নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

আর্দশের ধরন ধারন ।

০৬ ই মে, ২০১৫ রাত ১২:০২

২০০১ থেকে ২০০৬ সময়ের বিএনপি সরকারের শেষ সময় এসে তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতাদের মুখে প্রায় একটা কথা শুনতাম । তা এমন বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দেখতে হলে একটা নির্দিষ্ট সরকারকে তিন চার মেয়াদ থাকতে হবে । তারা মালয়শিয়ার মাহাথির যুগকে উদাহরন হিসেবে দেখাতো । বিএনপি ধারাবাহিক ভাবে ক্ষমতায় থাকার সবই ঠিক করেছিল কিন্তু ভাগ্য খারাপ বিদেশি বন্ধুরা বেকে বসে বিএনপির ভুল বিদেশ নীতির জন্য । আমেরিকাকে একমাত্র গুরু মানায় ছিল তাদের ভুল । আওয়ামীলীগের গত সরকারের শেষ সময় এসে একই কথা শুনতাম । তার মানে এই বড় দুই দলই আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে নিয়েছে যে তারা সমষ্টিক উন্নয়নের ধারা রক্ষা করতে পারে না বা চায় না । কিন্তু সবাই উন্নয়ন চায় এবং কিছু হলেও করে । পরিসংখ্যান তাই বলে ১৯৯০ এর পর থেকে এখন পর্যন্ত । তাহলে সমস্যাটা কোথায় ? কেনো উন্নয়নের ধারা বাহিকতা রক্ষা করা হয় বা যায় না ? যদি বলি সমস্যাটা আদর্শগত । তাহলে কি ভুল বলা হবে ? মোটেও না । যাই হোক যে কোনো ভাবেই হোক আওয়ামীলীগ ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে । এক টার্ম শেষ দ্বিতীয় টার্মে অবস্থা এখনও ভালো । তার মানে আওয়ামীলীগ কিছু কাজ সত্যিই করছে । জনসমর্থন এখনও আছে নয়তো এই ভাবে ক্ষমতায় থাকা সম্ভব ছিলো না । এটা বাংলাদেশ । যাই হোক এখন প্রশ্ন হলো কোন আর্দশের উপর ভিত্তি করে আমরা জাতি গঠন করবো । কারন একটা সরকার যখন দুই বা তিন টার্ম ক্ষমতায় থাকবে তখন না হলেও পাঁচটা জেনারেশন সর্ব ক্ষেত্রে নেত্রীত্বে চলে আসবে । কেমন হবে এরা ? এই বিষয় গুলো নিয়ে জরুরী ভাবে খোলামেলা আলাপ হওয়া উচিত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.