নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

অহা ! দেশে শান্তির সুবাতাস বইছে ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৬

অহা ! দেশে শান্তির সুবাতাস বইছে । দেশের প্রধান দুটি শহরে নির্বাচনের আমেজ এখন টাটকা,মচমচে । কোথায় যেনো একটা রাজনৈতিক সমঝতা হলো দুই প্রধান রাজনৈতিক জোটের । জয় কার হলো গতো ৩ মাসের আন্দোলন ও দমনের । জয় দুই দলেরই হলো । প্রথমে বিএনপি দিয়ে শুরু করি । বিএনপির গত ৩ মাসের আন্দোলন কোনো সরকার পতনের আন্দোলন ছিলো না । ছিলো নেতাদের পিঠ বাচালো,জিয়া পরিবারের নিরাপত্তা ও খালেদা জিয়ার অবাধ চলাচল ও মামলা এই সব থেকে বাচার নিশ্চয়তা । অপাতত বিএনপি এর সবগুলো পেলো । খালেদা গ্রেফতার হলেন না । স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছেন এখনো । তারেক বিদেশে নিরাপদে থাকার নিশ্চয়তা ও জামিন পেলেন । কিছু সামনে পাবে যেমন নেতাদের মুক্তি । এখন আসি আওয়ামীলীগ কি পেলো । সরকারে থাকার নিশ্চয়তা । আন্দোলন আপাতত বন্ধ । তারেকের ইতিহাস গবেষনা বন্ধ । বিএনপির গোপনে জামায়াতের সঙ্গ ত্যাগ । শন্তি পূর্ণ ও সর্বদলীয় নির্বাচন । সিইসি অপর অন্যদের আস্থা ইত্যাদি । এটা আসলে লেনদেন আর কিছু না । এখানে কোনো আর্দশ নেই । নেই জনগন । জনগন কি পেলো গত ৩ মাস এর আন্দোলনে । শ খানেকের ওপর মৃত দেহ । কয়েক শ আহত । ১৭ হাজার কোটি টাকার লোকসান । যা শুধু মাত্র বিরোধীদের আন্দোলন ও সরকারের দমনের ব্যার্থতা থেকে হওয়া ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫০

নবাব চৌধুরী বলেছেন: ভালো বলেছেন ভ্রাতা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা চায় যে, খালেদা জিয়া রাজনীতিতে থাকুক, তারেক থাকুক; তবে, সম্পর্ক রেখে; খালেদা মাঝে মাঝে দিশেহারা হয়ে উত্তেজিত হয়ে যায়।

তবে, সবকিছুর সঠিক ফলাফল ২ জনেই পেয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.