নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

। নাগরিক সন্ধ্যা(কবিতা) ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩







কেবলই ছুঁয়ে গেলো গোধূলি সময়

নিঃশব্দ গ্রাস করেছে নাগরিক সন্ধ্যা ,

স্মৃতির মলাটে জমেছে ধুলোমাখা স্তর

ভেজা শিশিরে ভর করেছে অদ্ভুত গল্পমাখা মুহূর্ত ।

সমান্তরালে নদীকে সামনে রেখে

আপন করেছি নিজেকে বিষাদ ছুঁয়ে ছুঁয়ে ,

কত অকার্পণ্য চিত্তে নিজেকে ক্ষতবিক্ষত করেছি

একটা সূক্ষ্ম পরিমাণ ভালোবাসার নিমিত্তে ।

অস্ফুট একটা জ্বলে উঠা হাসি

কতবার এফোঁড় ওফোঁড় করে গেছে আমাকে ,

তবুও শহরের সাদা দেয়ালগুলোতে

আমি সেই অনুভূতি লিখে রাখেনি ।

শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা

আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,

জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি

একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।

নীল-হলুদ খামে

পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ ,

সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে

আমার গল্পের সঙ্গী ।

জলেরও জলচ্ছবি জেগে থেকেছে জলে

জোছনা বিধুর রাতে আমারি কেউ হয়ে ,

সেখানে জোছনায় ভিজে আমি থেকেছি

সময়ের স্রোত হয়ে ।

অজস্র ঝিঁঝিঁপোকার শব্দ

মিছিল করছে নাগরিক সন্ধ্যায় ,

কিন্তু কেউ তারা বুঝবেনা

আমার ভেতরে আমি কতটা নীল এঁকে রেখেছি ।





মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঝিঝি পোকার শব্দ নাকি িকসার টুনটুন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

রোদেলা বলেছেন: শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।-------------------

অসম্ভব ভালো লাগা ছুঁয়ে গেলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

এনামুল রেজা বলেছেন: নীল-হলুদ খামে
পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ..

ভাল লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।



সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

এম এম করিম বলেছেন: সু ন্দ র ।

+++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: কষ্টের অনুভূতির সুন্দর প্রকাশ। পুরো কবিতায়ই যেন বিষাদের সেই অনুভূতিটা ছড়িয়ে দিয়েছেন শব্দের মায়াজালে আবদ্ধ করে। ভালো লাগলো নাজমুল। শুভ কামনা নিরন্তর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০

দীপংকর চন্দ বলেছেন: অনেক সুন্দর ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় বিষন্নতা। কিন্তু তার মাঝে ভালোবাসার আকুতি। হ্মীন কিন্তু প্রবল। কষ্টের সাথে মিলেমিশে একাত্ম ঘোষনা করেছে। নাগরিক সন্ধ্যার নিশব্দতা গ্রাস। প্রকাশভঙ্গিতে অসাধারণত্ব।

ভালো থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: কবিতার গাঁথুনিতে নাগরিকতার ছাপ। অনেক সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।++++


দারুণ লাগল কবিতা। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//নীল-হলুদ খামে
পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ ,
সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে
আমার গল্পের সঙ্গী ।//



কবিতা নাকি বিষাদ-নামা?.... দু’টোই ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

বেলায়েত মাছুম বলেছেন: বিষাদ আনন্দ পাশাপাশি
নাগরিক সন্ধ্যায়।


ভাল লাগা থাকল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

টুম্পা মনি বলেছেন: শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।

চমৎকার লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা.....!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

এপোড় ওপোড়- এফোঁড় ওফোঁড় হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ঠিক করছি হাসান মাহবুব ভাই ।

শুভেচ্ছা

ভালো থাকবেন

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালো লাগা ভাইয়া।:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

২১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভালো লাগা ।

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.