নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুস সাকিব৪৪১৪

সফটওয়্যার ডেভেলপার

নাজমুস সাকিব৪৪১৪ › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্নের রাজকন্যা

০৯ ই জুন, ২০১৬ রাত ৩:১৬

রাজকন্যা

দিগবিজয়ী রাজাধিরাজ আমি নই, নই আমি অন্তহীন ক্ষমতার অধিকারি প্রবাদ পুরুষ
ক্ষণিক জীবনের সাময়িক উত্তেজনাতে দেখাতে পারিনি সর্বময়ী চিন্তার আগ্রাসন
নাহ, আমি বিশেষ নই। আমি অতি সাধারণ। আমি কালজয়ী নই, হয়ত হওয়া হবেও না কোনদিন
কষ্টের শত গ্লানি মেখে আমি নিতান্ত এক অধম মানব সন্তান
কিন্তু আমি তোমাকে আমার রাজকন্যা বলেছি। তুমি যে আমার সেই বিশেষ সত্তা
তোমার মাঝে আমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ে উড়ে দিগন্তে মিলিয়ে যায়
দূর দিগন্তে সেই রক্তিম আভা জানান দেয়, তুমি সুন্দর। তুমি অপরুপ।
আমি তোমাকে প্রানভরে দেখি। তোমাকে শুনি। আর শুধুই তোমার কথা ভেবে রাত কেটে যায়।
এমনি করে সীমাহীন প্রেরনা মনের গহীনে কোন এক কোণে জড় হয়
তুমি আমার শক্তি একথা যেন তোমায় বলতে যেয়েও বলিনা
যেন বলতে যেয়েও থেমে যাই, যা বলতে চাই। তুমি কত আপন তাই
বিশ্বাস কর, আমার চিন্তা গুলো অদ্ভুত নয়, আমার কল্পনার রানী কে কেমন করে সাজাব
তাই ভেবেই যেন আমি দিশেহারা
ভেবনা তুমি
একদিন সুন্দর একটি বিকেলে
তোমার নরম দুটো হাত এক করে
একটি ছোট্ট ফুল গুজে দিয়ে বলব.।.।।।
আমি তোমার চুলের খোপায় ফুলটি গুজে দেবার অধিকার চাই
হবে কি? রাজকন্যা আমার?
তরতর করে বেড়ে উঠুক আমার এই কল্পনার বৃক্ষ টি
আমি তাতে জল দিব, আর রাজকন্যা তোমার সেই আদরমাখা শীতল ছায়া
বড্ড বেশি মায়াবি.।.।।।
আমায় পাগল বলছ?
তা বল। দোষ কি তাতে
এই মনটি আমার, তোমার ই আছে; থাকবে.।.।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.