নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

একজন লতিফ সিদ্দীকি ও আওয়ামীলীগের ভিন্ন রূপ ।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫

লতিব সিদ্দীকি কে রাতের মধ্যে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও করা হয়ে হেফাজতের ঘোষনা । আজ রাতে গ্রেপ্তার হতেও পারেন । কারন আওয়ামী লীগ ধর্মিয় ব্যাপারে এখন যে লেবাজ ধরে আছে তা দেখে মনে হয় । হিজবুল্লাহ,ব্রাদার হুঢ,জামাত,মুসলীম লীগ,আই এস এর চেয়েও বড় ধর্মিয় দল আওয়ামী লীগ । সম্ভবত আওয়ামী লীগ তাদের অতীত বদনাম (যা বিভিন্ন ডান পন্থী দলে দেয়া ) ঘোচাতে উঠে পড়ে লেগেছে । আওয়ামী লীগ এটা ভাবছে না যে বদনাম গুলো ডান পন্থীদের দেয়া । যার কারনে সবাই এখনো আওয়ামী লীগ কে একটি মধ্য পন্থী দল হিসেবে চিনে । যদিও আওয়ামী লীগে এই হঠাৎ মধ্য পন্থী হওয়াটা দুঃখ জনক । আগে বিএনপি ছিল মধ্য পন্থী দল যা এখন আর নাই । উগ্র রাজনৈতিক দল গুলোর সাথে মিশে বিএনপি এখন তার পরিচয় হাবিয়েছে । এই পরিচয় হারানোটা এখন বিএনপির আন্দোলনের পালে হাওয়া না লাগার অন্যতম কারন । যা যেমন তারেক রহমান বুঝেছেন ( তার বর্তমান কাজ ও কথা তাই বলে ) শেখ হাসিনাও বুঝেছেন । যার কারনেই শেখ হাসিনা এখন শূন্য স্থান পূরন করার জন্য উঠে পড়ে লেগেছেন । আওয়ামী লীগের এই কৌশল,গনতন্ত্র ও উদার মনাদের জন্য কষ্টের । কিন্তু কে বোঝাবে আওয়ামী লীগকে এ কথা । ক্ষমতার রাজজনীতি তে যে আওয়ামী লীগের এই সব দরকার । যার একটা ছোট্র উদাহরণ লতিফ সিদ্দীকি । রাতারাতি আমির থেকে ফরিক । কারন ধর্ম নিয়ে কথা বলা । শেখ হাসিনা বোধয় ঝি কে মেরে বৌকে শিক্ষা দিলেন । লতিফ সিদ্দিকী একজন রাজনীতিবিদ,কোনো ধর্মিয় নেতা নন আবার ধর্মীয় রাজনীতিও তিনি করেন না । যেহেতু তিনি ধর্মীয় নেতা নন সুতরাং আমরা বলতে পারি । তিনি অন্যদের ধর্মীয় ব্যাপারে বিপথে নেবেন না আর এই পাগলামি কথায় ধর্মীয় ভাবে যদি কারো ক্ষতি হয় তা তার নিজের ইমানের ও রাজনীতির । লতিফ সিদ্দিকী গনতান্ত্রিক রাজনীতি করেন । তাকে গনতান্ত্রিক ভাবেই প্রতিহত করা উচিত । আদালতের মাধ্যমে নয় । এটা যেমন সরকারের বোঝা উচিত তেমন আদালতের ও । আর আওয়ামীলীগের কাছে থেকে একটা ব্যাপার পরিস্কার হওয়া উচিত সাধারন জনগনের কাছে যে তারা সবার ব্যাপারে সমান আচরন করবে একই অপরাধের জন্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.