নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

একটি পোট্রেইট খুনের অভিশাপ

২৩ শে মে, ২০১৫ রাত ৩:৩১

রবীন্দ্রনাথকে দাওয়াত দিয়েছিলাম, ব্যস্ত ছিলেন, আসেন নি,
এখন দুপুরের আগে ঘুম ভাঙ্গেনা,বিবর্তনবাদের কিছু কবিতা
ধার দিতে বলেছিলাম, শোনাবেন বলেছিলেন, আমি বুঝিনা,
আমার মত অসামাজিক কীটকে কবিগুরু কবিতা শোনাবেন?


রবীন্দ্রনাথ চাইলেই চলে আসতে পারতেন, সকালের চা'য়ে,
এখন রাতে জেগে থাকি নিশাচরের মত, অন্ধকারে ছায়া গুণি,
রংচটা ছাতের দিকে তাকিয়ে, সিগারেট পোড়ানো বেড়ে যাচ্ছে,
এখন দিনে পড়ে থাকি মড়ার মত, আর বিকালে কবিতা লিখি।


মাথা ভারি লাগে, সন্ধ্যায় ল্যাম্পপোস্টটা ভেঙ্গে ফেলবো, জ্বালাতন,
কাল রাতে সামনের গলিতে খুন হয়েছে, কে জানি, কিছু না পেয়ে,
খুনি নিয়ে গেছে রবীন্দ্রনাথের পোট্রেইট, পুড়িয়ে ফেলিস,
রবীন্দ্রনাথের অভিশাপে আমি কবিতা হারিয়েছি, তুই তো সব হারাবি, বোকা*োদা।


(এই প্রথম কোন লেখায় "গালি" ব্যবহার, সকলের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী)

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ৩:৩৮

কাঠুরে বলেছেন: দারুণ লিখেছেন। :)

২৩ শে মে, ২০১৫ রাত ৩:৩৯

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ। রবীন্দ্রনাথ যদি জানতেন তবে, চায়ের কাপ সহ পুরো স্টোভ সহ আগুন ধরিয়ে দিতেন আমার গায়ে! :) ;)

২| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:০০

রাতুল হাসান ০০৭ বলেছেন: গালি ভাল না আনিক

২৩ শে মে, ২০১৫ ভোর ৪:০৭

কিউপিড রিটার্নস বলেছেন: উপায় নাই,
সত্য কথায় দুই একটা ইউজ করা লাগে ভাই.।.।

৩| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: অন্যরকম। দারুণ।

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৮

কিউপিড রিটার্নস বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাহ! চমৎকার কবিতা।

ভিন্নতার স্বাদ পেলাম। :)

২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৭

কিউপিড রিটার্নস বলেছেন: :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.