নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

। বিকেল রোদের মানুষ (কবিতা) ।

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬




আমি আর কতটুকু পারি বলতে ?
ধোঁয়ায় আচ্ছন্ন এ শহরেও যে প্রেম হয় ,
ধ্রুপদী আকাশ হেসে যায় আবির রাঙিয়ে
নিরিবিলি দুইটা মানুষ কথা বলে আর হাসে ।
তোমাকে ঘিরে স্বপ্নরাও বাড়ন্ত হয়
জনআধিক্য লোকালয়ও তোমার জন্যে হৃদয়াঙ্গম হয় ।

আমি আর কতটুকু পারি বলতে ?
তোমার জন্যে এ শহরেও যে প্রেম হয় ।
তোমার স্পর্শে মুহূর্তেই থেমে যায় মৃত্যুর উৎসব
গাছের ডালে ফাগুন এসে ধরা দেয় ।
তোমার চুলে জায়গা করে নেয় হলদে ফুল
আমার বুকে একগুচ্ছ হৃদয় জাগানিয়া কবিতা ।
আমার ধমনীর রক্তে তোমার রাঙা ঠোঁট ছুঁয়ে যায়
একফোঁটা শিশিরের অপেক্ষায় জেগে থাকে বুক ,
তোমাকে ছোঁয়া হয়না, দেখে যাই খুব
আমার শুষ্ক হৃদয়ে শিশির ধুয়ে যায় বৈকালি হ্রদ ।

আমি আর কতটুকু পারি বলতে ?
তোমার জন্যে এ শহরের যে আমি প্রেম পড়ি ।
আমি যতটা সহজে ভাবতে পারি ভালোবাসি
ঠিক ততটা দূরত্বে পাশাপাশা হাঁটি ।
বিস্মিত আমি এখনও তোমার তনুর মুঠোয়
বন্দি করে রাখি
আমার এক চিলতে রোদে হাসা সময় ।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি যতটা সহজে ভাবতে পারি ভালোবাসি
ঠিক ততটা দূরত্বে পাশাপাশা হাঁটি ।
বিস্মিত আমি এখনও তোমার তনুর মুঠোয়
বন্দি করে রাখি
আমার এক চিলতে রোদে হাসা সময় ।[/si

দারুণ লিখেছেন। +

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

ভালো থাকবেন

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭

রিকি বলেছেন: ভাই কোরিয়ান মুভির মত লাগল কবিতার ছবিটা। :) :)

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.