নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

" একটি কপোট্রনিক ভালোবাসা "

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

উষ্ণতাহীন এক যান্ত্রিক লাশকাটা ঘর,
প্রতিপদার্থে তৈরি নীলাভ আলোক উৎস,
ব্যবচ্ছেদ করা কিছু রোবোটিক মৃতদেহ,
এক কোণে পড়ে থাকা আমার নিথরপ্রায় কপোট্রনিক বডি,
কৃত্রিম উপগ্রহে বরফ মমিতে থেমে যাওয়া
যান্ত্রিক জীবনের দীর্ঘশ্বাস, নিঃসীম শুন্যতা,
স্মৃতিতে শুধু জঞ্জালের বোঝা,
পুরনো প্রাচীন এক শহরের ধ্বংসের,
শেষবার মহাকাশযানের কেন্দ্রীয় মডিউল হবার মেমোরি,
আবছায়া ফিরে আসে, হয়তো বর্তনী ঘুরে তথ্য
আসতে গিয়েও থমকে যায়,
কৃত্রিম সিনাপ্সের সংযোগের অভাবে।

মেমোরির এক কোণায় অনেকক্ষণ ধরে,
একটি মানবী মুখের আবছায়া,
স্থির চিত্রে আবদ্ধ হয়ে আছে, শুধু কেন্দ্রীয় মডিউলের
সেই মহাকাশযানের পর্যায়ক্রমিক বিশ্লেষণে
বারবার একটি তথ্যই আসছে, তৃতীয় মাত্রার কপোট্রনিক
বডি হয়েও এই রমণীর জন্যে দুর্বলতার কথা,
স্বেচ্ছামৃত্যুয় ধ্বংস হয়ে গেলেও, যোগাযোগ
মডিউলটি পুনরায় কেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে,
কিন্তু জানি আজকেই কৃত্রিম উপগ্রহ থেকে
মহাজাগতিক জঞ্জালের ন্যায় ছুঁড়ে ফেলা হবে।

মেমোরিশূন্য অনুভূতি হচ্ছে কিছুক্ষন, মনে হয়,
আবার সেই শূন্যতা ফিরে এসেছে,নিয়ন্ত্রক নিউরনের
নিস্তব্ধতা বড় নিরস বোধ হচ্ছে, সব তথ্য চলে গেলেও
বারবার সেই স্থির চিত্র আটকে আছে মেমোরি, আর কিছু নেই।।

সেই মানবী,
তৃতীয় মাত্রার কপোট্রনিক বডি হয়েও
নিজের যান্ত্রিক অবস্থান ভুলে মানবীর প্রতি
অসম এক ভালোবাসায় জড়িয়ে পড়া।।

উষ্ণতাহীন এক যান্ত্রিক লাশকাটা ঘর,
প্রতিপদার্থে তৈরি নীলাভ আলোক উৎস,
ব্যবচ্ছেদ করা কিছু রোবোটিক মৃতদেহ,
এক কোণে পড়ে থাকা আমার নিথরপ্রায় কপোট্রনিক বডি,
কৃত্রিম উপগ্রহে বরফ মমিতে থেমে যাওয়া
যান্ত্রিক জীবনের দীর্ঘশ্বাস, নিঃসীম শুন্যতা,
স্মৃতিতে শুধু জঞ্জালের বোঝা,
পুরনো প্রাচীন এক শহরের ধ্বংসের,
শেষবার মহাকাশযানের কেন্দ্রীয় মডিউল হবার মেমোরি,
আবছায়া ফিরে আসে, হয়তো বর্তনী ঘুরে তথ্য
আসতে গিয়েও থমকে যায়,
কৃত্রিম সিনাপ্সের সংযোগের অভাবে।

মেমোরির এক কোণায় অনেকক্ষণ ধরে,
একটি মানবী মুখের আবছায়া,
স্থির চিত্রে আবদ্ধ হয়ে আছে, শুধু কেন্দ্রীয় মডিউলের
সেই মহাকাশযানের পর্যায়ক্রমিক বিশ্লেষণে
বারবার একটি তথ্যই আসছে, তৃতীয় মাত্রার কপোট্রনিক
বডি হয়েও এই রমণীর জন্যে দুর্বলতার কথা,
স্বেচ্ছামৃত্যুয় ধ্বংস হয়ে গেলেও, যোগাযোগ
মডিউলটি পুনরায় কেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে,
কিন্তু জানি আজকেই কৃত্রিম উপগ্রহ থেকে
মহাজাগতিক জঞ্জালের ন্যায় ছুঁড়ে ফেলা হবে।

মেমোরিশূন্য অনুভূতি হচ্ছে কিছুক্ষন, মনে হয়,
আবার সেই শূন্যতা ফিরে এসেছে,নিয়ন্ত্রক নিউরনের
নিস্তব্ধতা বড় নিরস বোধ হচ্ছে, সব তথ্য চলে গেলেও
বারবার সেই স্থির চিত্র আটকে আছে মেমোরি, আর কিছু নেই।।

সেই মানবী,
তৃতীয় মাত্রার কপোট্রনিক বডি হয়েও
নিজের যান্ত্রিক অবস্থান ভুলে মানবীর প্রতি
অসম এক ভালোবাসায় জড়িয়ে পড়া।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

বাউল আলমগী সরকার বলেছেন: ভাল লাগল কবিতা
শুভ কামনা রইল

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে!

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.