নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রং

আসাদ ইসলাম নয়ন

লেখক ও পরিচালক ।

আসাদ ইসলাম নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমদানীকৃত শাসনতন্ত্র ।

৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৪৮

লালন যে মানব তত্বের প্রচার করেছিলেন । কাল মার্কস সেই একই মানব তত্বের প্রচারক । পার্থক্য এইটাকুই লালন আধ্যাত্বিক দিক থেকে প্রচার করেছেন আর কাল মার্কস করেছেন বৈশ্বয়িক দিক থেকে । এরথেকেই ধারনা করা যায় আমাদের দেশে সমাজতন্ত্র উড়ে আসে নাই । এই দেশের মাটি মানুষেই এটা ছিলো । দুঃখের বিষয় হলো যারা আমাদের দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন তারা রাশিয়া,চায়না থেকে সমাজতন্ত্র আমদানী করতে গিয়েছিলেন । যেমন এখন আমরা গনতন্ত্র বা ইসলামী শাসন তন্ত্র আমদানি করছি । এখানে ফ্রিডেল কেস্ট্রলের একটা কথা মনে পড়ছে,বিপ্লব আমদানি বা রপ্তানী করা যায় না । যে স্থানে বিপ্লব হবে সেখানকার মাটি ও মানুষ থেকেই বিপ্লব উঠে আসতে হবে । ঠিক এই শূন্যতার জন্যই আজ সমাজতন্ত্র আমাদের দেশের মাটি ও মানুষের শাসনতন্ত্র হয়ে উঠতে পারে নাই । আমরা আমাদের মানুষকে মার্কাস,লেলিন,মাও পড়িয়েছি । রাশিয়া,চায়নার গল্প শুনিয়েছি । কখন এই দেশের মাটি থেকে উঠে আসা শ্রমিককে পড়িনি বা তার জীবনের গল্প শুনিনি । আমরা আমাদের শ্রমিককে গাম বুট পড়িয়েছি,রাশিয়া টুপি পড়িয়েছি,ভদকা খায়িয়েছি । একবার ও ভাবিনি এই সব আমাদের নয় । এইগুলো আমাদের পেটে হজম হবে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.