নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না জানা সব

জানিনা

নাজানা বাঙ্গাল

জানিনা

নাজানা বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

পূর্ণ হলো না ৩ লাখ, না গেয়েই ফিরে গেলেন লাখো জনতা

২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫







গার্মেন্টস কর্মী হোসনেআরা বলছিলেন- তারা সকালে গিয়েছিলেন কিন্তু ফিরে এসেছেন। ওদের ১ জন ভিড়ে পড়ে গিয়ে হাতে জখম হয়েছে। ১ জনের চুলের ব্যান্ড সহ হারিয়েছে হাতের জিনিস। তখন বাজে ৯:৩০ মিনিট। রাস্তায় মানুষের ঢল্। হা, ফিরে আশা মানুষের ঢল। কেউ ভিতরে প্রবেশ করার পর আবার কেউ প্রবেশ করতে না পেরে ফিরে আসছে। জাহাঙ্গীর নগর বিশ্ব: থেকে আশা রুনা বলছিলেন প্রবেশ করতে না পারার কথা। বলছিলেন অনিয়মের কথা। সে সহ অনেক ছাত্র-ছাত্রী ভিতরে না প্রবেশ করেই ফিরে গেছে। প্রবেশ করার আগে দেয়া হচ্ছিলো খাবারের প্যাকেট। সেখানে ভিড়ের মধ্যে ধাবাবের প্যাকেট ছুড়ে দেয়া হচ্ছে। কেউ পেলো কেউ পেলো না। আমি জানিনা কেন এমন নিয়ম। অনেকে ভিতরেও অনেক সমসার কথা বলেছেন। আমার দেখা ফিরে আশা জনতা ফিরে না গেলে ৩ লাখ পূর্ণ হওয়াটা কঠিন কিছু ছিলো না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.