নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

========= কতিপয় প্রেম =====

১১ ই জুন, ২০১৫ রাত ৮:১২


এ শহরে কতগুলো প্রেম যে আকাশে বাতাসে বুকে ঘুরে বেড়াচ্ছে
এ কথা এ শহরের মানুষগুলোও বলতে পারবেনা ,
কতগুলো মানুষ যে অঘোরে ঘুমাতে পারছেনা
তাও এ কথা কারো কাছে পৌঁছায় না ।
কোন কোন প্রেমিকার মুঠোফোনে কোন ফোনকল আসছে না ,
কোন কোন প্রেমিক মুঠোফোন নিয়ে বসে আছে
কিন্তু ওপাশে ফোন করলেই
মুঠোফোন এর নম্বর বন্ধ এ কথা ভেসে আসছে ।
জোছনা দেখা এ শহরের মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারছেনা,
প্রেমগুলোও হাপিত্যেস করে দীর্ঘশ্বাস ছাড়ছে ।
কিন্তু কারো কারো কেউ নেই
কিংবা ওপাশ থেকে কেউ বলেনা “ কেমন আছো “ ?
আমাদের শুকনো মনগুলো এখনো কারো কারো প্রেম খুঁজে ,
এখনো ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে ঘুম ঘুম চোখে কথা বলতে চায়
কিন্তু বলতে পারেনা ।
কারো কারো প্রেমিকা হারিয়ে গেছে , মরে গেছে ,
কারো কারো পকেটে তেমন টাকা ছিলোনা
তাই প্রেমটা ধরে রাখতে পারেনি।
আর কারো কারো প্রেমিক
তাদের ধরে রাখতে পারেনি,
তাই গোমড়া মুখে কষ্টগুলো লুকিয়ে রেখে
তারা ঘর করছে অন্যের ।
আমাদের প্রেমগুলো ঝড়ের সাথে লড়ে
সমুদ্রের গর্জনের সাথে ডুবে মরে ।
আর কিছু কিছু প্রেম বেঁচে গেলে
আমরা তাদের দেখে প্রেম করতে বেঁচে থাকি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

২| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:২০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

আমাদের প্রেমগুলো ঝড়ের সাথে লড়ে
সমুদ্রের গর্জনের সাথে ডুবে মরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.