নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

আঁধার বন্দনা

১২ ই জুন, ২০১৫ রাত ২:৫৭

১.
অন্ধকারে তুমি
ভীষন দামি,
যদিও আমার
চোখে ছানি !
২.
আঁধারে দেখেও
হয়েছি কবি,
এমনই তোর
রূপের দাবি !
৩.
তুমি বলো,
অন্ধকারে আমি ভীষন পাজি ।
দেখো কি করে ছাই !
আলো জ্বালো
দেখো আমি কতো শান্ত কবি ।
৪.
এক হাত সামনে
তুমি দাড়িয়ে,
তবু আঁধারকে কিছুতে
পারি না যেতে মাড়িয়ে ।
৫.
প্রতিটা রাত যদি
এই ভাবে আসতো
জানালা খুললেই
আলো এসে নাচতো !
৬.
জানালা খোলা দেখে
ঘর থেকে বেড়িয়েছি
আমি কি জানি ছাতা
আলো ছাড়া হবো পাপি !
৭.
আঁধারেতে সিত কেঁটে
চোরেরাতো আসবে,
এই রূপ এই ঘরে
কি করে লুকবে ?
৮.
অন্ধকারটা ভীষন দামী
লজ্জা ভুলে কামে নামি ।।
৯.
রোজ রাতে ওপাড়ার
ভূত গুলো বলে যায়,
আমার কতো ধানে কতো চাল
তোমার বাপের জানা চাই ।
তাই বলি
ওলো ছুড়ি
এবার না হয়
বশে আয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.