নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

ম্যানার শেখানোর নামে ক্রাইম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

@ তেতো: র‍্যাগিং- ম্যানার শেখানোর নামে ক্রাইম @


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানার শিখানোর নামে তথাকথিত বড়ো ভাইদের র‍্যাগিং এর ভিডিওটা দেখলাম। তথাকথিত এই বড়ো ভাইরা ছোট ভাইদেরকে এতো ভদ্র ভাষা এবং এতোটাই ভদ্র পদ্ধতিতে ম্যানার শিখাচ্ছিলো যে, সেই ভিডিওটা শেয়ার করতে বিবেকে বাধলো। এদিকে, আমার প্রিয় রাবিতে কয়েক দিন আগে র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছে প্রশাসন। এরপর দেখলাম অনেক তথাকথিত বড়ো ভাই (আমার জুনিয়র/সিনিয়র) কান্না জুড়ে দিয়েছে "বিশ্ববিদ্যালয়টা চিড়িয়াখানা হয়ে গেলো এবং জুনিয়ররা সব বেয়াদপ হয়ে গেলো" -এই বলে। মানছি, প্রথম বর্ষের ছেলে-মেয়েদের অনেকের মধ্যেই এক ধরনের উগ্রতা থাকে। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে থাকতে এমন অনেক জুনিয়রকে দেখেছি। তবে অনেকেই পরবর্তীতে তাদের ভুল নিজ থেকেই শুধরে নিয়েছে সময়ের সাথে। কিন্তু এই সব জুনিয়রকে ম্যানার শিখানোর জন্য তথাকথিত কিছু বড়ো ভাই/আপু যে পদ্ধতি বেছে নেন বা নিতে চান; এতে করে ঐ সব বড়ো ভাই/আপুকেই আমার কাছে মনসিক ভাবে চরম অসুস্থ মনে হয়। যদিও আমার প্রিয় ক্যাম্পাস রাবিতে র‍্যাগিং সমস্যা লুকোচুরি পর্যায়ের; তবু বিশ্ববিদ্যালয়ে প্রায় ছয় বছর থাকার সুবাধে বিভিন্ন ক্যাম্পাসের র‍্যাগিং এবং এর কিছু পদ্ধতি সম্পর্কে বিভিন্ন সময়ে অনেকের কাছ থেকে জেনেছি; যার কিছু এই লেখায় তুলে ধরবো। এগুলোর অনেক গুলোই ক্রাইম (শাররিক এবং যৌন নির্যাতন সংশ্লিষ্ট)। অনেকের কাছেই এসবের দুই একটিকে অবাস্তব এবং মিথ্যা মনে হতে পারে। কিন্তু রোগ সারাতে হলে রোগের গভীরতা এবং ভয়াবহতা সম্পর্কে সবারই জানা উচিত।

র‍্যাগিং এর কিছু প্রচলিত পদ্ধতি:

- চড়-থাপ্পড় দেওয়াা।
- ভয় দেখানো।
- অকথ্য ভাষায় গালিগালাজ করা।
- কান ধরে উঠবস করানো অথবা কান ধরে দাড়িয়ে থাকতে বাধ্য করা।
- নাকে খত দিতে বাধ্য করা।
- নাচ/গান করতে বাধ্য করা।
- অশ্লীল ভাষায় কবিতা/গান করতে (গাইতে/আবৃত্তি) বাধ্য করা।
- প্রচণ্ড শীতে পানিতে ভিজতে বাধ্য করা।
- আক্রমনাত্মক ভঙ্গিতে মারতে তেড়ে যাওয়া (মারবে না; অন্য কেউ ঠেকাবে)
- অশ্লীল অঙ্গ ভঙ্গি করতে বাধ্য করা।
- বড়ো কোন আপু/ভাইকে চুমো (কিস) করতে বলা এবং কখনো বাধ্য করা। (স্পষ্টত যৌন হয়রানি)
- মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বলা- কোন বড়ো ভাইকে দিয়ে বডির মাপ নিতে এবং কখনো বাধ্য করা (স্পষ্টত যৌন হয়রানি। মেয়েদের দ্বারাই সংগঠিত)
- কখনো কখনো অর্ধ নগ্ন কিংবা প্রায় (একরকম) সম্পূর্ণ নগ্ন হতে বাধ্য করা। (ছেলে/মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তবে এমন ঘটনা রেয়ার)
- অন্ধকার রাত্রি একাকি ছাদে দাড়িয়ে থাকতে বাধ্য করা।
- পানির ট্যাংকিতে নামিয়ে মটর চালু করে দেওয়া।
- সিগারেট খেতে অনভ্যস্তদের সিগারেটে টান দিতে বাধ্য করা।

র‍্যাগিং এর ফলাফল:

- অনেকে ঐ সময়টিতে জ্ঞান হারিয়ে ফেলে।
- দীর্ঘদিন ধরে অসহনীয় মানিসক যন্ত্রনায় ভোগে।
- কেউ কেউ শাররিক ভাবে অসুস্থ হয়ে পড়ে দীর্ঘ দিনের জন্য।
- কারো কারো ভিতর এমন ঘটনার পর বিকৃত মানসিকতার জন্ম নেয়।
- কারো কারো শিক্ষা জীবনের অবসান ঘটে এমন ঘটনার পর পরই।
- দুর্ভাগা কেউ দুঃখজনক ভাবে হয়তো মারাও যায় এমন ঘটনার সময় (অতীতে পত্র-পত্রীকায় আমরা দেখেছি)।

তবে র‍্যাগিং এর ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি তথাকথিত কিছু বড়ো ভাই/আপু ঘটায় বলে প্রায় সর্বক্ষেত্রে দৃশ্যমান, তা হলো ভিকটিমের সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলা কিংবা চা-নাস্তা করানো।

ম্যানার শিখানোর নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা র‍্যাগিং নামক নোংরামো এবং ভয়ংকর ক্রাইমের অবসান হোক অতি দ্রুত। শিক্ষার পরিবেশ এবং প্রতিটি শিক্ষার্থী হোক নিরাপদ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই অসুস্থ সংস্কৃতিটা আমার একদমই অপছন্দ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: আমারও...

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বন্ধ হওয়া উচিত এই সব।
সুন্দর পোস্ট। ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অতি দ্রুত বন্ধ হওয়া উচিত।

ধন্যবাদ আপনাকেও।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
র‍্যাগিং বন্ধ করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.