নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

====== প্রথম কুয়াশা =======

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৫







বহুবার এ শীতের শহরে প্রথম কুয়াশা হয়েছে আমার

ম্লান বিকেলে শেষ রোদের আলো ছুঁয়েছে আমার শরীর ,

বিবর্ণ গাত্র ভেঙ্গে চুরে গেছে সময়ের ক্যানভাসে

তবু নিয়মের নিগড়ে আমার ঘর হয়েছে এ অশ্বথ বৃক্ষ লতা ।

শুন্যতা ছুঁয়ে গেছে শেষ বিকেলের পড়ন্ত রোদের মায়ায়

মেঘে ঢাকা তারার গল্প রয়েছে তাও বাকি ,

শিশির ছুঁয়ে গেছে , চুমায়ে গেছে আমায়

পথের ক্লান্তি ভুলে শুকনো পাতাদের সাথে নিশ্চুপে শব্দ করে ।

অনেক রাত কেটেছে গভীরে স্পর্শ করেছে নিগড় সময়

নক্ষত্র ধূলিকণা শিশির রোদ সব চেয়েছি আমি একসাথে,

চার দেয়ালের মাঝে বন্ধী সচ্ছলতার নেই যেখানে সন্ধি

সেখানে পোড়া বিকেলের রোদ মেখেছি আমার প্রতিটি লোমে ।

রক্তের পরম সাগররোল আঁকড়ে ধরেছে মায়া

নিপুণ আবহমান আক্রমণে আমি বারবার পরাজিত হয়েছি,

দূরত্বের অন্তঃস্থলে দু’মেরুর ঠিক মাঝামাঝিতে

আমি আপন হয়েছি খুব একান্তই আমার কাছে ।

গল্প ছিল বিস্তৃত , হৃদয় পোড়াবে আগে থেকে জানা ছিল

তবুও আমি আলোর ছক এঁকেছি নিশিত দিনের বিশ্বাসে ,

সেখানে একটুকু রোদের মায়া পাবো একটুকু গাছের ছায়া পাবো

আবার ঈশান-নৈঋত পরিধির মাঝে লুপ্ত হবো তাও বলা ছিল ।।

বহুবার এ শীতের শহরে প্রথম কুয়াশা হয়েছে আমার

ম্লান বিকেলে শেষ রোদের আলো ছুঁয়েছে আমার শরীর ,

সোনালি খড় হয়ে পুড়েছি খুব বিকেলের রোদে

একটু নির্জনে একটা গাঢ় ঘুমের স্বাদ নেয়ার অপেক্ষায় থেকেছি । ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

রোদেলা বলেছেন: পূর্ণতা পাক অপেক্ষা।

০২ রা জুন, ২০১৪ রাত ৮:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

সানড্যান্স বলেছেন: এক্সিলেন্ট ভাই!!

০২ রা জুন, ২০১৪ রাত ৮:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!!
২য় ভালোলাগা!!

+++

০২ রা জুন, ২০১৪ রাত ৮:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার +++

০২ রা জুন, ২০১৪ রাত ৮:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো-লাগা :)

০২ রা জুন, ২০১৪ রাত ৯:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:১৬

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটি......
অসম্ভব সুন্দর!

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: জীবনাননন্দ প্রভাবিত কিছুটা। ভালো লাগলো।

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন

৮| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩১

ওয়্যারউলফ বলেছেন: ধন্যবাদ ভাই।ভালো লিখেছেন।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । ভালো থাকবেন

৯| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪৪

পংবাড়ী বলেছেন: মোটামুটি

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪৪

পংবাড়ী বলেছেন: মোটামুটি

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১১| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:০৬

আরজু মুন জারিন বলেছেন: মেঘে ঢাকা তারার গল্প রয়েছে তাও বাকি ,
শিশির ছুঁয়ে গেছে , চুমায়ে গেছে আমায়
পথের ক্লান্তি ভুলে শুকনো পাতাদের সাথে নিশ্চুপে শব্দ করে ।
অনেক রাত কেটেছে গভীরে স্পর্শ করেছে নিগড় সময়

চমত্কার কুয়াশা ছবি সহ চমত্কার কুয়াশা কবিতা। অনেক ভাল লাগা জানিয়ে গেলাম ভাই। অনেক শুভেচ্ছা ও আপনার জন্য। ভালো থাকবেন কেমন।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.