নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দ্বীন এর লেখা অবলম্বনে নির্মিত জীবন-মৃত্যুর দাঁড়ি টানা ভিন্নধারার এক চলচ্চিত্রঃ " চাকা "

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩






জীবন- মৃত্যুর খেলা খুব কাছ থেকে অনেক মানুষ দেখে । কিন্তু নশ্বর জীবনটা যখন ফুরিয়ে যায় সময়ের স্রোতে , তখন এরপরের জীবনটার গল্প কেমন হয় ? সবার গন্তব্য কি একই রকম হয় নাকি সবার মৃত্যু একভাবে হয় ? কেউ কি কাঁদে সেই মৃত মানুষটির জন্যে , যে কিছুক্ষণ আগেও এই পৃথিবীর আলো-বাতাসে বেঁচে ছিল । মানুষের মৃতুর পরে মানুষ কি রকম অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে তার এক মর্মান্তিক গল্প এঁকেছেন লেখক সেলিম আল-দীন আর তার সেই লেখা নিয়েই খ্যাতিমান পরিচালক মোরশেদুল ইসলাম নির্মাণ করেন চলচ্চিত্র “ চাকা” ।

প্রতিটি মানুষই একদিন মৃত্যুর স্বাদ নেয় , সেই স্বাদ নেওয়া থেকে কেউবিরত থাকতে পারেনা । মানুষের জীবন কত বিচিত্র, বেঁচে থাকতে কষ্ট আবার মরে গিয়েও কষ্ট । বেঁচে থাকতে মানুষ অনেক কিছুই ভাবে কিন্তু মৃত্যুর পর তার জীবনটা কি রকম হয় ? সে কি আনন্দে থাকে নাকি কষ্টে থাকে নাকি দুইটার মাঝখানেই তার অবস্থান । এই কথার উত্তর হয়তআমরা কেউই জানিনা । এক একেকজন আমরা এর উত্তর এক একেকভাবে দিতে প্রস্তুত হব , হয়ত এটাই স্বাভাবিক । আসলে আমরা সবশেষে মানুষতো , আমাদের প্রত্যেকের মাঝেই এক মৃত্যু চিন্তা খেলা করে ।কিন্তু এই আমি যখন মারা যাবো এই আমার জীবনটা কেমন হবে ? সাদা নাকি কালো ? আমার কবর হবে নাকি হবেনা ? এইরকম অনেক প্রশ্নইতো আমাদের মানুষের মনে ঘুরপাক খায় । কিন্তু এর শেষ কোথায় ?

মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে "সরকারি লাশ" নেয়ার দায়িত্ব এসে পরে বৃদ্ধ গাড়োয়ানের । হাসপাতালের লেখা ঠিকানায় পৌঁছে দিতে হবে সেই লাশকে । কিন্তু মৃত যুবকের লাশ নিয়ে গ্রামের পর গ্রাম চলা হয় , কিন্তু সেই লাশের সাথে দেয়া ঠিকানার কোথাও ঠিকানা মিল পাওয়া যায় না । চাটাইয়ে মোড়ানো লাশে একসময় পচন ধরে , পিঁপড়া লাগে লাশে । রাতের পর রাত , দিনের পর দিন কাটে ।কিন্তু কোন গ্রামেই কোথাও লাশটির আত্বীয়-স্বজন বা পরিচিত কারো সন্ধান পাওয়া যায় না । তাহলে সেই লাশটার কি হবে ?
তাহলে কি এই লাশটি বেওয়ারিশ লাশ হবে ,লাশটির কি কবর হবেনা । সবশেষে , গাড়োয়ান ও তার সহযোগী লাশটি নিজ দায়িত্বে দাফন করার দায়িত্ব নেয় । আসলে মৃত্যুর পর আমাদের মৃত্যুর পরের জীবন কি রকম হবে কার , তা আমরা কেউ বলতে পারিনা ।ছবির মূল গল্প এখানেই , আর এভাবেই ছবি এগিয়ে যেতে থাকে ।

সবকিছুর শেষ আছে , কিন্তু মৃত্যু ? যেখানে একটা জীবনের সমাপ্তি মানেই ধরে নেয়া হয় সব শেষ , সেখানেও কিন্তু একটা নতুন শুরু হয়ে যেতে পারে । প্রতিটা মানুষের মৃত্যু স্বাভাবিক না । আবার হলেও সুন্দরভাবে তার গন্তব্য হয়না কবরে । আসলে পৃথিবীর মানুষের ঘূর্ণায়মান জীবনের শেষেও যে ঘূর্ণায়মান মৃত্যুময় সময় অতিবাহিত হতে পারে । প্রতিটা লাশেরইতো গন্তব্য কবর হয়না । আবার কত মানুষইতো প্রতিদিন মারা যায় , যার জন্যে হয়ত কেউ কাঁদেনা। বেয়ারিশ হয়ে হয়ত গন্তব্য হয় সেই মৃত মানুষ অথবা লাশটার স্থান কবরে । হয়ত আরেকটা নতুন কিছুর শুরু । জীবন শেষ ,কিন্তু মৃত্যুর পরের সময় শুরু । সবকিছুরই শুরু হয় , হয়ত সবকিছুরই শেষ আছে ।গন্তব্যহীন পথ তবু গন্তব্যের শুরু ।

চাকা" ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে । খ্যাতিমান পরিচালক মোরশেদুল ইসলাম এর পরিচালনায় "এতে গাড়োয়ান চরিত্রে অভিনয় করেন -আমিরুল ইসলাম এবং আরও অনেকে । গ্রামীণ জীবনের প্রেক্ষাপটের ওপর আবর্তিত এই চলচ্চিত্রটি নির্মিত হয় খ্যাতিমান লেখক ও নাট্যকার সেলিম আল দীনের লেখা "চাকা " গল্প অবলম্বনে ।



মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

রোদেলা বলেছেন: চমৎকার বর্ননা দিলেন।ছবিটি দেখার ইচ্ছে আছে।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: চাকা চলচ্চিত্রের উপর দর্শক প্রতিক্রিয়া বেশ ভালো লাগলো। জীবন এবং মৃত্যু নিয়ে ভাবার মতো কথা। 'চাকা' নামকরণেই বুঝা যায় গল্পে ঘূর্ণায়মান কোন কিছুকেই ইংগিত করেছে। আপনার পোস্ট পড়ে বুঝলাম চাকার মতোই ঘূর্ণায়মান আমাদের জীবন এবং জীবনের অবসান হওয়ার পরও এই ঘূর্ণায়মান অবস্থা থেকেই যাচ্ছে যা একটা লাশকে কেন্দ্র করে চিত্রায়িত হয়েছে। আপনার প্রতিক্রিয়া খুব সুন্দর হয়েছে। বিশ্লেষণটা চমৎকার করেছেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

সুমন কর বলেছেন: চমৎকার রিভিউ। মুভিটি দেখা হয়েছিল। অসাধারণ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার রিভিউ।
বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার ও বাংলা নাটকের
শিকড় সন্ধানী গবেষক সেলিম আল দীন
এর ৭ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি”
বাংলা নাটকের শিকড় সন্ধানী গবেষক সেলিম আল দীন এর ৭ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

এমএম মিন্টু বলেছেন: ভালো লেখেছেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

সকাল রয় বলেছেন:

দেখা হয়নাইআখি খুলিয়া এই মুভিটা
দেখিয়া নিব।

অনেক ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক নাম শুনেছি এই ছবিটার। দেখার ইচ্ছে আছে। রিভিউ চমৎকার।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

ডি মুন বলেছেন:
ভীষণ মায়া দিয়ে লিখলেন। খুব ভালো লাগল পড়ে।
ছবিটা দেখার ইচ্ছা রাখি।

ভালো থাকবেন নাজমুল ভাই
+++

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই এই মুভিটি আমি দুবার দেখেছি---প্রতিবারই কান্না চলে এসেছে--- আপনার রিভিউ খুবই ভাল হয়েছে ----- ভাল থাকবেন

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর লিখেছেন আপনি। স্যারের সব লিখায় ছিলো অসাধারণ।

সেলিম আল দীন স্যার তার লিখায় চরম বাস্তবতা ফুটিয়ে তুলার চেষ্টা করতেন নিজের মেধা ও মনন দিয়ে । বাংলা নাটককে প্রতিষ্ঠিত করেছিলেন নিজস্বধারায় একটা শক্ত অবস্থানে।


স্যারের ৭ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

এহসান সাবির বলেছেন: খুব প্রিয় একটি মুভি।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

দেখবো দেখবো করেও দেখা হয়নি...

অনেক ভালো লাগা রইল রিভিউয়ে ।।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

সুফিয়া বলেছেন: খুব সুন্দর লেখা। একটুক্ষণের জন্য আমার চিন্তাকে অন্য দিকে ঘুরিয়ে দিল।

ধন্যবাদ আপনাকে। সেলিম আল দ্বীনের মতো গুণী ব্যক্তিত্ব খুব কমই হয়। মৃতু্যদিনে তার আত্মার শান্তি কামনা করছি।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা রইলো ভাই।

'চাকা'র সাথে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের স্মৃতির অনেকটাই জড়িয়ে!

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.