নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ড্রিম সিনড্রম

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১









আপনি ঠিক সাত সেকেন্ড সময় নিলেন , দরজা থেকে চেয়ারে এসে বসতে । আপনি খুব সময়নিষ্ঠ এবং ধীরস্থির মানুষ । এই কথাটা আপনাকে কতজন বলেছে আপনি জানেন ?



-জী না । আপনার কথাটা ঠিক ধরতে পারলাম না । এটা মনে রাখা কি খুব দরকার ডাক্তার সাহেব ?



মানুষের ব্রেন সেলে প্রশ্ন সৃষ্টি হয় , আপনিও তার ব্যতিক্রম নয় । কিন্তু আপনি আমার মতে চতুর্থ স্তরে আছেন চিন্তার এই মুহূর্তে ।



ভাবছেন আমি কিসের কথা বলছি ?



আপনার চোখ ,কান , মুখ এবং আপনার হাত একসাথে কাজ করছে । আপনি মনের অজান্তেই আপনার হাত মোচড়াচ্ছেন । এখন ভাবছেন ওটা আপনার বদঅভ্যাস । না , এটা আপনার স্বাভাবিকতা ।

আপনার এই কার্যক্রমগুলো স্বাভাবিক কার্যক্রমের অংশ । আপনি মানসিকভাবে খুব চাপে আছেন ।

ব্রেনকোমো নিতে চাচ্ছেন কিন্তু সেটা কি জানেন না ।



- এ ধরণের কোন শব্দের সাথে আমি পরিচিত নই ।



দেখুন মিস্টার রবিন , বিজ্ঞানের নতুন একটি অংশ এটি । আপনি এই অবস্থা গ্রহণ ইচ্ছুক নাকি সেটা আপনার ওপর নির্ভর করছে । আমি বলছিনা আপনাকে নিতেই হবে । কিন্তু আমি নিশ্চিত বলতে পারি আপনার কিছু ভালো মুহূর্তের দরকার ।



-কতদিন কাটাতে হবে এই অংশে আমাকে ?



আপনি ইচ্ছে করলে দশ থেকে পনের দিন এই ব্রেনকোমোর মধ্যে নিজেকে সংযুক্ত করতে পারবেন । ইচ্ছে করলে আপনি আগামী পাঁচ মিনিটের মধ্যেই এই অবস্থায় যেতে পারেন ।



-কিন্তু , কিছুদিন পরেই যার সাথে আমার বিয়ে তাকে আমি বুঝতে চাচ্ছি , যা তার সাথে কথা বলে আমি সহজে বুঝতে পারছিনা তার মনোভাব । সে জীবনটা কিভাবে চায় আমার সাথে কাটাতে তা নিয়েই আমি একটু টেন্স ।



আমাদের মেডিকেল সাইন্সের নতুন এ ধারায় একটা অন্যরকম অধ্যায়ের সাথে আপনি পরিচয় হতে পারেন । শুধু সেটি সম্ভব আপনারা দুইজন যদি এই অবস্থা গ্রহণ করতে চান । আমি বলতে পারি সেটা নিলে আপনারা আপনাদের দীর্ঘসময় অপচয় করা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন ।



আপনাদের ভালো লাগা – মন্দ লাগা মুহূর্তগুলো উপলব্দি করতে পারবেন । জীবনসঙ্গী হিসেবে তাকে বেছে নিতে চান নাকি তাও বুঝতে পারবেন ।

এটা অনেকটা অবচেতন অবস্থা । কিন্তু এতে আপনার সংজ্ঞা থাকবে, আপনি সংজ্ঞাহীন হবেন না বা আপনার সম্ভাব্য জীবনসঙ্গীও নন ।



এখন আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন ।



ও যা বলছিলাম গত দুইদিন আমি এই প্রসেসে নিজেকে রেখেছি , এই মুহূর্তে এই অবস্থা থেকে বের হয়ে এলাম । পাঁচ মিনিট সময় নিলো । অবস্থা পরিবর্তন করলাম । খুব ফ্রেস লাগছে নিজেকে ।



আপনি কি বুঝলেন ? আপনাকে এ ধরনেরই একটি অবস্থায় নেয়া হবে ।

আপনাকে অবশ্যই এত উন্নত ভার্সন দেয়া সম্ভব নয় । আমার মত আপনি সবগুলো কাজ সম্পূর্ণ করতে পারবেন না ।



এখন কি কিছু বুঝতে পারছেন আপনার ভালোলাগার মানুষটার সাথে কিংবা পরিচিতদের সাথে আপনি কিভাবে এই কয়দিন সময় কাটাবেন ? শুধুমাত্র অন্তঃস্থ জগতে প্রবেশ করবেন , যা আপনি স্বাভাবিকভাবে পারেন না । এটি সাবকনসাস টেলিপ্যাথি উইথ কনসাস ।



কিন্তু আপনি এখন তা নিতে চাচ্ছেন না । কারণ ওনাকে আপনি ভালোবেসে ফেলেছেন কিছুক্ষণের মধ্যে ।

ভাবছেন আমি কিভাবে বুঝলাম । আমাদের এই অবস্থার মাঝে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে ,আর তা দিয়েই আপনাকে আমি বুঝছি ।



- আপনি এখন চাচ্ছেন না , কিন্তু এই অবস্থা আপনি নিবেন । কারণ অলরেডি যার সাথে আপনার বিয়ের কথা চলছে তিনি আমার পেসেন্ট । কিছুক্ষণ আগেই ওনি ওই অবস্থায় গিয়েছেন আপনি আসার আগে ।



- আপনি ইচ্ছে হলেই কানেক্টেড হতে পারেন ।











মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য লেখনী গল্প কথা ।।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

তাশমিন নূর বলেছেন: ++++++ ভালো লাগা রেখে গেলাম। গল্পের এন্ডিং বেশ লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অন্যরকম স্বাদ পেলাম।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: ড্রিম সিনড্রোম ব্যাপারটা জানলাম । গল্পটা আরো জমতে পারতো । যতটুকু লিখেছেন ভালো লেগেছে ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জায়গা , পারিপার্শ্বিক অবস্থান স্টাবলিশ করা হয়নি তেমন , এটা একটা বড় সমস্যা

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গল্পটা ভালো ছিল, কিন্তু কেমন ধোঁয়াশা রয়ে গেল লেখনী'তে... অথবা হয়ত আমি পাঠক হিসেবে দুর্বল বলেও এমনটা হতে পারে। তবে সাবজেক্ট হিসেবে গল্পের প্লটে ভালোলাগা রইল।

শুভকামনা রইল।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথমত , একটু ধোঁয়াশা রাখার ইচ্ছে ছিল গল্প । প্লট টা একটু ওই টাইপের ।

দ্বিতীয়ত , এই গল্পে জায়গা , পারিপার্শ্বিক অবস্থান স্টাবলিশ করা হয়নি তেমন , এটা একটা বড় সমস্যা এই গল্পের ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা, তবে কিছু একটা নাই গল্পটায়। মোটামুটি লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জায়গা , পারিপার্শ্বিক অবস্থান স্টাবলিশ করা হয়নি তেমন , এটা একটা বড় সমস্যা ।

কিছুটা শর্টফিল্ম ধাঁচের গল্প ।

এটা মূলত ছোট গল্প ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভকামনা :)

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি গল্পটা ধরতে পারি নি। তবে, আপনার উপস্থাপনা এবং লেখার স্টাইলে আমি মুগ্ধ হয়েছি।

ব্যক্তি কি নিজের সাথে নিজে কথা বললো, নাকি তার কাউন্সেলরের সাথে কথা বললো?

শুভেচ্ছা জানবেন।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কাউন্সেলরের সাথে কথা বলছে

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

কলমের কালি শেষ বলেছেন: ধুয়াশায় ঢাকা গল্প ।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১

তুষার কাব্য বলেছেন: অন্যরকম ! শুভকামনা রইল।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগছিল , জমতে পারত ।
ভাল থাকবেন ভাই ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৮

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নস্বাদের লেখা ভালো লাগলো ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.