নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান কিম কি দুক চলচ্চিত্র 3- Iron

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫





3-Iron চলচ্চিত্রটি তিনজন মানুষের তিনটি অবয়বের একটি পরিস্ফুটিত চলচ্চিত্রের প্রকাশ । ২০০৪ সালে মুক্তি পেয়ে থাকে ৮৮ মিনিটের জীবনমুখী এ চলচ্চিত্র । তিনজন মানুষ , তিনটি গল্প কিন্তু একটি বৃত্তেই আবদ্ধ । আমার সাপেক্ষে একজন মানুষের জীবন যেমন একরকম , ঠিক আরেকজন মানুষের সাপেক্ষে আমার জীবন আবার অন্যরকম । আপনার কাছে হয়ত আমার জীবনটা অনেক কম ঝামেলাপূর্ণ । কিন্তু না , ঝামেলাটা বেশিও হতে পারে আমার। যা আপনি খালি চোখে দেখতে পারছেন না । কারণ আমি হাসছি আপনার সামনে , আমি কাঁদছিনা । চারপাশের জগতটা কি আর চাইলেই দেখা যায় ।গভীর থেকে গভীরে ভেতরে মানুষের আরেক ধরণের চোখ থাকে , যাকে আমরা মনের চোখ বলি ।



কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক তার চলচ্চিত্রে জীবন ঘনিষ্ঠতা অনেক বেশি দেখান । মানুষের আবেগ নিয়ে চলচ্চিত্রে খেলা করা এই পরিচালকের এক অনন্য বৈশিষ্ট্য । জীবনটার ভেতরে আরেকটা জীবন থাকতে পারে , সে জীবন হয়ত আনমনে একবার নিজের কষ্টগুলোর উপলব্দিতা ভাবতে শেখায় তাই উপজীব্য হয়ে ওঠে এ নির্মাতার ছবির গল্পে ।



জীবনের আলোক রং সবসময় উজ্জ্বল হয়না । একেকজন মানুষের একেকটা গল্প থাকে । যে গল্পের নায়ক কিংবা নায়িকা সেই ব্যক্তি । যাকে নিজের জীবনের সরল বক্র মুহূর্তগুলো পার করতে হয় । যেখানে জীবনের অভিশপ্ত মুহূর্তগুলো থেকে মানুষ বের হয়ে আসতে চায় । জীবনটাকে সুন্দর করে গোছাতে চায় । পারুক কিংবা না হোক , একবার চেষ্টা করে অনেকেই জীবনটাকে অন্যরকম করতে । সেই জীবনটাতে কিছুক্ষণের ভালোলাগার মুহূর্ত কিছুক্ষণ আন্দোলিত করে , আবার মাঝে মাঝে সেই জীবন কাউকে কাংখিত কোন রুপ দিতে পারেনা ।



গল্পটা যখন মানুষের , তখন সেই গল্প মানুষকে ছুঁয়ে দিবে । ঠিক এরকম একটা মনোভাব যেন নির্মাতা কিম কি দ্যুক মনে করেন । আলো ছায়ার খেলা আছে যেমন ছবিতে , ঠিক তেমনি বিষাদ-ভালোবাসার স্পর্শময় ছোঁয়া আছে । কিছু ভালোবাসা কিছুটা অন্যরকমভাবে ঘুরে , যাকে অনেক আপন মনে হয় কিন্তু কখনো কখনো হয়ত নিজের জীবনের সাথে সম্পূর্ণ সংশ্লিষ্ট করা যায় না । তিনজন মানুষ , কিন্তু একজন নির্যাতিত , একজন ভবঘুরে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকে আর আরেকজন সমাজের অবস্থাসম্পূর্ণ ব্যক্তি ।



শহরের রাস্তাগুলোর চমৎকার ব্যবহার , ছবির ফ্রেমে ফুটে আসা মুহূর্তগুলো অনেক বেশি ছবির সাথে ধরে রাখবে । ক্যামেরার মুহূর্তগুলো অনেক বেশি জীবন সংশ্লিষ্ট মনে হয়ে উঠে । সময়টাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সুন্দর চেষ্টাগুলো মানুষ কিভাবে করে তা চমৎকার ফুটে উঠে । শহরের বুকে বেঁচে থাকা মানুষগুলোর খণ্ড এক রেখাচিত্র ফুটে ওঠে ।



তিনজন মানুষ একটি চলচ্চিত্র কিন্তু ভিন্ন তাদের গল্প কিন্তু একইসাথে গল্পগুলোর এক অসাধারণ মেলবন্ধনের সমষ্টি । যে চলচ্চিত্র শহরের মানুষগুলোর পাওয়া না পাওয়ার গল্প ।



ডাউনলোড লিংক Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: You Tube এ দেখছি ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একটু অন্যরকম মুভি

২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আবু শাকিল বলেছেন: সুন্দর রিভিউ।
মুভিটা দেখতে হবে :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখতে পারেন মুভিটা

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক আগে ডাউনলোড করে ফেলে রেখেছিলাম। এখন আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে আজকেই দেখে ফেলা দরকার। আপনি চমৎকার রিভিউ লিখতে পারেন। এটাও খুব ভাল হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একটু আধটু লেখার চেষ্টা করি চলচ্চিত্র নিয়ে

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন:

অনেক সুন্দর হয়েছে রিভিউটা। সিনেমা দেখে নেবো।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

ডি মুন বলেছেন: গল্পটা যখন মানুষের , তখন সেই গল্প মানুষকে ছুঁয়ে দিবে । ঠিক এরকম একটা মনোভাব যেন নির্মাতা কিম কি দ্যুক মনে করেন ।

এই নির্মাতার ছবির সাথে পরিচয় নেই। আপনার মাধ্যমে পরিচিত হলাম।

ছবিটা দেখতে হবে সময় করে।
অসংখ্য ধন্যবাদ
++++++

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই । :)

৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

আলম দীপ্র বলেছেন: আমার বেশি দেখা হয়ে উঠে না । রিভিউ ভালো হয়েছে ।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই ।

৭| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

যুলকারনাইন বলেছেন: সিনেমা নিয়ে লিখছেন ভাল লাগলো। পাশে আছি চালিয়ে যান।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: আমার কাছে আছে এটা। নামটা শুনে মনে হয়েছিলো কী সব লোহা লক্করের ছবি হাহা!

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.