নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

লাখো মানুষের সাড়া জাগানো জাপানিজ রোমান্টিক চলচ্চিত্র I give my first love to you :) :) :) :) :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮





আই গিভ মাই ফাস্ট লাভ টু ইউ, জীবনের প্রথম ভালোবাসার মানুষটি সবসময় অন্যরকম । সেই ভালোবাসার অনুভূতি অনুভব সবই প্রথম । জীবনটাকে অন্যরকম করে দেখার এক বিশেষ ক্ষেত্র তৈরি করে জীবনের প্রথম ভালোবাসা । খুব দূরে না- খুব কাছে না , কিন্তু মনে হয় ভালোবাসার মানুষটি সারাক্ষণ আপনার আশেপাশেই বিচরণ করছে , আপনাকে দেখছে । অনেক পাগলামো থাকে সেই ভালোবাসায়, সেই অনুভবে। অনেক বাধাই সেই ভালোবাসার দুজন মানুষের কাছে ধরা দেয়না । প্রতিটা মুহূর্তই বিশেষ কিছু , আর কাছের মানুষটিকে ঘিরে ভিন্নরকম অনুভূতির ঢেউ খেলে বেড়ানো ।





আমার স্বপ্ন নভোচারী হওয়া ,সাথে তোমাকে বিয়ে করা । এতে করে আমাদের সংসার এবং জীবন আনন্দময় হয়ে উঠবে । একজন প্রেমিকের কাছ থেকে একজন প্রেমিকার এর থেকে বড় চাওয়া হয়ত কিছুই থাকেনা । ভালোবাসা ঠিক ছোঁয়া যায়না , অনুভব করা যায় । আবার অনুভবগুলো অন্যরকম মনের ভেতর থাকে, যা হয়ত মানুষের কথায় উঠে আসেনা পুরোপুরিভাবে । জীবনটাকে অন্যরকম কিছু মুহূর্ত দেয় । যে মুহূর্তগুলো দুজন মানুষের সম্পর্ককে আরও গভীরতা দেয়, আরও গভীরভাবে নিজেদের মাঝে প্রতিজ্ঞাবদ্ধ করায় ।



তুমিই সেই ছেলে যাকে ওই মেয়েটা ভালোবাসে । সহপাঠীদের কাছ থেকে প্রথম পরিচয়েই তাকুমাকে এই কথাটা শুনতে হয় । সিডো স্কুলের সবাই ইতিমধ্যে জানে ময়ুচান নামের মেয়েটা ভালোবাসে তাকুমাকে । বলা যায় এই হাই স্কুলের জাতীয় জুটি এই দুইজন smile emoticon । অদ্ভুত জুটি এই দুইজন , দুইজন দুইজনকে অন্যরকম এক ভালোবাসার আবর্তে আবর্তিত করে । প্রতিটা মুহূর্ত তাদের ভালোবাসার গভীরতা নিয়ে কোন প্রশ্ন থাকবেনা মানুষের । তাকুমা যেখানে খুব সিরিয়াস টাইপের ছাত্র সেখানে ময়ুচান কিছুটা অন্যরকম ভিন্নরকম ধাঁচের । তার ধ্যান-জ্ঞান তাকুমাকে ঘিরে , তাকুমাকে ভালোবাসা যেন জীবনের সবকিছু তার কাছে । একই স্কুলে পড়ার জন্যে তাই দশটা স্যারের কাছে পড়তেও কার্পণ্য করেনা ময়ুচান, তার মধ্যে শুধুই তাকুমার পাশে থাকার জন্য ইচ্ছে ।



আর কিছু মানুষ দূর থেকেই ভালোবাসা দেখে, দূর থেকে অন্যের ভালোবাসা দেখে হাসে নিজের মনে । তাদের মাঝে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম এক অধ্যায় , যেখানে তাদের প্রবেশ নেই কিংবা প্রবেশ করতে নেই । তারা চারপাশটায় ভালোবাসা হন্যে হয়ে খোঁজে , তাদের ভালোবাসা অন্যরকম এক বিষয়, এক কল্পনার স্রোতের নাম । যেখানে তারা প্রতিনিয়ত ছুটে যেতে চায় কিন্তু সেখানে কেউ তাদের জন্যে অপেক্ষায় থাকেনা , অপেক্ষা করতে চায়না । অপেক্ষা নামক শব্দটা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যে বরাদ্ধ থাকে, সেই মানুষগুলোর কাছে ভালোবাসার আরেক নাম আছে ।



দুইজন মানুষের ভালোবাসার রসায়নকে ঘিরে আই গিভ মাই ফাস্ট লাভ টু ইউ চলচ্চিত্রটি ২০০৯ সালে মুক্তি পায় জাপানে । জাপানিজ ভাষায় নির্মিত ছবির বিষয়বস্তুতে উঠে আসে জীবনে প্রথম ভালোবাসার মানুষকে ঘিরে । সেই অনুভূতি সেই চাওয়াকে ঘিরে প্রথম ভালোবাসার গল্প উঠে আসে কতমি অকির লেখা পরিচালক তাহিহিকো শিনজের একশ বাইশ মিনিটের চলচ্চিত্রে ।



বক্স অফিসে 24,051,386 ডলার আয় করা এ চলচ্চিত্রে Keiko Horiuchi, Mao Inoue, Masaki Okada, Natsuki Harada, Toru Nakamura প্রমুখ অভিনয় করেন । কেনজি বেন্ডোর স্ক্রিনপ্লেতে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় প্রশ্ন জাগাবে ভালোবাসা আসলে মানুষের জীবনে কি । সেই অনুভবগুলো কিভাবে বেড়ে ওঠে , কিভাবেইবা মানুষ এর পিছনে ছুটতে এত চেয়ে থাকে । ভালোবাসার কেমিস্ট্রি দারুণভাবে ব্যবহার করেছেন পরিচালক তাহিহিকো শিনজে , মানুষগুলোর প্রেম-ভালোবাসা অনেক জীবনঘনিষ্ঠ মনে হবে । কোন বাহুলতা যেন নেই গল্পে । মানুষের জীবনের চিরায়িত ভালোবাসার রুপই চলচ্চিত্রে উপস্থাপিত হয়েছে ।

Celluloid Diary

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: দেখেছি। নায়ক নায়িকা দুইটাই অসাধারণ। কাহিনীতে বেশ কিছু হাই মেলোড্রামা আছে, তবে সব মিলিয়ে খুব ভালো লেগেছে।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মুভিটা দেখি নাই। তবে আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছা রইল।

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার রিভিউ :)

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

সোজা কথা বলেছেন: বাহ্! দারুণ রোমান্টিক তো! .....শেয়ারের জন্য ধন্যবাদ। দেখে নিব।

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: রিভিউ অসাধারণ হয়েছে। মুভিটা দেখা হয় নি। আপনার রিভিউ পড়ে দেখতে মঞ্চায়।

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫

অর্বাচীন পথিক বলেছেন: আমি তো মুভি দেখার পোকা :P
সে দিন এই মুভিটার নাম দেখেছি কিন্তু দেখা হয়নি। মনে হয়ে ছিল কেমন হবে কে জানে।

এখনই দেখবো মুভিটা :P

গত দিন একটা থাই রোমান্টিক মুভি "A little Thing Called Love"দেখলাম ২টা পার্ট আছে, চাইলে দেখতে পারেন। আমার কাছে ভাল লেগেছে :)

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

রিকি বলেছেন: এই সিনেমা একবারের বেশি দেখা সম্ভব না। অনেক বেশি কষ্টকর :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৮| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউ পড়ে দেখতে ইচ্ছে করছে।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

৯| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দেখার ইচ্ছে রাখি, ধন্যবাদ আপনাকে নাজমুল।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: রিভিউ দারুণ হয়েছে। দেখার ইচ্ছা থাকলো।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩

ডি মুন বলেছেন:
দেখা হয় নাই।
দেখার ইচ্ছে রাখি। :)

রোমান্টিক ধাঁচের মুভি বেশ ভালো লাগে।
+++

নাজমুল ভাই আপনার সাথে কথা সেদিন খুব ভালো লেগেছে। :)
ভালো থাকবেন সবসময়; :)

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন । :)

১২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন । :)

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ নববর্ষ ভাই :)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩

আলভী রহমান শোভন বলেছেন: কয়েকদিন আগে এই মুভিটি নিয়ে আমি একটি রিভিউ লিখেছিলাম। আজ আপনার ব্লগটা ঘাটতেই আপনার রিভিউটি দেখলাম। আপনার লেখা বেশ কিছু কোরিয়ান মুভির রিভিউও দেখলাম। ভালই লাগলো। যাই হোক, আমিও কোরিয়ান মুভির একজন ভক্ত। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.