নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

==== অপেক্ষার শহরে ====

২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:১৯





আবার অপেক্ষা ,

শহরের রাস্তায় হারিয়ে গেছে সময় ,

পোড়া ডিজেলের গন্ধে পরিচিত হাওয়া

এখন নিকষ কালো ।

রাস্তার পাশে সাদা কাঁচের দেয়ালে

বন্দী রেস্তোরা,

উড়ছেনা এখন জলীয়বাষ্পের

সাদা সাদা ধোঁয়া।

স্থির চোখে দূরে শুধু তাকিয়ে থাকা

দেখি আবছা আলোয় ঝাপসা হচ্ছে

কাছের মানুষ ।

কত দৌড়ে ছোটা সময়ের হাতঘড়ি ধরে

জীবনের রেসে প্রথম হতে ,

তবু দিন শেষে আমরা সবাই

অনেক একা ।

রাস্তায় ব্যস্ত ট্রাফিক সবই চেনা ,

ভিড়ের ভেতর তবু ভেতরটা

অনেক ফাঁকা ।

ব্যস্ত প্ল্যাটফরমে গতির ছুটে চলা

নষ্ট শ্বাস থেমে কাঁদে স্মৃতির পাতায়,

ছুঁয়ে যায় কত রঙা আলো জীবনের পথে

তবু নিঃশ্বাস নেবো আমি কোন চেনা পথের ।

হাতড়ে খুঁজি একটা

পরিচিত আপন মুখের,

কোথাও কি মিলবে

এমন একটা মুখের ।

মৃত বীজ পড়ে রয় ডাস্টবিনের

খোলা ঢাকনায়,

উজ্জ্বল আলোর ভিড়ে

গভীর অন্ধকার ।

শেষ ডায়েরীর পাতায় পড়েনা

কালির আঁচড়,

নিষ্পলক চেয়ে রয় পাতা

অপেক্ষায় লেখক ।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: লেখকের অপেক্ষার অবসান হোক ।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বরাবরের মতই সুন্দর হয়েছে

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

৪| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা :)

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫

আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগল হাসান ভাইয়া ।
নিকষ বানান টায় ও কার হবেনা বোধ হয় ।
ভাল থাকবেন । :)

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ঠিক করেছি । শুভেচ্ছা , ভালো থাকবেন

৬| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: ভালো। তবে আপনি বন্দী বানান বারবার বন্ধী লেখেন কেন?

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অভ্রতে এই সমস্যা কেন জানি বারবার করি আমি :( । শুভেচ্ছা , ভালো থাকবেন

৭| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪২

লিরিকস বলেছেন: +

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

৮| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০০

আমি স্বর্নলতা বলেছেন: স্থির চোখে দূরে শুধু তাকিয়ে থাকা
দেখি আবছা আলোয় ঝাপসা হচ্ছে
কাছের মানুষ ।
কত দৌড়ে ছোটা সময়ের হাতঘড়ি ধরে
জীবনের রেসে প্রথম হতে ,
তবু দিন শেষে আমরা সবাই
অনেক একা ।
রাস্তায় ব্যস্ত ট্রাফিক সবই চেনা ,
ভিড়ের ভেতর তবু ভেতরটা
অনেক ফাঁকা ।



কবিতা ভালো হয়েছে । তবে এই লাইনগুলো খুব ভালো লেগেছে।

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

৯| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১

শুঁটকি মাছ বলেছেন: কত দৌড়ে ছোটা সময়ের হাতঘড়ি ধরে
জীবনের রেসে প্রথম হতে ,
তবু দিন শেষে আমরা সবাই
অনেক একা ।



সুন্দর!!!!

২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

১০| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মিঠু জাকীর বলেছেন: ভাবনা টা ভাল । শব্দের গাথুনিতে , মূলত সর্বনাম আর ক্রিয়ায় কেমন যেন জতিলতা পাকিয়ে গেছে তাই না ? কখনও বলেছেন, তাকিয়ে থাকা, চেয়ে রয় পাতা
অপেক্ষায় লেখক , আবার কখনও বলেছেন, দেখি ,তবু নিঃশ্বাস নেবো আমি, হাতড়ে খুঁজি

১১| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

মিঠু জাকীর বলেছেন: ভাবনা টা ভাল । শব্দের গাথুনিতে , মূলত সর্বনাম আর ক্রিয়ায় কেমন যেন জতিলতা পাকিয়ে গেছে তাই না ? কখনও বলেছেন, তাকিয়ে থাকা, চেয়ে রয় পাতা
অপেক্ষায় লেখক , আবার কখনও বলেছেন, দেখি ,তবু নিঃশ্বাস নেবো আমি, হাতড়ে খুঁজি

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

১২| ২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৫৪

আমি গাঙচিল বলেছেন: ভালও লাগা জানিয়ে গেলুম

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

১৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় একরাশ ভালোলাগা রইলো+

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন

১৪| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৩

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: অপেক্ষারযে কি যন্ত্রনা
সময় দীর্ঘায়নের প্রত্যয়রা বুঝেনা
পরিচিত হাওয়া নয় শুধু
সমস্ত প্রতিবেশই একটানা
উৎপাদন করে কার্বন আর শিসা
আলো, বাষ্প, মানুষ
সবই তাই কালো আর ঝাপসা।
জীবনের হাত ধরে ছুটে চলা
স্মৃতির পাতায় শ্বাস ধরে রাখা
এসবই কেবলই সান্তনা।

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জি , শুভেচ্ছা , ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.