নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

=========== অনুভূতির ব্যবচ্ছেদ ===============

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪







তোমার নিঃশ্বাসে ছিল ধুমায়িত আবেগ

কেউ একজন ছিল দগ্ধ তাতে ,

শিশির জমেছিল এপিটাফে

ভোরের কুয়াশা আলিঙ্গন করা নিরন্তর ভালোবাসা নিতে ।

বিষাদ ছুয়েছিল খুব

কাঙ্ক্ষিত প্রেমের কোন পরিণতি হতে পারেনি ,

শুধু মাঝপথে একটা কঠিন রেখা

অধর শুকিয়ে গেছে তাতে ।

শরীরের ছেড়া রংয়ে নীল ডুবিয়ে রেখেছিলাম

ব্যবচ্ছেদ করছি অনুভূতির মানচিত্র ,

একটা আঁধার খেলা স্পর্শের মিশেল

তাতে অন্তহীন ধূসর শূন্যতা ।

বেওয়ারিশ হয়েছিলাম শুধু একটা স্পর্শের নিমিত্তে

তাতে নীল কাঁটা ছিল ,

প্রিয়ার অধর

স্পর্শের বাইরে থেকে গেলো ।

বিবর্ণ হয়েছিল রাত

মন বসেনি শহরের উজ্জ্বল আলোর ভিড়েও ,

রাস্তার বাস- গাড়ির প্রচণ্ড জ্যামেও

তোমাকে চাচ্ছিলাম তখন আমার পাশে খুব ।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

বর্ণিল হেয়ালী বলেছেন: বেওয়ারিশ হয়ে ছিলাম শুধু একটা স্পর্শের নিমিত্তে :(

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: বেওয়ারিশ হয়েছিলাম শুধু একটা স্পর্শের নিমিত্তে
তাতে নীল কাঁটা ছিল ,
প্রিয়ার অধর
স্পর্শের বাইরে থেকে গেলো ।


দারুণ :)

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ডি মুন বলেছেন:
বাহ, সুন্দর কবিতা।

আচ্ছা, শিশির জমেছিল 'এপিটাপে' ---- এটা সম্ভবত 'এপিটাফ' হবে। একটু দেখে নেবেন প্লিজ।


কবিতায় দ্বিতীয় ভালোলাগা++++++

শুভেচ্ছা রইলো।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: শরীরের ছেড়া রংয়ে নীল ডুবিয়ে রেখেছিলাম
ব্যবচ্ছেদ করছি অনুভূতির মানচিত্র ,
একটা আঁধার খেলা স্পর্শের মিশেল
তাতে অন্তহীন ধূসর শূন্যতা ।
[/si

ভালোলাগা ছুঁয়ে গেলো ....

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪০

সকাল হাসান বলেছেন: চমৎকৃত হলাম পড়ে!

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫০

শাহরীয়ার সুজন বলেছেন: অসাধারণ...

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২২

মুহিব জিহাদ বলেছেন: শরীরের ছেড়া রংয়ে নীল ডুবিয়ে রেখেছিলাম
ব্যবচ্ছেদ করছি অনুভূতির মানচিত্র ,
একটা আঁধার খেলা স্পর্শের মিশেল
তাতে অন্তহীন ধূসর শূন্যতা ।
যতবার পড়েছি ততবার ই মনে হলো আর একবার পড়ি। সত্যি অসাধারন ++++ :)

১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪১

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ ভাই।

ভালো লাগা জানবেন। অনেক।

তোমার নিঃশ্বাসে ছিল ধুমায়িত আবেগ
কেউ একজন ছিল দগ্ধ তাতে ,
শিশির জমেছিল এপিটাফে
ভোরের কুয়াশা আলিঙ্গন করা নিরন্তর ভালোবাসা নিতে ।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮

আরজু মুন জারিন বলেছেন: তোমার নিঃশ্বাসে ছিল ধুমায়িত আবেগ
কেউ একজন ছিল দগ্ধ তাতে ,
শিশির জমেছিল এপিটাফে
ভোরের কুয়াশা আলিঙ্গন করা নিরন্তর ভালোবাসা নিতে ।

অসাধারন ++কবিতার আবেগ মন ছুয়ে গেল।

ভাল থাকবেন কবি।শুভেচ্ছা অনেক অনেক।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১০| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ++++

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

রোদেলা বলেছেন: কাঙ্ক্ষিত প্রেমের কোন পরিণতি হতে পারেনি ,
শুধু মাঝপথে একটা কঠিন রেখা
অধর শুকিয়ে গেছে তাতে ।
---------------------------
অনেক ভালো লাগলো কথাটা।

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অদৃশ্য বলেছেন:





খুব ভালোলাগা রইলো নাজমুল ভাই...

শুভকামনা...

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। +

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাল লাগল।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.