নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

============= মায়াবী জোছনালোক =============

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০





অপরিচিত কোন জোছনারাতে জোছনালোক হয়ে
মায়াবী সংগীতে চলতে থাকবে মগ্ন আঁকিয়ের হাত,
আর আমি নিশ্চুপ হেঁটে যাবো নৈশব্দে অন্ধকার ভিড় ঠেলে
আরও একটু গভীরে অন্ধকারের কাছে ।

ফুলেল নকশায় আঁকিয়ে পথে দাগ
বাতাসে যে বিষাদ মুছে যায় হাসনাহেনার ঘ্রাণে ,
আমি সেখানে তোমাকে ভেবে আরেকটু পথ এগোবো
তোমার অপার মুগ্ধতায় মুগ্ধ হয়ে ।

পৃথিবীর অস্তমিত সূর্যের মাঝে তোমায় দেখতে চাইনা বলে
জোছনালোকের জোছনাভেজা রাতে আরেকটি রাত কাটাই ,
জানি ,পৃথিবীর কিছু সত্য মাঝে মাঝে মিথ্যে হয়ে যায়
তবু আমি অন্ধকার মুঠোয় বন্ধী করে তোমাকেই খুঁজি।

রাতজুড়ে ভেসে আসা মায়াবী সুরের আচ্ছন্নে
নীলাভ জলে জমে থাকা সব কষ্ট
মিলিয়ে দেবো গাঢ় নীলের আচ্ছাদন অন্ধকারে
তোমাকে ভেবে গভীরে নদীর জলে ।

নিশ্চুপ নিয়ন আলোয় জেগে আছে যে রাতের পাখি
যেখানে মৃদু একটা বায়ুপথ খেলে যায় নৈশব্দে
সেখানে আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাবো আমি
তোমাকে ভেবে
নিশ্চুপ কোন জোছনালোকের রাত্রির সারথি হয়ে ।

অন্ধকারে তারার ছায়া রেখা ধরে
খসে পড়বে কোন অপরিচিত তারা ,
আর অগণিত শুন্যতার মাঝে
আমার নীলাভ জলছায়ায় শব্দতরী দ্রবীভূত হয়ে যাবে ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । বেশ লাগলো । +++

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২

রাশেদ আহমেদ শাওন বলেছেন: সুন্দর

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাহ্! সুন্দর কবিতা......... :)

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

সুমন কর বলেছেন: ভাল লাগল।


অাপনি অন্যদের ব্লগে কম যান, তাই অনেকেই জানে না অাপনি ভাল লেখেন।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই । যাওয়া হয় ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা ভ্রাতা । ৩য় ভালোলাগা +

শুভেচ্ছা নিবেন :)

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

তুষার কাব্য বলেছেন: দারুন লিখেন আপনি...এটাও ভালো লাগলো...

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন

৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮

জুন বলেছেন: আমার আজ খুব ভোরে ঘুম ভেঙ্গে যায়। পশ্চিমের জানালায় তাকিয়ে দেখি ভরা পুর্নিমার অবিশ্বাস্য এক চাঁদ তার আলোয় সৃষ্টি করেছে মায়াবী জোছনালোক ঠিক আপনার কবিতাটির মতই।
+

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভালো থাকবেন

৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার পড়তে। চিত্রকল্পগুলো সুন্দর লাগছে পড়তে। অনেক ধন্যবাদ কবি।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভালো থাকবেন

৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

বৃতি বলেছেন: ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভালো থাকবেন

১০| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

অতঃপর জাহিদ বলেছেন: ভালো লিখেছেন, নিয়মিত লিখবেন আশা করি।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.