নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা (কবিতা)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

আমার বাবা
- মোঃ নাজমুল হাসান
***********************

পরম স্নেহের আলিঙ্গনে; জন্মের পর তুলেছিল বাবা-
ছোট শিশু ভার কাঁধে।
সেই থেকে বাবা বয় আজো সেই ভার-
বিনা অভিযোগ-অনুযোগে।

ছোট বয়সেই জেগেছিল প্রান সংশয় একবার-
কঠিন অসুখ চেপে।
ছেড়ে দিল সেই ক্ষণে মোর ক্ষীণ বাঁচার আশা-
যতো ছিল স্বজন-চিকিৎসক।

সে দিনও বাবা ছাড়েনিতো হাল
তুলে নিয়ে কাঁধে ভার।
ছুটেছে নানান শহর-নগর
ছিনিয়েছে জম মুখ থেকে প্রান।

আমি যদি বাঁচি আরো কিছু যুগ-
সুন্দর এই পৃথিবীতে;
স্রষ্টার পর সে জীবন মোর-
বাবারই অবদান।

জানিনা কতটা হয়েছি যে বড়ো-
ঘর ছেড়ে দূরে এসে।
বাবার কাছে তার ছোট্ট সে ছেলে-
এখনো ছোটই আছে।

বয়সের ভারে আজ বাবা পড়ে নুয়ে,
তবু ব্যাস্ত গড়তে মোরে!
অসহায় আমি দেখি চেয়ে সব,
হাসি মুখে বাবা যায় জীবনের ভার বয়ে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.