নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ বিকালে (কবিতা)

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

বিবর্ণ বিকালে
___মোঃ নাজমুল হাসান
--------------------------

যে দিন তোমাকে বলেছি বিদায়
সে দিন থেকে আমি হয়েছি বর্ণান্ধ।
আমার কাছে পৃথিবীর সব রঙ নীল
হোক সেটা গাড়ো টুকটুকে লাল;
কিংবা কোন রহস্যময়ীর-
শাড়ীর আচলে মাখা কমলার রঙ।

আমার কাছে আঁধারের রঙ নীল
কিংবা শান্ত বিকালের রঙও নীল।
সবুজ শ্যমলীমায় যে মায়াবী উদ্যান
তার চঞ্চলতা আমার কাছে নীল।
সাদা পায়রার ডানা ঝাপটানো শান্তির সুবাতাসে
আমি বিস্ময়ে দেখি নীল।

আমি বসন্তের কোকিলের কন্ঠে দেখি নীল
ফাল্গুনের রঙে-রঙে খুজে পাই নীল।
চৈত্রের খরতাপে ওষ্ঠাগত জীবন
কিংবা বর্ষার প্রণয়ের সুরে; জীবনের রঙে দেখি নীল।
আমি শরৎতের উড়ে যাওয়া কাশে; শুভ্র বাতাসে
কিংবা পৌষের ঝরা পাতার কান্নার সুরে
হিমেল কুয়াশার আড়ালে; পৃথিবীর রঙ দেখি নীল।
আমি বৈশাখি ঝড়ের উত্তাল তান্ডবে
জীবনের আশ্বাসে; দেখি হৃদয়ের রঙ নীল।

শান্ত স্রোতে বওয়া নদীর জলেতে
আকাশের অভিমানী মেঘের খেলাতে
সমুদ্রের উত্তাল ঢেউয়ের ভেলাতে
ভোরের প্রথম সূর্যাদয়ের রঙে;
আমার অনুভূতিগুলো প্রতিনিয়ত মেশে নীলে।
আলোর যে ফোয়ারা ছোটে রাতের শেষে
তার রঙে আমি ভীত চোখে দেখি নীল।

আমার কাছে গোলাপ, ডালিয়া, বকুল কিংবা শিউলি
সবটার রঙে-ঘ্রাণে মিশে থাকে নীল।
ময়াময় সভ্যতার ধ্বংসাবশেষে
আমি কান পেতে শুনে চমকে উঠি-
জেনে কষ্টের রঙে নীল তাদের হৃদয়।

আমার কাছে সুখের রঙ নীল, কষ্টের রঙও নীল
ভালোবাসা কিংবা বিরহ, উভয়ের রঙ নীল।
কোন লাস্যময়ীর অফুরান হাসি, প্রেমের আহবান
ডানাভাঙা আহত পাখির কষ্টের মতো নীল।
বিস্মৃত অতীত, স্মিত হাসি, কান্নার আড়ালে
আমার হৃদয়ের রঙটাই নীলে-নীলে নীল।

মিথ্যা সুখের হাসিতে, ভুল মানুষের প্রেমের নেশাতে
সহস্র বছরের যে রঙিন স্বপ্ন
তা নিমিষেই ধোয়া হয়ে উড়ে যাবার কষ্টের রঙ নীল।
আমি বেশ ভালো আছি; অযত্নের সে রঙ যত্নে পুষে!
তুমিও ভালো থেকো, আমার এ বেদনার সুখে
প্রেমে পড়ো সত্যিকারে; যতোটা মানুষ পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নীলে নীলে নীলময়, পড়ে আমার অনুভুতিও নীল হয়ে গেল। এখন বলুন আমি এখন কি করি?

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনেপড়ে আমার স্কুল ড্রেসের রং নীল ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.