নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় কিছু পাপের কাছে আমি বন্দি হয়ে আছি

নাভিদ কায়সার রায়ান

তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?

নাভিদ কায়সার রায়ান › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

রাতের তারাদের মাঝে কিছু কথা আছে,

অথবা, কিছু নীরবতা আছে

যেমন আছে আমাদের মাঝে-

এমনকি

ভুলে যাওয়া গহীন সাঁঝে

অন্তহীন পথের শেষে,

দুপুর বেলায়,

ক্লান্ত কোন ছায়ার পাশে।

রাতের তারাদের মাঝে কিছু কথা আছে,

যে কথা আমার ভালো লাগে না

রাতের তারাদের মাঝে কিছু নীরবতা আছে

যে নীরবতা আমার সহ্য হয় না।

কারণ কখনো কখনো

আঁধার আমাকে গ্রাস করে এক লহমায়

জানিনা কেন হায়

আমি ভেসে যাই

তোমাকেও ভুল বুঝে ভুলে যাই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.