নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

আত্মপরিচয় সংকট

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

মানুষের জীবনে যে কয়টি কঠিন পরিস্থিতি আসে, তার মধ্যে অন্যতম হলো "আত্মপরিচয় সংকট" যাকে ইংরাজিতে "Self Identity Crisis" বলে। "তুমি কে? কিংবা তুমি কি?" এই প্রশ্নগুলো থেকেই "আত্মপরিচয় সংকট"-এর উৎপত্তি। এই প্রশ্নের উত্তর মানুষের অবশ্যই জানা চাই। আবার এই "আত্মপরিচয় সংকট" সময় এবং অবস্থা ভেদে মানুষের জীবনে নানা ভাবে এবং নানা কারনে তৈরি হতে পারে। জন্মপরিচয়, পারিবারিক কিংবা বংশ পরিচয়, সমাজিক অবস্থান, ভৌগলিক কিংবা রাষ্ট্রীয় পরিচয়, চাকরি, শিক্ষাগত অবস্থানসহ আরো অসংখ্য কারনে এই "আত্মপরিচয় সংকট" একজন মানুষের জীবনের যে কোন সময় তৈরি হতে পারে। আর এই "আত্মপরিচয় সংকট" ভিতরে ভিতরে একটা মানুষকে কি ভাবে যে নিঃশেষ করে ফেলে, তা ঐ মানুষটার সবচেয়ে কাছের মানুষগুলোও অধিকাংশ সময় বোঝে না। অথচ আমাদের আশে-পাশে কিংবা সমাজে এমন আত্মপরিচয় সংকটে ভোগা মানুষের সংখ্যা নেহাতই কম না। এদের বড়ো অংশই হচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত তরুণ, যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে কিংবা নিজেদের একটা সমাজিক অবস্থান তৈরি করতে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে।
.
একটা ছেলের জীবনে আত্মপরিচয় সংকটের অন্যতম একটা সময় হলো নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের মুহূর্তটি। আমাদের দেশের সমাজ বাস্তবতায় একজন উচ্চশিক্ষিত ছেলের জন্য যে এ লড়াই কতোটা কঠিন, তা ছেলে মাত্রই জানে। পরিবারের প্রত্যশা, সমাজের কৌতুহল, চাকরি বাজারের কঠিন বস্তবতা; সব মিলে যেন এক দুঃস্বপ্ন! ছেলেটা ঘুমাতে পারে না। রাত জেগে জেগে চোখের নিচে কালো দাগ পড়ে যায়; চেহারা ভেঙ্গে যায়। তবু ছেলেটার নিস্তার নেই। তবু তাকে আরো নতুন প্রশ্নের মুখোমুখি হতে হয়- 'রাত জেগে কোন কু-কাম করতেছো না তো? / নেশা টেশা করা শুরু করছো নাকি; চোয়াল ভেঙ্গে এই অবস্থা যে?' আরো যে কতো কি! ছেলেটা ঘুমালেও তাই এলোমেলো সব স্বপ্ন দেখে; ঘুমের ঘোরেও কথা বলে, এলোমেলো সব প্রশ্ন-উত্তর দিয়ে যায় বিড়বিড়িয়ে। তারপর নিজের কন্ঠস্বরে নিজেরই ঘুম ভেঙ্গে যায়। কি যে দুঃসহ এক অবস্থা!
.
জীবনটা আসলেই বড়ো কঠিন... তবে সব দুঃসহ সময়ের অবসান একটা সময় ঠিকই হয়। কিন্তু সেই পথ বড়ো ক্লান্তিকর!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

যোখার সারনায়েভ বলেছেন: আহা রে আইডেন্টিটি!

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: Happy New Year!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.