নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মনের ভেতরের কথা । The beauty inside । ২০১৫ সালের কোরিয়ান মোস্ট রোমান্টিক চলচ্চিত্র :) :) :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫




প্রতিটি সকাল সুন্দর স্নিগ্ধ হওয়ার কথা ছিল , কিন্তু মানুষের একেকটি দিন একেকরকমভাবে শুরু হয় । সেটাই স্বাভাবিক । অওজিন’র সকালগুলো একটু বেশিই ভিন্নভাবে শুরু হয় প্রতিদিন । প্রতিদিন ঘুম থেকে উঠে ভিন্ন অওজিনকে আবিষ্কার করে সে । আঠারো বছরের পর থেকেই এই ভিন্নতা ধরা পরে তার । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে লক্ষ্য করে তার চেহারার পরিবর্তন । প্রথম যেদিন পরিবর্তন হয় সেদিন খুব কেঁদেছিল । তার মা প্রথমে তাকে চিনতে পারেনি । সেদিন থেকেই লেখাপড়াকে সে বিদায় জানায় । কারণ প্রতিদিন ভিন্ন চেহারার একজন মানুষকে কি আর আগেরদিনের মানুষ চিনবে । কিভাবে প্রমাণ দিবে সে ! সে যে অওজুন ।

অওজিন’র মা আর শৈশবের এক প্রিয় বন্ধু ছাড়া কেউই তাকে চিনতে পারেনা । প্রতিদিন ভিন্নরুপ , ভিন্নরকম দেখতে মানুষ হয়ে উঠে সে । প্রতিদিন তার পরিবর্তন হতে থাকে । কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়না তার , সেটা শরীরের ভেতরের মন । তার সুন্দর মন আছে , সুন্দর সুন্দর উদ্ভাবনী চিন্তা আছে তার মনে । সেই চিন্তাগুলোই সে বাস্তব জীবনে রুপ দেয়ার চেষ্টা করে । প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে তার চিন্তার পৃথিবী ঘুরপাক খায় । আর প্রিয় বন্ধুর সাথে সেটা নিয়ে আলাপ-আলোচনা চলতে থাকে । এই উদ্ভাবনী চিন্তা মনমানসিকতাই তাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর মাঝে , উদ্ভুতভাবে প্রতিটি দিন শুরু হওয়ার পরেও তার মাঝে নতুন ধ্যানধারণা নিয়ে কাজ করা থেমে থাকেনা ।

যেদিন প্রথম সকালবেলা জীবনে নিজের এই পরিবর্তন খেয়াল করেছিল সেদিন সে এবং তার মা দুজন খুব কেঁদেছিল । একজন মানুষের জীবনের প্রতিদিন নতুন বিড়ম্বনা খুবই বিরক্তিকর। বাসায় অসংখ্য জুতা , জামাকাপড় । কারণ একেকদিন একেক সাইজের জামাকাপড় তার পরতে হয় । তবুও বেঁচে থাকায় এক অদ্ভুত আনন্দ আছে । সেইজন্যে এই ভিন্নতা নিয়েও বেঁচে থাকতে উদগ্রীব থাকে সে ।গতকাল যার সাথে খুব হেসে হেসে কথা হয়েছিল আগামীকালই সে মানুষটা তাকে চিনবেনা । কি অদ্ভুত ব্যাপার ! বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে এই বিড়ম্বনা আরও ব্যাপকভাবে দেখা দেয় ।

ফার্নিচার ডিজাইনার হিসেবেই নিজেকে গড়ে তুলতে শুরু করে, যেদিন থেকে বুঝতে পারে অওজিন নিজের এই প্রতিদিনের পরিবর্তন । একজনকে খুব ভালো লেগে যায় একসময় অওজিন’র । সেই মেয়েকে ভালোবেসে ফেলে সে এবং বিড়ম্বনাটা তখন প্রকট আকারে তার কাছে ধরা পরে । সেই মেয়ে ইয়েসো এর কথা , তাকানো , হাসি গভীরভাবে তার মনে স্পর্শ করে কিন্তু নিজের প্রতিদিনের এই অস্বাভাবিক পরিবর্তনের কথা মনে করে তার খারাপ লাগতে শুরু করে । সে যে পরেরদিনেই পরিবর্তন হয়ে যাবে আর তখন তার ভালোবাসার মানুষটিকে সে নিজেকে চেনাতে পারবে । সিদ্ধান্ত নেয় একসময় এই মেয়েকেই সে খুব ভালোবাসবে আর তাকে ভালোবাসার কথা বলবে । ভালোবাসার এক ঘোর পেয়ে বসে । গল্পের ভিন্নতা শুরু এখানেই ! পুরো প্রায় একটি দিন নিজেরা একসাথে ঘুরল এবং যখন বিদায় নিলো অওজিন তখন একটা বিষয় ঘুরপাক খাচ্ছে তার মনে , আগামীদিন কি হবে !

গল্পটা যে ভালোবাসার গল্প , ভালোবাসার মানুষের সাথে থাকা মুহূর্তগুলো খুব চমৎকার মনে হয় । সময়গুলো যেন খুব দ্রুত ছোটে । ‘দ্য বিউটি ইনসাইড’ চলচ্চিত্র নির্মাতা বেই জং ইয়ল ভালোবাসার কথা পর্দায় উপস্থাপনের এক নান্দনিক প্রচেষ্টা চালিয়েছেন অনায়াসে । চমৎকার গল্প , চমৎকার ক্যামেরা এবং দৃশ্যায়নের কাজ তবুও কিছু জায়গায় মনে হয়েছে অসামাঞ্জস্যতা । প্রতিদিন যে মানুষটির চেহারা পরিবর্তন হয় সেই মানুষটা কিভাবে বিদেশে যখন গিয়েছিল ভিসা তখন কিভাবে পেয়েছিল ! তার মুখের অবয়ব সবইতো নিত্যদিন পরিবর্তনশীল । সেটা ঠিক বোধগম্য হয়নি । এই জায়গায় দুর্বল মনে হয়েছিল এই গল্প । তবে চলচ্চিত্রটির এই বিষয়টি বাদে বাকি বিষয়গুলো ছিল মনকাড়ার মতন । গল্প যেমন চমৎকার , অভিনয় তেমনি । প্রতিদিন যে নতুন নতুন চেহারার মানুষ অওজুন’কে পর্দায় দেখানো হয়েছে তাদের সবার অভিনয় ছিল সাবলীল ও মনে রাখার মতন । আর কোরিয়ান চলচ্চিত্রগুলোর সংগীতায়োজন ছিল চমৎকার , ‘ট্রু রোমান্স’ গানটি চলচ্চিত্রপ্রেমীদের মনকে যথেষ্ট আন্দোলিত করবে নিঃসন্দেহে ।

চলচ্চিত্রটি ছিল রিমেক । ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিউটি ইনসাইড’ এই দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রটি পরিচালক বেই জং ইয়ল ২০১২ সালের ছয় পর্বে নির্মিত আমেরিকান সোশ্যাল ফিল্ম ‘দ্য বিউটি ইনসাইড’ এর গল্প অবলম্বনে নির্মাণ করেছেন । তখনকার সেই সিরিজটি ‘ ডেটাইম এমিঅ্যাওয়ার্ড’ পুরস্কার পায় চমৎকার গল্প ও উপস্থাপনের মাধ্যমে । সেটা পরিচালনা করেছিল দ্রেক দরিমাস এবং গল্পটি দ্রেক দরিমাস এর লেখা । কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা বেই জং ইয়ল এর ‘দ্য বিউটি ইনসাইড’ চলচ্চিত্র দিয়েই চলচ্চিত্র নির্মাতা জীবনের অভিষেক ।


মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

হোসেন মালিক বলেছেন: এই নায়িকাকে সব কোরিয়ান ছবিতে দেখা যায়
ওরে বিয়া করতে চাই

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :) :) :) :) :) :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধ ভালোলাগার রিভিউ পড়ে ছবিটি দেখার আগ্রহ বেড়ে গেলো, শুভকামনা! :)

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল অভ্রনীল হৃদয় ।

ভালো গল্প ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


রিভিউ ভাল লাগছে।
এক নম্বর কমেন্টটায় মজা পাইছি।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করছে ।

শুভেচ্ছা রইল কান্ডারি অথর্ব ভাই


৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

রাতুল_শাহ বলেছেন: আপনার রিভিউ দেখে এখন মুভিটি দেখার ইচ্ছা বেড়ে গেল।

আজকে রাতে নামিয়ে ফেলবো মুভিটি।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন । :) :) :)
শুভেচ্ছা রইল রাতুল_শাহ

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবির গল্পটা বেশ লাগলো। এমন গল্পের চিন্তা মনে আসা দুঃসাহসিক , একে বাস্তবে চিত্রনাট্যে রূপ দেয়া ,পর্দায় আনা আরো অনেক বেশী দুঃসাহসিক।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন:

এক ভাইতো নায়িকার প্রেমে পইড়া গেলো :) :) :) :)

:) :) :) :)

শুভেচ্ছা রইল :)

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত তো!

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সেই রকম একটা মুভি :) :)

শুভেচ্ছা রইল হাসান মাহবুব ভাই

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

নীলসাধু বলেছেন: আপনি ভাল রিভিউ লিখেন। পড়লে সে ছবি দেখতে ইচ্ছে করে। :D

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল নীলসাধু ভাই

ভালো থাকবেন

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

কিরমানী লিটন বলেছেন: মন ছুঁয়ে যাওয়া বর্ণন- চমৎকার রিভিউ,অনেক শুভকামনা প্রিয় নাজমুল হাসান মজুমদার ভাই ...

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কিরমানী লিটন ভাই

ভালো থাকবেন :) :)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: মুভিটির ভালো দিকগুলোর সাথে মন্দ দিকটাও তুলে ধরেছেন। ভালো লাগল।

আপনার রিভিউ নিয়ে আর কি বলবো, ভালো হয়েছে।। +।

ভাই, খালি কুরিয়ান মুভি দেহে... :(

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সুমন কর ভাই

ভালো থাকবেন :) :) :)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: নতুন নতুন ডিজাইনের ফার্নিচার তৈরি করে এবং বিক্রি করে মানুষকে তাক লাগিয়ে দেয় ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :) :)

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধাত্তারি ভাই । স্পয়লার এলার্ট দিলেন না কেন । মজাটা নষ্ট হয়ে গেলো ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: স্পয়লার করা হয় নাই ! দুই ঘণ্টার মুভির দেড় ঘণ্টার ওপর কোন বর্ণনা দেই নাই । শেষ দেড় ঘণ্টার ওপর গল্পে কি টাইপ বৈচিত্র্য আছে তা আপনি আন্দাজ করতে পারবেন না :)

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: একত্রিশ জন নায়ক ভূমিকায়?

শান্তনু ভাইয়ের কথার সাথে কিঞ্চিত সহমত। এইটা অনেক বড় একটি স্পয়লার।

কাহিনীটা ভালই মনে হল। রিভিউটিও সুন্দর।
রোমান্টিক মুভি দেখি একটু কম। সময় পেলে দেখব আশা করি।

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

সািফ রুবেল বলেছেন: please give me the link....

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লিংক নেই এই মুহূর্তে :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.