নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

=============== রক্তজবা ==============

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮













শুধু এক মুঠো জোছনা তারো এখন বিশাল দাম

ধোঁয়া আচ্ছন্ন শহর কৃত্রিম মেঘে আড়াল ,

তবু চোখ বুঝলে উদ্ভুতভাবে ঝরণার শব্দ শুনি

বৃষ্টির ঝিরিঝিরি আওয়াজ আসে রাতে ।

এখনো পূর্বজন্মের সাক্ষী রুপালি চাঁদ

এখনো বুকের বাতাসে বেসুমার দ্বন্দ্ব রক্তজবার গল্প,

তবু লোহিত রক্তে হাঁসফাঁস শহরের মানচিত্র

ফুসফুসে ধোঁয়া তুলেছে কার্বনের শিটশিটে ঘর ।

এখনো অন্তনীল শরত দোল খায় জীবন মঞ্চে

মনুষ্য চোখের দেয়ালে গড়ায় আভার জলধারা ,

তবু উস্কোকুস্কো হই প্রতিরাতে

চূর্ণবিচূর্ণ করি বুকের শব্দ ।

ধ্বংসযজ্ঞের মত দেখতে পাই শুধু একদলা বিশুদ্ধ অন্ধকার

পৃথিবীর ডানায় আমার বসবাস ,

তারপর গাঢ় নিরবতা

রক্তের দাগে ছোপছোপে রক্তজবা ।

খুন হওয়া প্রতি মুহূর্তের ঘূর্ণিবাতাসে

বিচ্ছুরিত আলোর সপ্তর্ষি তারা

তোমার ঘরের মিহিন কাচ গলে আসে

জমাট আতাতায়ী স্মৃতির গল্প হতে ।

বাতাসের স্পর্শ সমুদ্র আস্ফালন স্বর

বুকের ভেতর আগুন ছাইয়ের স্ফুলিঙ্গ

সেখানে আমার বুক কোন কথা খুঁজে

রক্তের শেষ পরশে বেড়ে ওঠে রক্তজবা ।

আমি এখনো প্রশস্ত বুকে অপেক্ষায় থাকি

সেই সুবিশাল শহরের

যেখানে তোমার হাত আমার হাতের ওপর রেখে চলবে

একটা সরল কোমল পথ।

ঘামে ভেজা শিকারি শব্দরা জেগে উঠবে

তোমার কথার সাথে করবে স্পর্শ

একটা সুক্ষ ভালোবাসা

খুঁজে নেবে একটা রক্তজবা ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার
পৃথিবীর ডানায় আমার বসবাস ,
তারপর গাঢ় নিরবতা
রক্তের দাগে ছোপছোপে রক্তজবা ।

সুন্দর কবিতা
ভাললাগা +

১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর ভাবনার প্রকাশ ।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

লেখোয়াড় বলেছেন:
কবিতার শুরুটা খুব সুন্দর হয়েছে। মাঝে ও শেষের দিকে ওরকম আভিজাত্য অক্ষুণ্ন থাকলে অন্যমাত্রা পেত।

তবুও ভাল লেগেছে পড়তে।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বেশকিছু ঠিক করছি , পরামর্শের জন্যে ধন্যবাদ ভাই । :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধ করা কবিতা । +++

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

সপ্নডানা বলেছেন: : ধন্যবাদ,
ভাল লাগলো।

http://tech-tips99.blogspot.com

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: কবিতার শুরুটা খুব ভাল লেগেছে। ৩য় ভাললাগা।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

৭| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

মোহাম্মদ মুন্না বলেছেন: awesome righr

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

৮| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
এখনো বুকের বাতাসে বেসুমার দ্বন্দ্ব রক্তজবার গল্প,
তবু লোহিত রক্তে হাঁসফাঁস শহরের মানচিত্র
ফুসফুসে ধোঁয়া তুলেছে কার্বনের শিটশিটে ঘর ।
-- ভাল লাগলো ৷

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা +

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন , শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.