নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বিটিভির উপহার দেয়া আমাদের দারুণ শৈশব spellbinder সিরিজ :) :) :) :)

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮



আমাদের ছোটবেলায় বিটিভি আমাদের দারুণ সব সিরিজ উপহার দিয়েছে । তখন আমাদের ছিলনা "ডিস এন্টেনা" । এক বিটিভি ছিল ভরসা । এই সিরিজগুলো উপহার দেয়ার জন্যে তখনকার বিটিভি'র কর্তৃপক্ষকে আমি অবশ্যই অনেক কৃতজ্ঞতা জানাই । এক "মুভি অফ দ্য উইক" এ দারুণ সব ছবির সাথে আমার তখন পরিচয় ঘটে । আর অসাধারণ অনেকগুলো সিরিজ । তার মধ্যে সাইন্স রিলেটেড spellbinder সিরিজটি আমার খুব প্রিয় ছিল । সেই অমরত্বের দেশে চলে যাওয়া নায়িকা ক্যাথি, কিংবা "ওরাকল" শব্দ , আলোর খেলা এবং জাদুকরী সব বিষয় অনেক বেশি মোহিত করতো । এখন জানিনা আমাদের মতন সেই সিরিজগুলো দেখার কারো সৌভাগ্য হয় কিনা , কিংবা টিভি সেটের সামনে এক নিমিষে দেখে যায় কিনা । আমাদের মত কি শুক্রবার কেউ আফসোস করে ইশ ! বিজ্ঞাপনটা এখন দিলো কেন !!!!! ঘড়ির দিকে বার বার টাইম দেখা । কখন বিজ্ঞাপন শেষ হবে এবং সিরিজের বাকি অংশ দেখবো । প্রতি শুক্রবার অস্ট্রেলিয়ার spellbinder সিরিজ দেখাতো ।




মানুষের আনন্দের জন্যে খুব বেশি উপলক্ষ্য লাগেনা , এরকম কিছু সিরিজ কিংবা মুভি দেখলে অনেক আনন্দ লাগতো । আমাদের জন্য ওইদিনগুলো ছিল ঈদের দিন । অপেক্ষা করতাম । দুনিয়ার সব কাজ বাদ দিতাম । তখন এটাই ছিল আমাদের আনন্দ । আমরা বুঝতাম না হয়ত দুঃখ কি ? অনেক রকম কষ্টে থাকলেও বুঝতাম না । এখন কেউ হয়তো গার্লফ্রেন্ডের জন্যে মন খারাপ করে স্ট্যাটাস দেয় ।

কিন্তু একবার সেই আগের অনুভূতিগুলো কি ফেরত পাবো । অনেক কষ্টের মাঝে থেকেও কি সেই অন্যরকম হাসিটা কি এখন আমরা দিতে পারবো । মানুষগুলো আমরা অন্যরকম , অনুভূতিগুলো ক্রমান্বয়ে দূরত্বে যাচ্ছে । মাঝে মাঝে সেই পরিচিত সিরিজগুলোর ছবি দেখি , আর ভাবতে ভালো লাগে আমরা কি চমৎকার সব সিরিজ দেখতাম :)



ভালো থাকা আপেক্ষিক , তোমার সাপেক্ষে আমার ভালো থাকার থেকেও বড় কথা হচ্ছে সুন্দর কিছু মুহূর্ত বেঁচে থাকা আমাদের মনের মধ্যে । বেঁচে থাকা হয়তো একেই বলে । বেঁচে থাকাটাও একটা শিল্প । :)




spellbinder সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী Lauren Hewett , এছাড়া Ocean girl সিরিজের কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন এ অভিনেত্রী ।ক্যাথির ভিনগ্রহে যাওয়া , সেখানে ভিন্ন পরিবেশ এবং অমরত্ব পাওয়া মানুষগুলোর জীবন । সব এখনো অনেকের কাছেই আনন্দের বিষয় । তাদের সেই প্রযুক্তির উৎকর্ষতা এবং একে অন্যকে ছাড়িয়ে যাওয়া যেন এখনো জীবন্ত । :) :) :) :)

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

স্বস্তি২০১৩ বলেছেন: অনেক অনেক পছন্দের একটা সিরিয়াল। পোস্টে ভাল লাগা রইল।

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

২| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
কি স্মৃতি মনে করাইলেন ভাই। আরেকটাও প্রিয় ছিলো, দ্যা গার্ল ফ্রম টুমরো। তখন অবশ্য বেশি পিচ্চি ছিলাম। অথবা ক্রনিকেলস অফ নারনিয়া।

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তখন পিচ্চি ছিলাম ।

শুভেচ্ছা

ভালো থাকবেন

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

রিকি বলেছেন: ফেসবুক ভার্সন আগে ভাগেই পড়ে নিয়েছি ভাই B-) B-) B-)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

মুদ্‌দাকির বলেছেন: দারুন লাগত এই সিরিজ গুলো, টিভি দেখার একটা তৃষ্ণা কাজ করত বিশেষ বিশেষ বার গুলোতে, এখন তা লুপ্ত প্রায় :( :( :(

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

এনামুল রেজা বলেছেন: আহ! শৈশবের সেসব দিন। নস্টালজিক হয়ে গেলাম।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

ইলুসন বলেছেন: তখনকার কথা মনে করায় দিলেন। এখনকার পোলাপান বিটিভি বলে একটা চ্যানেল আছে ওইটাই মনে হয় জানে না, এত খারাপ অবস্থা বিটিভির।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৭| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

এহসান সাবির বলেছেন: পুরানো স্মৃতি মনে পড়ে গেল।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৮| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

বিদগ্ধ বলেছেন:
ফিরে গেলাম ছোটবেলায়...

কালচালার প্রোগ্রাম পরিচালনায় বিটিভি এখনও একই রকম আছে।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

৯| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০

বটের ফল বলেছেন: আহা, কি কথা মনে করায় দিলেন ভাই !!!!!!!! মনে পড়ে সেই দিনের কথা। ওই দিন স্পেল-বাইন্ডার দেখানোর সময় বিদ্যুৎ চলে যেতে পারে, এই আশঙ্কায় আব্বু পাশের দোকান থেকে ব্যাটারী ভাড়া করে নিয়ে আসতেন। একই ঘটনা ঘটতো মোগলি'র বেলায়ও। টিম নাইট রাইডার, রোবোকপ, আরো কত কি !!!!! বুধবার রাত ১০ টার পর জেগে থাকতাম শুধু হারকিউলিস এর নেশায় !!!!!


চাতক পাখির মত শুধু অপেক্ষায় থাকতাম এগুলোর জন্য । অনেক ধন্যবাদ আপনাকে। পোষ্টে প্লাস। ++++++++

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১০| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:২৬

ফয়সাল খালাসী বলেছেন: আমি এখনও মাঝে মাঝে দেখি B-)

Spellbinder season 1
Spellbinder season 2
Earth: Final Conflict
Mysterious Island
The Girl From Tomorrow season 1
The Girl From Tomorrow season 2
The Adventures of Sinbad

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১১| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

সোহেল মাহমুদ বলেছেন:
নস্টালজিক পোস্ট।

মনে হলে এখনো স্মৃতিকাতরতায় ভূগি।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১২| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭

দুরন্ত পথিক০৫ বলেছেন: আমি কিছু দিন আগে স্পেলবাইন্ডার ডাউনলোড করে আবার দেখলাম, নস্টালজিক হয়ে গেলাম।

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৭

টু-ইমদাদ বলেছেন: বিটিভি ছিল তখন আমাদের পরিবারের অংশ ।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'ম্যাকগাইভার'-এর কথা অনেক বেশি মনে পড়ছে।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা! সেই সব দিন.......।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৬| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: অনেক পছন্দের একটা সিরিয়াল। নস্টালজিক হয়ে গেলাম।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২২

জাহিদ@বিডি বলেছেন: ভাই কারো কাছে spellbinder সিরিজাটা বাংলা ডাবিং সহ আছে। থাকলে এই ই-মেইলে দেন [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.