নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু - ৪

২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩১

খোলা হাওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

কপালের ঘাম পায়ে পড়েনা

পড়েছে তোমার গালে ।

চিবুকে নামার আগেই তা

চুঁষে নেবে আমার ঠোটে ।

খোলা হাওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

ঠোঁট তোমার বড্ড বেয়ারা

ফুটে আছে যেনো জবায় ।

বেকারই বোধয় টানছি দাড়ি

তোমার ঠোঁটের বর্ণনায়।

খোলা হওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

যখন তুমি জড়িয়ে ধর

বেঁহুস হই আমি ।

তোমার বুকটা বড্ড উচু

বড্ড বেশি ভারী ।

খোলা হাওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

হাতে তোমার রঙ লেগেছে

নাকে লেগেছে নাক ফুল ।

সিঁথিতে তোমার সিদুর দেয়া

আজকে তোমার বাসর ।

খোলা হাওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

বন্ধু এবং বৌয়ের মাঝে

খুজঁছি ব্যবধান ।

শরির দুটো একই হলেও

মনে ব্যবধান ।

খোলা হাওয়ায় উড়ছে শাড়ি

কবি তুমি এতোটা পাপী !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.