নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

জীবনটাকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা শুরু করুন

২৩ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৮

যে আপনার কথা বোঝে না, তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না।
.
যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝে সে আপনাকে ভুলবে না। আপনার খবর ঠিকই রাখবে। আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। ব্যাস্ততা একটা অযুহাত। গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতোটা খবর রাখবে।
.
দুঃসময়ে যে আপনার পাশে থাকতে পারে না, সুসময়ে আপনার পাশে থাকার অধিকার তার নাই।
.
আপনার অর্থ-সম্পদ, ক্যারিয়ার কিংবা সোশাল স্ট্যাটাস যাদের কাছে বন্ধুত্ব কিংবা সম্পর্ক গড়ার মাপকাঠি, তারা চরম হিপোক্রেট। জাস্ট এভোয়েড দেম।
.
ভালোবাসা আর অবহেলা কখনো পাশাপাশি থাকতে পারে না। হাজারো অবহেলা কিংবা অবজ্ঞার পরেও আপনার আন্তরিকতা এবং ভালোবাসা একটা মানুষকে আপনার করে দিবে ভাবছেন! ইউ আর এ গ্রেট মিসটেক। যে আপনার, সে ইচ্ছাকৃত ভাবে কখনোই আপনাকে অবহেলা করবে না এবং আপনি কষ্ট পান এমন ব্যাবহারের বিষয়ে সচেতন থাকবে।
.
যে আপনাকে জঙ্গল ভাবে; তাকে আপনার পৃথিবী ভাবাটা বন্ধ করুন। নতুবা কখনো সন্মানিত হবেন না।
.
যে যা পাওয়ার যোগ্য না, তা পেয়ে গেলে নিজের যোগ্যতা অনুসারেই প্রাপ্ত জিনিসের বিচার করে। এতে অবাক হওয়ার কিছু নেই।
.
পৃথিবীতে শেষ বলে কিছু নেই। সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটাও কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাতে দাত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে, তা হয়তো আপনার ধারনারও বাইরে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই ভালো লেগেছে।
চমৎকার।

২| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: কি সুন্দর করেই না কবিতা লিখেন।

৩| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:১৬

ওমেরা বলেছেন: কিছু কথা সুন্দর করে গুছিয়ে লিখেছেন, আমার কাছে খুব ভাল লাগল ও বাস্তবতা আছে ।
কিন্ত দেখুন কবি কি বলেছেন ,,

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী, -
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;
সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।
যে মুখে সে কহে নিঠুরিয়া বার্ণী,
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।


ধন্যবাদ আপনাকে ।

৪| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন!

৫| ২৩ শে জুন, ২০১৯ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ !!

৬| ২৪ শে জুন, ২০১৯ রাত ১২:৫৯

মুক্তা নীল বলেছেন:
এককথায় শিক্ষণীয় ও বাস্তব কথা, অসাধারণ লেখা ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.