নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

অবরুদ্ধ অবরোধ

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১

বিএনপি কি কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন?জানি উত্তর হবে না ।তামিল টাইগার,মাওয়াবাদী,আল কায়েদা,তালেবান,ইরাকের জঙ্গি গোষ্ঠি,নিদেন পক্ষে আমাদের চরমপন্থিরা । এরা যেভাবে কাজ করে তা হলো । এদের একটা রাজনৈতিক উইং থাকে ।যাদের কাজ হলো সরকারের সাথে আলোচনা করা আর একটা গেরিলা উইং থাকে যাদের কাজ চোরাগুপ্তা হামলা করে সরকারের উপর চাপ দেয়া । এরা হামলা করে বিরোধী গোষ্ঠির সমর্থক নেতা কর্মী,সাধারন মানুষ,সরকারি অফিস,কর্মচারী,গনপরিবহন,ট্রেন,ধর্মীয় প্রতিষ্ঠান,নিরাপত্তা কর্মী ইত্যাদির উপর । হামলা হয় চোরাগুপ্তা । যাই হোক এখন কথা হলো বিএনপি এখন যা করছে তা কি এমন নয়? এখন অন্য কোনো রাজনৈতিক সংগঠন যদি তাদের দাবি পুরনে জন্য এমন কাজ শুরু করে । রাষ্ট কি তা মেনে নেবে?মোটেও না । তাহলে বিএনপিরটা আমরা কেনো মানছি?বিএনপির দাবি নির্বাচন । ভালো কথা । নির্বাচন তো হবেই ।সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে ।এখন কোনো দল নির্বাচনে হেরে গিয়ে এক বছর পর আবারও নির্বাচন চায় । তাহলেই কি আর একটা নির্বাচন দিতে হবে? এটা কি সম্ভব না যুক্তি যুক্ত ।খালেদা জিয়া মানছেন না যে তিনি ভুল করেছে।কারন এটা মানলে নির্বাচন মানতে হবে ।

খালেদা জিয়া এখন অবরুদ্ধ । এর মানে তিনি ঘোরোতরো বিপদে । সবাই তার সাথে দেখা করছে । সহনভূতি জানাছে । তিনি চমৎকার একটা ইমেজ তৈরি করেছেন ।অসহায় ইমেজ । আসলে তিনি কতোটুকু অবরুদ্ধ । তিনি খাচ্ছেন,ঘুমচ্ছেন,নেতা কর্মীদের সাথে দেখা করছেন,মিডিয়ার সাথে দেখা করছেন । সবই তো চলছে তার । সরকারের উচিত এই অবরদ্ধ তুলে নেয়া । তাকে তো আর জোর করে বাড়ি পাঠানো যাবে না । তবে যা করা যায় তা হলো আফিস থেকে সম্পূর্ন নিরাপত্তা তুলে নেয়া । নিরাপত্তার অভাবে যদি তিনি বাড়ি যান ।আর আওয়ামীলীগের আঞ্চলিক নেতাদের জাগানো । তবে তাদের কঠোর নজদারির মধ্যে রাখতে হবে কেন্দ্রীয় নেতাদের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.