নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

===== মনতরঙ্গ ফড়িং ======

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮



জলের আস্তরণ বন্ধু মনের ভেতরে

তোর জন্যে কাটছে প্রহর বিকেল আলোতে ,

গভীরে এক মনের শব্দ আওয়াজ করে উঠে

খুঁজতে গিয়ে তোর ছবি মনে ভেসে উঠে ।

দ্বিপ্রহর নাকি এক প্রহর খুঁজছে কেউ বসে

হাওয়ায় উড়ছে রঙিন ঘুড়ি কারো মনের খোঁজে ,

আমি উড়ছি , ঘুরছি ঘোরে স্বপ্ন জালের মোহে

জলের ওপর তোর ছায়া দেখি ভাসে স্রোতে ।

জলতরঙ্গ মনতরঙ্গ মনফড়িংয়ের গল্প

স্রোতের তোড়ে ভাসছে হৃদয় নিয়ে জলের স্পর্শ,

রোদের তাপে পুড়ছে হৃদয় গাঢ় রক্তক্ষরণ

তবু মনের ভেতর তোর ছবি ভাসে সারাক্ষণ ।

হৃদয় কপাট খুলতে গিয়ে দেখি কেউ আছে ধরে

বুকের ভেতর কেঁপে উঠে তোরই ছোঁয়া পেয়ে ,

বৃষ্টি ঝরে গাঢ় বৃষ্টি বুকের ভেতর ধরে

তোরই কথা বাজছে ভেতর, মনের গহীন কোণে ।

মনফড়িংয়ের গল্প উড়ছে, উড়ছি আমি সাথে

বুকের ভেতর গাঢ় একটা মনের দাগ পড়ে ,

বইছি আমি বুকের ভেতর গাঢ় একটা সুখ

সেই সুখে তোর ছায়া পড়ছে সারাক্ষণ ।

হৃদয় ভাসছে আলো জলের গভীর এক মোহে

আমি খুঁজি জলের স্পর্শ তোরই হাত ধরে ,

উড়ছি আমি , ঘুরছি আমি তোর চারিপাশে

তোরই ছবি ভাসছে ভেতর, মনের গহীন কোণে ।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

সািহদা বলেছেন: ""হৃদয় কপাট খুলতে গিয়ে দেখি কেউ আছে ধরে
বুকের ভেতর কেঁপে উঠে তোরই ছোঁয়া পেয়ে ,
বৃষ্টি ঝরে গাঢ় বৃষ্টি বুকের ভেতর ধরে
তোরই কথা বাজছে ভেতর, মনের গহীন কোণে """



অনেক ভালো লাগলো । মনের ভিতরটা নাড়া দিয়ে ওঠলো ।

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

২| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৫

শরৎ চৌধুরী বলেছেন: বাহ বেশ।

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাইয়া , গানের জন্যে লেখা

৩| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি সুন্দর হয়েছে কবি।
শুভকামনা

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৪| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪২

আমি দিহান বলেছেন: কবি অনেক ভালো হয়েছে। গানের জন্য লেখা বললেন, কে গাইবে এই গান?

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জানিনা , আমি ওইভাবে লিখছি । দেখা যাক । শুভেচ্ছা আপনাকে

৫| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: দারুন।।
শুভ কামনা ও ভালো লাগা রেখে গেলাম।।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৬| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো। +

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৭| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: উড়ছি আমি , ঘুরছি আমি তোর চারিপাশে
তোরই ছবি ভাসছে ভেতর, মনের গহীন কোণে ।

সুন্দর+

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৮| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০০

(একজন নিশাদ) বলেছেন: ++++++++

২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৯| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতায়+++++

২০ শে জুন, ২০১৪ রাত ৮:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.