নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় কিছু পাপের কাছে আমি বন্দি হয়ে আছি

নাভিদ কায়সার রায়ান

তৃতীয় ধরণের পাগল হল সেয়ানা পাগল। এটা সবচেয়ে কঠিন ধরণের পাগলামি। এই পাগল কি সুস্থ না অসুস্থ সেটা বোঝা খুব কঠিন। যখন সে পাগলামি করছে তখন তার কাজকারবার হবে সুস্থ মানুষের মতো। জটিল সব যুক্তি দিয়ে সে তার পাগলামি প্রতিষ্ঠিত করবে। আবার যখন সে সুস্থ থাকবে তখন তার চিন্তা ভাবনা হবে পাগলের মতো। অফিসে এবং বাসায় নিয়মিত ভাবে আমি এই পাগলের ভূমিকায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। শুধু মাঝে মধ্যে আমার মাথার মধ্যে জ্যোৎস্না ঢুকে পড়ে। তখন খুব অস্থির লাগে। কেন লাগে জানি না। আপনারা কেউ কি জানেন?

নাভিদ কায়সার রায়ান › বিস্তারিত পোস্টঃ

প্রাউড টু বি এ "বাংলাদেশী"

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২



"ব্যাংকের চুরি যাওয়া ১৬ কোটি ১৯ লাখ টাকা মিলেছে" === যাক, বাঁচা গেল। যেদিন শুনলাম ব্যাংক থেকে ১৬ কোটি টাকা চুরি হয়েছে তখন থেকে মাথার ভেতর একটা অদৃশ্য ক্যালকুলেটর হিসাব করে যাচ্ছে - আচ্ছা, চোর যদি ১৬ জন হয় তাহলেও তো পার হেড ১ কোটি! খাইছে, এ তো অনেক টাকা! একদিনে ১৬ জন কোটিপতি হয়ে গেল? এইডা কিছু হইল? কথাটা চিন্তা করে হিংসায় আমার বুকটা জ্বলে যাচ্ছিল। আরে, শালার পুলিশ করেটা কি? এইটা কি মগের মুল্লুক নাকি? এতগুলা টাকা এক সাথে চুরি করে কিভাবে?

ব্যাংক ডাকাতির ব্যাপারটা নিয়ে অফিসে কলিগদের সাথে, বিকেলে আড্ডায় বন্ধুদের সাথে তুমুল আলোচনা হল। কেউ কেউ বলল চোরেরা নাকি হলিউডের সিনেমা দেখে এই চুরির আইডিয়া পেয়েছে। ওরা সিনেমার নামধাম ঠিক মতো বলতে না পারলেও আমার কাছেও মনে হল এই রকম একটা দুর্ধর্ষ চুরির আইডিয়া সম্ভবত হলিউডি কোন মুভিতেই দেখেছিলাম। সেখানে অবশ্য চোরেরা ধরা পড়েনি। বরং বিশাল পার্ট নিয়ে পুলিশের হাত ফসকে বেরিয়ে যায়। আড্ডা থেকে বাসায় ফেরার পর থেকে একটা দৃশ্যই মাথায় ঘুরপাক খাওয়া শুরু করল - অগুনতি টাকা নিয়ে কিছু লোক একেবেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর ওদের পেছনে হাজার হাজার পুলিশ লাঠি নিয়ে ছোটাছুটি করছে কিন্তু ওদের একজনকেও ধরতে পারছে না। সে এক হাস্যকর দৃশ্য।

রাতের বেলায় আমি পড়লাম এক মহা সমস্যায়। রাতে বিছানায় শোয়ার পরও একই দৃশ্য দেখতে লাগলাম। শুধু তাই না, প্রচণ্ড ঘুমে যখন আমার চোখে সর্ষেফুল দেখছি ঠিক তখনই আবার মাথায় নানা রকম চিন্তা ভাবনা কিলবিল করতে লাগলো।

এইবার চিন্তা আসলো, ১৬ জন যদি ১৬ জায়গায় রওনা দেয় তাহলে পুলিশ ওদের ধরবে কিভাবে? আচ্ছা, ব্যাংকের লোকজনকে তো ধরে নিয়ে গেছে। ক্যামন একটা মান সম্মানের ব্যাপার। বেচারারা এর সাথে জড়িত থাকুক বা না থাকুক, তাদের পরিবারের লোকজনের কি একটা খারাপ দিন যাচ্ছে আজকে! ব্যাংক ম্যানেজারের বাচ্চা মেয়েটা হয়ত মনের দুঃখে আজকে রাতের ভাত খায়নি। চিন্তা করা যায়? কিছু না করেও ফ্রিতে হাজতবাস। আর ওইদিকে কয়েকটা শয়তান তো খুশীতে ডুগডুগি বাজাচ্ছে। এর কোন মানে হয়?

শেষমেষ এসব চিন্তায় চিন্তায় আমার পেটে গ্যাস হয়ে গেল। সারারাত এপাশ ওপাশ করতে করতে ঘুম হল ভোরবেলায়। সকালে অফিসে গেলাম চোখ লাল করে। আমার বস আমাকে দেখে জিজ্ঞেস করল, “কি হয়েছে নাভিদ? এনিথিং রং?”

আমি বিড়বিড় করে কোন রকমে বললাম, “সব টাকা নিয়ে গেছে স্যার!”

আমার কথা শুনে স্যার কি বুঝল সেটা তিনিই জানেন। তবে আজকে আমাকে আর কোন “মাথার” কাজ দেন নি।

বাসায় এসে শুনি এই খবর। চোর ধরা পড়েছে।

হা হা হা।

কি যে খুশী লাগলো খবরটা শুনে!

খুউউব স্মার্ট না? মাটি খুঁড়ে ব্যাংক লুট করবি না? হলিউড?

আজকে রাতে যখন রিমান্ডে গরম ডিমের ট্রিটমেন্ট খাবি তখন বুঝবি - বাংলাদেশের পুলিশ “ত্বকী” কিংবা “সাগর-রুনির” হত্যা রহস্য বের করতে না পারলেও চাইলে তারা অনেক কিছুই পারে!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

পাঠক১৯৭১ বলেছেন: ডামী

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

পাঠক১৯৭১ বলেছেন: কোন বালের অফিসে বাল ফেলছেন; যেভাবে বাক্য গঠন করেছেন, ১ম শবদটি হবে "প্রাউড", হাউকাউ!

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ওরে খাইছে, এ তো দেখি আরেক পাগল ডাইকা আনলাম

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

পাঠক১৯৭১ বলেছেন: পাগলের কথানুসারে এডিট করেছ্বেন, দেখছি।

পড়ালেখা শুরু করেন, আগে কি বালছাল পড়েছেন: ইন্জিনয়ারিং না কি একটা বালছাল, উহা ভালো হয়নি!

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ওরে আল্লাহ্‌, বাল ছাড়া দেখি কোন কথাই নাই।

এডিট ফেডিট বালছাল কিছুই করি নাই, সব বাল আপনা আপনি উল্টায় গেছে।

আর কোন রকমে বালছাল ইন্জিনয়ারিং পড়ে শেষ করছি, সেই বালছাল আবার শুরু করবো? মাথা ঠিক আছে রে ভাই?

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

শাহীন উল্লাহ বলেছেন: একটি ব্রাঞ্চে ১৬ কোটি টাকা ????

তা ও আবার ঢাকার বাইরে ????

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভাই, আপনি মনে হয় খবরটা মিস করে ফেলেছেন

Click This Link

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

মামুন রশিদ বলেছেন: পুলিশ চাইলে সব কিছুই বের করতে পারে ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ঠিক বলেছেন মামুন ভাই। কিন্তু মাঝে মাঝে করে না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.