নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

সেলুলয়েডের পাতায় লাইফ অফ পাই ..........

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২১





"লাইফ অফ পাই" বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত এক কিশোরের জীবনের গল্প । যেখানে একদিকে নিজের বেঁচে থাকার লড়াই গভীর সমুদ্রে, অন্যদিকে হিংস্রপ্রাণী বাঘ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এক প্রাণান্তকর চেষ্টা । এ যেন দুই বিপরীত মেরুতে অবস্থান করা দুই প্রাণী মানুষ এবং বাঘের বেঁচে থাকার এক ভ্রমণ গল্প ।



জীবন খুব অদ্ভুত । মানুষ যেখানে ভাবে তার জীবনের সমাপ্তি হয়ত এখানেই , ঠিক সেখানেই হয়ত নতুন করে শুরু হয় বেঁচে থাকার গল্প । পৃথিবীর নিয়মের এক অদ্ভুত কারণে মানুষ সবকিছু হারিয়েও বেঁচে থাকার সংগ্রামে নতুন করে লিপ্ত হয় । পাই এর পরিবার পশুর ব্যবসা করে । যেখানে মানুষ বেঁচে থাকার জন্যে কিংবা জীবিকার জন্যে বিভিন্ন পেশায় লিপ্ত । সেখানে জীবিকার জন্যে হিংস্রপ্রাণীদের সাথেই পাই এর পরিবারের বেঁচে থাকা এবং জীবন । সেলুলয়েডের পাতায় যেন এ অদ্ভুত মেলবন্ধন প্রাণীদের সাথে মানুষের আবার ঠিক তেমনি এক সাদৃশ্যময় পার্থক্য । আর তা হয়ত মানুষ বলেই সম্ভব হয়েছে ।



একটা সমুদ্রের ঝড় যেখানে লণ্ডভণ্ড করে দিয়েছে একটা পরিবারকে , যেখানে বিচ্ছিন্ন কিশোর পাই তার পরিবার থেকে । সেখানেই প্রিয়জনদের হারিয়ে সমুদ্রে নিজেকে বাঁচিয়ে রাখার এক প্রাণান্তকর চেষ্টা । জীবনের প্রতিটা ক্ষণ মৃত্যুর হাতছানি তবু বেঁচে থাকার এক আকুল চেষ্টা । জনমানবহীন সমুদ্রে তার চিৎকার পৌঁছায়না কোন মানুষের কাছে । কোথায় কেউ নেই একটা মানুষ কথা বলার । সেখানেই নৌকায় আশ্রয় নেয়া পাই এর জীবনটা আরও বিভীষিকাময় হয়ে উঠে যখন সেই নৌকাতেই আশ্রয় নেই হিংস্র বাঘ ।একদিকে হিংস্র বাঘ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা , অন্যদিকে সেই হিংস্রপ্রাণীকে বাঁচিয়ে রাখার এক প্রাণান্তকর চেষ্টা। এ যেন সেলুলয়েডের পাতায় এক অদ্ভুত মেলবন্ধন মানুষ এবং হিংস্রপ্রাণী বাঘের । একটা বাঘের সাথে কিভাবে খাদ্য ভাগাভাগি করে খাওয়া পাই এর সাথে চলতে থাকে ,আবার সেই বাঘের কাছ থেকেই নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা । একাধারে নিজের ভেতর মানবিকতা ও নিজের বেঁচে থাকার জন্যে এক সাহসী চেষ্টা ।



মানুষ ও হিংস্রপ্রাণীর বেঁচে থাকার চেষ্টার এ যেন এক বহিঃপ্রকাশ সেলুলয়েডের পাতায় । অসাধারণ স্ক্রিনপ্লে , অসাধারণ গল্পের উপস্থাপনার সাথে অভিনয়ের মেলবন্ধন । একদিকে স্বজন হারানোর কষ্ট অপরদিকে একজন কিশোরের বেঁচে থাকার লড়াই এবং মানবিকতা । ইয়াং মারটেলের গল্প অবলম্বনে ডেভিড মেগ এর স্ক্রিনপ্লেতে পরিচালক এংলি যেন বাস্তবতায় থেকেও মানবিকতার সংস্পর্শ দেয়ার চেষ্টায় ছিলেন লাইফ অফ পাই ছবিতে । অসাধারণ গ্রফিক্সের কাজ , সমুদের ওপর মাছেদের ঝড় যেন ১২৭ মিনিটের ছবিটিকে আরও প্রাণবন্ত ও ছবিকে যেন আরও বেশি অর্থবহ করে তুলেছে । যেখানে বিপর্যয়ের পর বিপর্যয় , সেখানেই মাছেদের ঝড় সে বিপর্যয়টা কিভাবে একটা কিশোর পাই কিংবা হিংস্র রয়েল বেঙ্গল টাইগারের জন্যে যে কি রকম আশীর্বাদ বহে এনেছে তার এক অসাধারণ শৈল্পিক ব্যবহার দেখিয়েছেন পরিচালক এংলি ।



অভিনয় দিয়ে যেন ছাপ রেখে গেছে কিশোর পাই দর্শকের চোখে মানবিকতা এবং বেঁচে থাকার থাকার সংগ্রামের । গল্পকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে যেন পাই এর অভিনয় । ছবির বিভিন্ন দৃশ্যায়নে অভিনয় করেছে সুরজ শর্মা , ইরফান খান , আদিল হোসেনসহ আরও অনেক । পোশাক থেকে শুরু মেকআপ , দৃশ্যায়ন , সংলাপ যেন একই সুতোয় বেঁধেছেন পরিচালক অ্যাং লি ।



এক একটি দৃশ্য যেন মানুষের মনে জাগিয়ে তুলবে কিছু প্রশ্ন । বেঁচে থাকা আসলে কাকে বলে ? মানবিকতা কিংবা পশুত্ব । এ এক অদ্ভুত , তবু যেন মানুষের ভেতর আরেকটা সুন্দর মনের মানুষকে জাগিয়ে তোলার এক প্রচেষ্টা ,আর তার যেন এক সার্থক প্রয়াস লাইফ অফ পাই । চোখ জুড়িয়ে যাবে, কিছু প্রশ্ন জাগবে মনেএবং জীবনের অর্থ কি তার জিজ্ঞাসা জাগবে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভ্রমণ বিষয়ক জীবনের গল্প লাইফ অফ পাই ছবির ফ্রেমের মাধ্যমে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

ব্লগ থেকে বেরুচ্ছি...
বুকমার্ক করে রাখলাম পরের লগইনে পড়বো ।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগে বিভাগ করে দেয়া হয়েছে । :)

২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সত্যি বলতে ভাল্লাগেনাই মুভিটা!
সেলুলয়েডে কি অন্য রকম লাগতে পারে??
লাগলে দেখবো নে ....

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

লাবনী আক্তার বলেছেন: অসাধারণ একটা মুভি! যে বাঘ থেকে পাই বেঁচে থাকার চেষ্টা করেছে আবার সেই বাঘের প্রতিও তার নিদারুন ভালোবাসা দেখে সত্যি ভাবায় এই মনকে। চোখে জল আসে বার বার।

যখন ঝড়ের কবলে পড়ে দুজনেই আহত হয় এবং বাঘটিকে দেখা যায় একদম মৃত প্রায়। আর তখন পাই তার কোলে বাঘটির মাথা রেখে কাঁদতে থাকে, উফ এই দৃশ্যটা দেখে কাদবেনা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

মন ছুয়ে যাওয়া একটা মুভি। আপনার বর্ননায় ভালোলাগা রইল।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


মুভিটা দেখেছি, আপনার বর্ণনা ভাল লাগছে। +++

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৫| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

মামুন রশিদ বলেছেন: অনেকবার দেখেছি । দারুণ মুভি ।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬

একে৪৭ বলেছেন: লাস্ট এ সফট টুইস্টটা অারও চমৎকার ছিল! যখন বুঝতে পারলাম যে নৌকাতে কোন বাঘ'ই ছিল না!!!

চমৎকার মুভি.......

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৭| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬

সোহানী বলেছেন: হাঁ অবশ্যই অসাধারন ছবি............ ভালো লেগেছিল নি:সন্দেহে.....

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৮| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

ডি মুন বলেছেন: দারুণ মুভি। সবকিছুই আছে এতে, ধর্মভাবনা, দর্শন, জীবন-যাপন, প্রেম, বিচ্ছেদ, শিক্ষা।

ইয়ান মার্টেল- এর এই বইটার বাংলা অনুবাদ পড়েছিলাম বছর ছয় সাত আগে। অদ্ভুত ভালো লেগেছিলো। আর মুভিটাও অসাধারণ হয়েছে। বহুবার দেখেছি।

" Even when God seemed to have abandoned me, He was watching... Even when he seemed indifferent to my suffering... He was watching... And when I was beyond all hope of saving, He gave me rest...then gave me asign to continue my journey "

পোস্টে ভালোলাগা রইলো।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৯| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

শ্লোগান০০৭ বলেছেন: পাই মুভিটা দেখেছি কয়েকবার............. সত্যি অভাবনিয়

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

১০| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কয়েকবার দেখেছি।

ভাল লেগেছে মুভিটা।


ভালো লাগা রইলো।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

১১| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

বোকামানুষ বলেছেন: দেখা হয় নাই :(

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখে ফেলুন

১২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার রিভিউ। এটা থ্রিডিতে দেখসিলাম। সেই অভিজ্ঞতা!

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

১৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার বর্ণনা পড়ে ছবিটি দেখতে ইচ্ছে করছে --- ধন্যবাদ শেয়ার করার জন্য

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখে ফেলুন

১৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর রিভিউ।

অনেক সুন্দর মুভি আমি দেখেছি।

০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

১৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মুভিটা ভাল লাগেনি।

০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫২

সানড্যান্স বলেছেন: সেইইইইই মুভি!!!

০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

১৭| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮

বৃতি বলেছেন: রিভিউ চমৎকার হয়েছে। ম্যুভিটাও পছন্দের :)

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.