচ মিনিটের সুখ কিংবা বোবা কান্না এগুলো তখনই থামবে যখন বিবেক বলে একটি কিছুর অস্তিত্ব আমরা অনুধাবন করবো।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি পড়ে নিজের ভেতরে এক ধরনের গ্লানি ও চলমান সমাজের প্রতি ঘৃণা অনুভব করছি। মানুষ নামের সৃষ্টির সেরা প্রাণীটি কেন এরকম হবে? হায় মানুষ, হায় সমাজ!

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



প্রতিবাদী এই কবিতা আমাদের বিবেককে জাগ্রত করুক।

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.