নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুস সাকিব৪৪১৪

সফটওয়্যার ডেভেলপার

নাজমুস সাকিব৪৪১৪ › বিস্তারিত পোস্টঃ

আজকাল

১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৫

হঠাত করেই অনেক সময় রাতে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে অনেক সময় লাগে নিজেকে বুঝে উঠতে কোথায় আছি। অনেক সময় বিশ্বাস করতেও কষ্ট হয় ঠিক এক বছর আগেও এই সময়টা দেশে ছিলাম। নানান দিনের কথা মনে হয়, নানান গল্প নানান আনন্দের স্মৃতি মনে পড়ে। এরপর ই মনের ভেতরে একটি আশা দানা বাধে, কবে দেশে যাব কিছু দিনের জন্যে।
শীতকাল এই প্রথম এত ঠাণ্ডা উপলব্ধি করলাম। কিন্তু এখন মাইনাস এর তাপমাত্রা খুব ই সাধারন ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু দেশের ঠাণ্ডায় যে মজাটা ছিল তা এখানে পাওয়া সম্ভব হয়নি সঙ্গত কারনেই। তবুও চালিয়ে নেয়া দিনের পর দিন।
চলাফেরায় আজকাল বাড়তি নজরদারি করতেই হয়। আশেপাশের মানুষের চোখ কেমন সন্দেহের, কিংবা কখনও উদ্বেগের। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার কারনে প্রবাস জীবন সঙ্কীর্ণ হতে পারে কিছুটা হলেও ভাবনায় ছিল না। বিশাল টুর বাদ দেয়া এ কারনেই ছিল। এছাড়াও ঠাণ্ডায় শরীরের শক্তিও প্রায় ম্রিয়মান।
একটা টুর দেয়াটা আবশ্যক হয়ে গেছে। দেখা যাক কোথায় দু চোখ যায়।
মাথায় আপাতত রাজ্যের চিন্তা। প্রেসেন্টেশান এবং থিসিস এর যুগপৎ চাপে আজ এখানেই ইতি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: কেমন আছেন? এখনো কি পোল্যান্ডে আছেন। আচ্ছা পোল্যান্ড এর ভিসার ব্যাপারে কিছু জানার ছিল। আপনার ই-মেইল টা দেয়া যাবে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৪

নাজমুস সাকিব৪৪১৪ বলেছেন: হ্যালো

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩২

নাজমুস সাকিব৪৪১৪ বলেছেন: আমার মেইল এড্রেস
[email protected]
ধন্যবাদ

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৩

নাজমুস সাকিব৪৪১৪ বলেছেন: আমি এখনও পোল্যান্ড এ অবস্থান করছি। তবে শীঘ্রই উত্তর আমেরিকার জন্যে আবেদন করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.