নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

সেই তো প্রেমিক

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

এই শহরে মন ভাঙ্গে যে
সেই তো প্রেমিক!
মিষ্টি কথার মায়ার জালে
গোপন ব্যাথার আগুন জ্বালে
যেই ছেলেটা সকাল নিশি
সেই তো প্রেমিক!
স্বপ্ন নায়ে ভাসিয় দিয়ে
গভীর জলে ডুবিয়ে মারে
খুব সুচতুর যেই ছেলেটা
সেই তো প্রেমিক!
যেই ছেলেটা শূন্য করে তোমার হৃদয়
হাত ছেড়ে দেয় বিরান পথে
সেই তো প্রেমিক!
অশ্রু তোমার যেই ছেলেটার হাসির খোরাক
যার মনেতে তুমি শুধুই ক্ষণিক খেলা
এ জগতে সেই তো প্রেমিক!
.
তোমায় ভেবে সারা বেলা
কাটিয়ে দিলো যেই ছেলেটা
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটা মিথ্যা কথার জাল বোনে না
সরল মনে তোমায় ভাবে
তোমায় ঘিরেই স্বপ্নে ভাসে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটার নোংরা ছোঁয়া
পায়নি কোন নারীর শরীর
পান করেনি গোপন সুধা;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
বাঘের মতো যেই ছেলেটা
তোমার কাছে এলেই বিড়াল
কথাগুলো হারিয়ে ফেলে থরথরিয়ে কাপতে থাকে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
.
জগত জোড়া ভন্ডরা সব
নারীর হৃদয় দখল করে;
প্রেমের খেলায় তারাই জেতে
আসল পুরুষ নরীর মনে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: সুন্দর +++

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই কথা সত্য৷ ভাল লাগল৷ শুভ কামনা করবেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

আরোগ্য বলেছেন: আসলেই ভণিতাই যেন এখন সব।কারিগরের হাতে গড়া অলংকারের সামনে প্রকৃতির কোলে বেড়ে উঠা ফুলের মুল্য নেই। কবিতাটি ভালো ছিল।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

শুভ্র বিকেল বলেছেন: সুন্দর বলেছেন, ধন্যবাদ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.