নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

============তোমার উপস্থিতি ও কিছু কথা =============

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭











তোমার চোখ অনেক কথা বলে ,

তোমার উপস্থিতি নিউরনের স্থির হওয়া কোষগুলোকে

আরেকবার স্থিরতা ভাঙতে বলে ।

তোমার স্পর্শ নিয়ে সব গল্প বৃষ্টি হতে চায় ,

তোমার চোখের উজ্জ্বলতার কাছে থমকে যেতে চায়

বাঁধের দানবতা ।

তোমার চুলে মায়াবী হাওয়ার স্পর্শ খেলে

শুকনো মুরুভূমিতে শিশিরের উপস্থিতি খোঁজে ।

তাই আমি হয়ত বলতে পারিনা তোমাকে ,

হয়ত আবেগটা তোমাকে বোঝাতে পারিনা ।

কিন্তু আমি প্রতিজ্ঞা করতে পারি

তোমাকে ভালোবাসার ।

এমনকি চোখে চোখ রেখে

শেষ নিঃশ্বাসের স্পর্শ নিতে পারি ।

ভালোবাসার সত্যতায় মুগ্ধ করতে পারি

তোমার মন ।

তুমি দেখতে পারবে আমার অনুভূতিগুলোর অনুপস্থিতি

তোমাকে ভীষণ নাড়া দিবে ।

অনেকটা স্তব্ধ হয়ে থাকবে তুমি

আমার চোখের লাল দেখে ।

হয়ত নিঃশব্দতার শৃংখল ভেঙ্গে যাবে

প্রকৃতির শুন্যতায় ,

হয়ত আমার উপস্থিতির গল্প তোমার কাছে

অনেক ছোট মনে হবে ,

সব নিঃস্তব্ধতা হয়ত অনেক কথা বলবে সময়ের ।

তপ্ত বিকেলের রোদ পুড়াতে পারেনি যে মানুষটাকে

সেই তুমিই অনেক পুড়তে থাকবে

আগুনের সংস্পর্শ ছাড়া ।

হয়ত তোমার চোখে সে সময় আমি

অনেক বেশি নির্বোধ কিংবা অপরাধী ।

আমি না থাকলে হয়ত তুমি অন্য কাউকে ভালোবাসতে ,

হয়ত নতুন কিছু হতো ।

কিন্তু আমি তোমার সবকিছু পাল্টে দিলাম

তোমার অনুভূতির দেয়ালে একটা বৃত্ত আঁকলাম ,

যেখানে তুমি অনেকটা ঘোরেই নিজেকে

আবদ্ধ করে রাখলে ।

তার জন্যে আমাকে তুমি

অপরাধী বলতে পারো ।

তুমি ভুল নও আমার কাছে ,

তোমার গন্তব্য আমার জীবনে আমাকে বদলে দিয়েছে অনেক ।

এর আগে আমি বুঝতে চাইনি ভালোবাসা ,

তোমার উপস্থিতি আমাকে বুঝিয়েছে ভালোবাসার সর্বাঙ্গ ।

এর থেকে আমার বেশি বেঁচে থেকে

পাওয়ার আর কিছু কি আছে ?



তুমি হঠাৎ বৃষ্টির মত এসেছ ,

আমাকে দুমড়ে মুচড়ে ভালোবাসার অনুভব দিয়ে

একটা অর্থময় সময়ের জীবন দিলে ।

আর তাই আমি নির্বোধ -অপরাধী,

আমার জন্যে তোমার মনে ভালোবাসা সৃষ্টি করেছি ।

তা না হলে তোমার ভালোবাসাটা

অন্যরকম হতে পারতো ।

তোমার মুখে হয়ত কালো মেঘের রেখা থাকতোনা ,

অনেক কষ্ট পেয়ে বলতে না

ভালবাসিনা তোমাকে ।



তাই প্রতিজ্ঞা করছি তোমার কাছে ,

শেষ সময়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালবাসবো ।

তুমি আমাকে ভালবেসেছো

সে অপরাধ ঘোচাতে ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৮

দীপংকর চন্দ বলেছেন: সব নিঃস্তব্ধতা হয়ত অনেক কথা বলবে সময়ের

ভালো লাগা রইলো ভাই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে ভালবাসার অভিলাস...+++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +++++++

ভালো থাকবেন সবসময় :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোবাসার কবিতায় ভালোলাগা+

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর আর সাবলীল --- ভাললাগা জানিয়ে গেলাম কবিতার প্রতিটি লাইনে

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

মামুন রশিদ বলেছেন: সব নিঃস্তব্ধতা হয়ত অনেক কথা বলবে সময়ের ।

সুন্দর..

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর কবিতা নাজমুল ভাই। +++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: শেষটুকু বেশী ভাল লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ! সুন্দর লিখা :)

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.