নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

===== ==== কার্বনের সংস্পর্শে ====== ====

১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪





আকাশটা যখন থমকে যায় কালো মেঘে

তখন এ শহরের বুক চিরে একটা মৃত্যু হয়ে যায় ,

রক্তমাংসের শরীর থেকে বেরিয়ে যায় পরিচিত আত্না

যাতে নিয়ম করে ভর করতো খুব দুঃখ-অভিলাষ।

প্রতিদিন এ শহরের রাস্তা ধরে নতুন করে একটা গল্প সৃষ্টি হয়

বধিষ্ণু এ শহরে শব্দ বেড়ে যায় রাস্তা ও বাতাসে ,

শরত কাশফুলের ছোঁয়া দিয়ে যেতে পারেনা

তবুও মানুষগুলো দ্রুতবেগে ছুটে গাড়ির সাথে পাল্লা দিয়ে

একফালি হাসি মুখে টেনে রেখে খুব ।

সুউচ্চ অট্রালিকার ভিড়ে এখানে আকাশ দেখা যায়না

একটুকু অনুভূতির কার্পণ্য এখানে খুব,

তবুও বেঁচে থাকায় আনন্দ আছে

যদিও ফুসফুসটা পুড়ে গিয়েছিল অনেক আগে

নিকোটিনের ভালোবাসায় ।

বর্ষার মাদকতা এখানে শহরজুড়ে

কার্বনের আলিঙ্গনে শৈশব হারিয়ে ফেলে শিশুরা ,

তবুও মায়ের হাত ধরে কার্বনের ঘ্রাণ শুকতে শুকতে

প্রতিদিন আড়মোড়া চোখে স্কুলে হাজির হতে হয় খুব ।

সকালে একটু বেশি ঘুমাতে পাওয়ার বায়না খুব দারুণ লাগতো আমার

কিন্তু বয়সটা বাড়তে বাড়তে সে ঘুমটা উবে গেলো খুব ,

এখন শহরে নতুন করে জন্ম নেয়া মানুষগুলোর মাঝে

বেঁচে থাকতে ইচ্ছে করে খুব ।

আর তাই ঘুমটা হয়ে যায় নিরুদ্দেশ

প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জেগে থাকতে ইচ্ছে করে খুব ।

আর এই ভাবতে ভাবতে আকাশজুড়ে কালো মেঘ ছেয়ে যায়

আর খুব আপন করে নেয় একটা আত্না ।



শহরটা তখনো চলছিল আপন গতিতে

রাস্তায় জ্যাম-কার্বনের ধোঁয়া সব আগের মত বেঁচে ছিল ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫০

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: তবুও বেঁচে থাকায় আনন্দ আছে
যদিও ফুসফুসটা পুড়ে গিয়েছিল অনেক আগে
নিকোটিনের ভালোবাসায় ।

অভাগা হৃদয়ের জন্য এর চেয়ে ভাল আর কি প্রত্যাশিত জীবন হতে পারে ?

১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৭

রায়ান ঋদ্ধ বলেছেন: ভালো লাগলো অনেক।

"এখন শহরে নতুন করে জন্ম নেয়া মানুষগুলোর মাঝে
বেঁচে থাকতে ইচ্ছে করে খুব ।
আর তাই ঘুমটা হয়ে যায় নিরুদ্দেশ
প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জেগে থাকতে ইচ্ছে করে খুব।"


শুভেচ্ছা রইল। :)

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১০

আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা জানবেন।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬

মামুন রশিদ বলেছেন: নাগরিক বাস্তবতা ।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

৫| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: অনেক সুদর হয়েছে।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৬| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৪৫

পথিক নোমান বলেছেন: বাহ দারুন।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো কবিতায়!

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫০

অপ্রতীয়মান বলেছেন: সুউচ্চ অট্রালিকার ভিড়ে এখানে আকাশ দেখা যায়না
একটুকু অনুভূতির কার্পণ্য এখানে খুব,
তবুও বেঁচে থাকায় আনন্দ আছে....


অসাধারণ.....

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

৯| ২২ শে মে, ২০১৪ রাত ১:০০

আহসানের ব্লগ বলেছেন: তবুও বেঁচে থাকার আনন্দ আছে , ওয়াও :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.